কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে উত্তাল প্রতিবাদের আবহে আজ আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও ইঙ্গিত দেন যে দুর্গাপুজোর আগে কলকাতা পুলিশ কমিশনারকে বদলের সম্ভাবনা কার্যত নেই।
নবান্নে প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করতে গিয়ে মমতা জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়ে বলেন, "যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার। আগে কাজে যোগ দিন, দাবিদাওয়া নিয়ে পরে কথা হবে ৷"
মমতা বলেন, "এর আগে আন্দোলনরত ডাক্তাররা স্বাস্থ্যভবনে গিয়ে যে দাবিগুলি পেশ করেছিলেন তা সবই মেনে নেওয়া হয়েছে ৷ যদি কিছু বলার থাকে আপনাদের (চিকিৎসকদের), আসতে পারেন ৷ 5-10 জনের প্রতিনিধ দল আসুন, আমরা আলোচনা করব ৷
নিজের বক্তব্যে মাটিগাড়ায় ধর্ষণের অপরাধীর ক্ষেত্রে পুলিশ এক বছরের মধ্যে ফাঁসির সাজা নিশ্চিত করা থেকে কামদুনির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, "ভাগ্যিস পুলিশ এই কটা দিন সামলেছে। শান্তিপূর্ণ থেকেছে। মার খেয়েছে। নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু কারও রক্ত নেয়নি। গত সাতদিনে কলকাতা পুলিশ কমিশনার একাধিকবার নিজে এসেছিলেন আমার কাছে পদত্য়াগ করার জন্য। কিন্তু সামনে পুজো। আইনশৃঙ্খলা একটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে বিষয়টা ভালোভাবে জানতে হবে। পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী হয়? আপনারা ঠিক করবেন, আর সবাইকে বদলে দিতে হবে?"
মুখ্যমন্ত্রী বলেন, "সামনেই দুর্গাপুজো ৷ উৎসবে ফিরে আসুন ৷ পুজোটা ভালো করে কাটাতে হবে ৷ সব ক্লাবগুলিকে হয়তো সাহায্য করা যাবে না। সাড়ে চারশো কোটি খরচ হয়েছে এর জন্য ৷ সেই টাকা আগামিকাল থেকে দেওয়া শুরু হবে ৷"
উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার সঙ্গে নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাব পুজোর অনুদানের টাকা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ ক্লাবগুলির কথায়, আগে নির্যাতিতা বিচার পাক, তারপর পুজো।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কোনও ক্লাব যদি পুজোর অনুদান না নিতে চায় তার পরিবর্তে অন্য ক্লাবকে সেই অনুদান দেওয়া হবে। তাঁর বক্তব্য, "যারা টাকা নিতে চান না, ঠিক আছে। অনুদানের লিস্টে অনেক নাম রয়েছে। তাদেরকে যোগ করে দেব ৷" পুজোয় যাতে কোনও অঘটন না ঘটে তার দিকে পুলিশ ওর প্রশসনকে কড়া নজর রাখতে হবে বলে নির্দেশ দেন মমতা।