ETV Bharat / state

কীর্তি আজাদের সমর্থনে পদযাত্রায় মমতা, পায়ে পা মেলালেন হাজার হাজার মানুষ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 9:50 PM IST

Mamata Banerjee
বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ৷ (--নিজস্ব চিত্র ৷)

Mamata Banerjee: তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে পা মেলালেন হাজার হাজার মানুষ ৷

বর্ধমান, 5 মে: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার বিকেলে তিনি বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পদযাত্রা করেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ।

রবিবার বিকেলে বীরভূমে জনসভা শেষ করে হেলিকপ্টারে করে স্পন্দন কমপ্লেক্সে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পন্দন কমপ্লেক্স থেকে শুরু হয় পদযাত্রা । সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা । এদিন বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী মিছিলে পা মেলান । এছাড়া মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু'পাশে মানুষের ঢল নামে। গৃষ্মের প্রবল তাপমাত্রা উপেক্ষা করেই তৃণমূল নেত্রীর পদযাত্রায় পা মেলান সকলে ৷

মুখ্যমন্ত্রী স্পন্দনে হ্যালিপ্যাডে নামার আগে থাকতেই রাস্তায় মানুষের ঢল নামতে শুরু করে । বর্ধমান শহরের 35টি ওয়ার্ড ছাড়াও আশে পাশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল করে জড়ো হয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হলে পিছনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ঢল নামে। মিছিলটি পারকাস রোড, বাদামতলা, কার্জনগেট, বীরহাটা হয়ে জিটি রোড ধরে পুলিশ লাইন এলাকায় শেষ হয় ।

তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, যেভাবে মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চিন্তায় পড়েছে বিজেপি । তৃণমূল কংগ্রেসের দাবি, শুধুমাত্র শহর লাগোয়া এলাকা থেকেই মানুষের ঢল নেমেছিল । ফলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আসনটি এবার যে বিজেপির হাত থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেবে সেই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আছে । যদিও দলের একটা অংশের দাবি, মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যেতেই মিছিল পিছনের দিকে ধীরে ধীরে হালকা হতে থাকে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.