ETV Bharat / state

'দিঘার জগন্নাথ মন্দিরে আগামী বছরে রথযাত্রা', লিখলেন মুখ্যমন্ত্রী মমতা - Lord Jagannath Temple in Digha

Mamata Banerjee: পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘায় তৈরি হচ্ছে বাংলার জগন্নাথ মন্দির ৷ এখানে পূজিত হবেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ তবে এবছর রথে এই মন্দির উদঘাটন হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Lord Jagannath Temple in Digha
দিঘায় জগন্নাথ মন্দির (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 4:27 PM IST

Updated : Jul 5, 2024, 5:40 PM IST

কলকাতা, 5 জুলাই: এবছর রাজ্যের জগন্নাথ মন্দিরে রথযাত্রা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 7 জুলাই দেশজুড়ে রথযাত্রা পালিত হবে ৷ পূর্ব মেদিনীপুরের দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করছে তৃণমূল সরকার ৷ সেই মন্দিরের কিছু কাজ বাকি থাকার ফলে পরের বছর থেকে রথযাত্রা হবে দিঘার জগন্নাথ মন্দিরে ৷

শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের মতো পশ্চিমবঙ্গের দিঘায় আমরা ভগবান জগন্নাথের জন্য একটি মন্দির কক্ষ নির্মাণ করছি ৷ এখানে ভগবান বলভদ্র এবং সুভদ্রারও পুজো হবে ৷ এর সঙ্গে রথযাত্রাও পালিত হবে ৷"

এই মন্দিরে রথযাত্রা পালন করা সম্পর্কে তিনি জানান, "এনিয়ে নানারকম আলোচনা হয়েছে ৷ তবে পরের বছর থেকে এখানে রথযাত্রা হবে ৷ কিছু কাজ, প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি ৷ আগামী বছর ভগবানের চাকা ঘুরবার আগেই এই কাজগুলি শেষ করতে হবে ৷ দিঘায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে রথযাত্রা উদযাপিত হবে ৷ সেখানে সবার আমন্ত্রণ রইল ৷ ভগবানের বাসস্থান দিঘা ভারতে একটি নতুন সম্প্রীতির ক্ষেত্র হয়ে উঠুক ৷"

নানামহলে জল্পনা ছিল যে, এবছর রথের আগে দিঘার জগন্নাথ মন্দির খুলে যাবে ৷ তবে তা হচ্ছে না ৷ দিঘায় এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজ্য সরকার ভক্তিমূলক পর্যটনশিল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে । প্রতিবেশী রাজ্য ওড়িশায় শ্রীক্ষেত্র পুরীকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম ব্যাপক জনপ্রিয় হয়েছে ৷ একইভাবে রাজ্য সরকার দিঘাতেও পর্যটন গড়ে তুলতে চায় ৷ এই জগন্নাথ মন্দির নির্মাণে 120 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷ সেই মতো নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির ৷

রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির ৷ বাইরে থেকে দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই ৷ এর উচ্চতাও পুরীর মন্দিরের মতো 65 মিটার । এই মন্দির রূপায়ণের দায়িত্বে রয়েছে হিডকো বা হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন ৷

কলকাতা, 5 জুলাই: এবছর রাজ্যের জগন্নাথ মন্দিরে রথযাত্রা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 7 জুলাই দেশজুড়ে রথযাত্রা পালিত হবে ৷ পূর্ব মেদিনীপুরের দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করছে তৃণমূল সরকার ৷ সেই মন্দিরের কিছু কাজ বাকি থাকার ফলে পরের বছর থেকে রথযাত্রা হবে দিঘার জগন্নাথ মন্দিরে ৷

শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের মতো পশ্চিমবঙ্গের দিঘায় আমরা ভগবান জগন্নাথের জন্য একটি মন্দির কক্ষ নির্মাণ করছি ৷ এখানে ভগবান বলভদ্র এবং সুভদ্রারও পুজো হবে ৷ এর সঙ্গে রথযাত্রাও পালিত হবে ৷"

এই মন্দিরে রথযাত্রা পালন করা সম্পর্কে তিনি জানান, "এনিয়ে নানারকম আলোচনা হয়েছে ৷ তবে পরের বছর থেকে এখানে রথযাত্রা হবে ৷ কিছু কাজ, প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি ৷ আগামী বছর ভগবানের চাকা ঘুরবার আগেই এই কাজগুলি শেষ করতে হবে ৷ দিঘায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে রথযাত্রা উদযাপিত হবে ৷ সেখানে সবার আমন্ত্রণ রইল ৷ ভগবানের বাসস্থান দিঘা ভারতে একটি নতুন সম্প্রীতির ক্ষেত্র হয়ে উঠুক ৷"

নানামহলে জল্পনা ছিল যে, এবছর রথের আগে দিঘার জগন্নাথ মন্দির খুলে যাবে ৷ তবে তা হচ্ছে না ৷ দিঘায় এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজ্য সরকার ভক্তিমূলক পর্যটনশিল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে । প্রতিবেশী রাজ্য ওড়িশায় শ্রীক্ষেত্র পুরীকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম ব্যাপক জনপ্রিয় হয়েছে ৷ একইভাবে রাজ্য সরকার দিঘাতেও পর্যটন গড়ে তুলতে চায় ৷ এই জগন্নাথ মন্দির নির্মাণে 120 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷ সেই মতো নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির ৷

রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির ৷ বাইরে থেকে দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই ৷ এর উচ্চতাও পুরীর মন্দিরের মতো 65 মিটার । এই মন্দির রূপায়ণের দায়িত্বে রয়েছে হিডকো বা হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন ৷

Last Updated : Jul 5, 2024, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.