ETV Bharat / state

কুড়মিদের সঙ্গে মমতার বৈঠক, তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর - Mamata Meets Kurmi Community - MAMATA MEETS KURMI COMMUNITY

Mamata Banerjee Meets With Kurmi Community: নবান্নে কুড়মি জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকার আন্তরিক বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

Kurmi community ST status
নবান্নে কুড়মিদের সঙ্গে মমতার বৈঠক (ফাইন চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 7:35 AM IST

কলকাতা, 14 অগস্ট: মঙ্গলবার বিকেলে নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকার আন্তরিক হলেও এই প্রক্রিয়া কেন্দ্রের জন্য আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সমস্ত শ্রেণির মানুষের সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিশেষ করে জঙ্গলমহলের জেলাগুলিতে বসবাসকারী কুর্মি সম্প্রদায় দু'হাত খুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে ৷ লোকসভা নির্বাচন মেটার পর গত সপ্তাহে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু শেষ মুহূর্তে আরজি করের ঘটনার কারণে এই ঝাড়গ্রাম সফরে কুর্মিদের সঙ্গে বৈঠক করতে পারেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এই অবস্থায় মঙ্গলবার নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ এই বৈঠক থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

দীর্ঘদিন ধরেই কুড়মি সম্প্রদায়ের মানুষের দাবি ছিল তাদেরও তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়া হোক ৷ এই নিয়ে দীর্ঘদিন জঙ্গলমহলের একাধিক জেলায় আন্দোলন করছেন কুড়মিরা ৷ এদিনের বৈঠকে তাঁদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি নিয়েও আলোচনা হয় ৷

নবান্নের তরফ থেকে যতদূর জানা গিয়েছে, কুড়মি মানুষজনদের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, সামগ্রিকভাবে তাঁদের এই স্বীকৃতির বিষয়টি রাজ্যের হাতে নেই ৷ এক্ষেত্রে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে তাঁরা যাতে এই স্বীকৃতি পায় ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ না-নিলে রাজ্যের পক্ষে এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় ৷

যতদূর জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী কুড়মি নেতাদের জানিয়েছেন, রাজ্য সরকার কুড়মিদের নিয়ে সমস্ত নীতি দেওয়ার পরেও তাঁদের তপশিলি উপজাতি ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে কেন্দ্র ৷ এক্ষেত্রে রাজ্য সরকার যে তাঁদের স্বীকৃতি দেওয়ার বিষয় আন্তরিক সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি বলেছেন, কেন্দ্র এ বিষয়ে যখনই নথি চেয়েছে তা দেওয়া হয়েছে ৷ এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেস তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও কুড়মি জনজাতিকে তপশিলি উপজাতি ভুক্ত করার বিষয়ে যে প্রয়াস চালাবে, তা নির্বাচনী ইস্তাহারেও উল্লেখ করেছিল ৷

এদিন রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে কুড়মি জনজাতির উন্নয়নের উপর ৷ এদিন রাজ্য সরকারের তরফ থেকে কুড়মি সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি বিশেষ প্যাকেজের কথাও বলা হয়েছে । যদিও এদিনের বৈঠকের পর কুড়মি নেতাদের একাংশ তাঁদের দীর্ঘদিনের দাবি নিয়ে কিছুটা সংশয় রয়েছে ৷ তবে, মুখ্যমন্ত্রী যে উন্নয়ন প্যাকেজ ও কুরুমালি ভাষায় পঠন-পাঠনের বিষয়টির কথা বলছেন, তাকে স্বাগত জানিয়েছেন কুড়মিরা ৷

কলকাতা, 14 অগস্ট: মঙ্গলবার বিকেলে নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকার আন্তরিক হলেও এই প্রক্রিয়া কেন্দ্রের জন্য আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সমস্ত শ্রেণির মানুষের সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিশেষ করে জঙ্গলমহলের জেলাগুলিতে বসবাসকারী কুর্মি সম্প্রদায় দু'হাত খুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে ৷ লোকসভা নির্বাচন মেটার পর গত সপ্তাহে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু শেষ মুহূর্তে আরজি করের ঘটনার কারণে এই ঝাড়গ্রাম সফরে কুর্মিদের সঙ্গে বৈঠক করতে পারেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এই অবস্থায় মঙ্গলবার নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ এই বৈঠক থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

দীর্ঘদিন ধরেই কুড়মি সম্প্রদায়ের মানুষের দাবি ছিল তাদেরও তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়া হোক ৷ এই নিয়ে দীর্ঘদিন জঙ্গলমহলের একাধিক জেলায় আন্দোলন করছেন কুড়মিরা ৷ এদিনের বৈঠকে তাঁদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি নিয়েও আলোচনা হয় ৷

নবান্নের তরফ থেকে যতদূর জানা গিয়েছে, কুড়মি মানুষজনদের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, সামগ্রিকভাবে তাঁদের এই স্বীকৃতির বিষয়টি রাজ্যের হাতে নেই ৷ এক্ষেত্রে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে তাঁরা যাতে এই স্বীকৃতি পায় ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ না-নিলে রাজ্যের পক্ষে এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় ৷

যতদূর জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী কুড়মি নেতাদের জানিয়েছেন, রাজ্য সরকার কুড়মিদের নিয়ে সমস্ত নীতি দেওয়ার পরেও তাঁদের তপশিলি উপজাতি ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে কেন্দ্র ৷ এক্ষেত্রে রাজ্য সরকার যে তাঁদের স্বীকৃতি দেওয়ার বিষয় আন্তরিক সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি বলেছেন, কেন্দ্র এ বিষয়ে যখনই নথি চেয়েছে তা দেওয়া হয়েছে ৷ এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেস তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও কুড়মি জনজাতিকে তপশিলি উপজাতি ভুক্ত করার বিষয়ে যে প্রয়াস চালাবে, তা নির্বাচনী ইস্তাহারেও উল্লেখ করেছিল ৷

এদিন রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে কুড়মি জনজাতির উন্নয়নের উপর ৷ এদিন রাজ্য সরকারের তরফ থেকে কুড়মি সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি বিশেষ প্যাকেজের কথাও বলা হয়েছে । যদিও এদিনের বৈঠকের পর কুড়মি নেতাদের একাংশ তাঁদের দীর্ঘদিনের দাবি নিয়ে কিছুটা সংশয় রয়েছে ৷ তবে, মুখ্যমন্ত্রী যে উন্নয়ন প্যাকেজ ও কুরুমালি ভাষায় পঠন-পাঠনের বিষয়টির কথা বলছেন, তাকে স্বাগত জানিয়েছেন কুড়মিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.