ETV Bharat / state

সরকারি কাজে রাজ্যের রং না ব্যবহার নিয়ে উষ্মা মুখ্য়মন্ত্রীর, কেন্দ্রের গেরুয়াকরণেরও সমালোচনা - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 4:00 PM IST

Updated : Jun 27, 2024, 4:19 PM IST

Mamata Banerjee: বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার সমস্যা নিয়ে বৈঠক করেন ৷ সেখানে সরকারি ভবনগুলিতে রাজ্যের রং ব্যবহার হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি ৷

Mamata Banerjee
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 জুন: রাজ্য সরকারের বিভিন্ন ভবনে রাজ্যের রং (আকাশি নীল)-এর বদলে অন্য রং ব্যবহার করা হচ্ছে বলে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন নবান্ন সভাঘরে হকার সমস্যা নিয়ে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই তিনি এই উষ্মা প্রকাশ করেছেন ৷ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে গেরুয়া রং ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, তাঁর শাসনে কোথাও শাসক দলের পতাকার রং ব্যবহার করা হয়নি ।

অন্যদিকে বাগজোলা খালের দুই ধারে সৌন্দর্যায়নের জন্য ব্যবহৃত রং নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন এক্ষেত্রে রাজ্যের রং (আকাশি নীল) ব্যবহার করা হয়নি ?’’ তবে বাগজোলা খালের দু’পাশে এভাবে সৌন্দর্যায়নের জন্য তিনি দমকল মন্ত্রী সুজিত বসুর প্রশংসাও করেছেন ৷

সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে বিভিন্ন ভবনে গেরুয়া রঙের ব্যবহারের আধিক্য তাঁর চোখে পড়েছে । তবে ব্যক্তিগত মালিকানায় তৈরি বাড়িতে কী রঙ হবে, তা নিয়ে তাঁর কিছু বলার নেই । কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে রাজ্যের রং ব্যবহার করাই কাম্য বলে মনে করছেন তিনি । তিনি বলেন, ‘‘আকাশি রং কে রাজ্যের রং হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে । সে ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কেন সেই রঙের ব্যবহার করা হচ্ছে না ?’’

তিনি জানান, এবার উত্তরবঙ্গে গিয়ে তিনি দেখেছেন সমস্ত বিল্ডিং-এর নয় লাল নতুবা গেরুয়া লাগিয়ে দেওয়া হয়েছে । মুখ্য়মন্ত্রী রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দিয়েছেন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত সরবরাহকারীদের বলে দিতে যে গেরুয়া বা লাল রাজ্যের রং নয় । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহু জায়গায় আকাশি রং করতে গিয়ে ভুলভাল রং করা হয় । এক্ষেত্রে পিডব্লিউডিকে (পূর্ত দফতর) বলব নবান্নের রং অনুসরণ করতে । এই রংটাই সবাইকে পাঠানো হোক । আমি মুখ্যসচিবকে দায়িত্ব দিচ্ছি, এই বার্তা যেন প্রত্যেক দফতরে পৌঁছে দেওয়া হয় ।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জামা-কাপড় কে কী রংয়ের পরবেন, তা নিজস্ব ব্যাপার ৷ বাড়িঘরের ক্ষেত্রেও নিজের পছন্দের রং ব্যবহার করতেই পারেন । সরকারি বাড়িগুলোকে ছাদগুলো গেরুয়া করে কি লাভ ?’’ এই প্রসঙ্গে তিনি কেন্দ্রের সমালোচনা করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেট্রোরেলের বিভিন্ন ভবনগুলিকে গেরুয়া করে দেওয়া হচ্ছে । কেন এখানে পার্টির রং করা ব্যবহার হবে ? আমি কি আমার দলের রং কোথাও ব্যবহার করেছি । তাহলে তারা করবে কেন ?’’

কলকাতা, 27 জুন: রাজ্য সরকারের বিভিন্ন ভবনে রাজ্যের রং (আকাশি নীল)-এর বদলে অন্য রং ব্যবহার করা হচ্ছে বলে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন নবান্ন সভাঘরে হকার সমস্যা নিয়ে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই তিনি এই উষ্মা প্রকাশ করেছেন ৷ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে গেরুয়া রং ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, তাঁর শাসনে কোথাও শাসক দলের পতাকার রং ব্যবহার করা হয়নি ।

অন্যদিকে বাগজোলা খালের দুই ধারে সৌন্দর্যায়নের জন্য ব্যবহৃত রং নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন এক্ষেত্রে রাজ্যের রং (আকাশি নীল) ব্যবহার করা হয়নি ?’’ তবে বাগজোলা খালের দু’পাশে এভাবে সৌন্দর্যায়নের জন্য তিনি দমকল মন্ত্রী সুজিত বসুর প্রশংসাও করেছেন ৷

সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে বিভিন্ন ভবনে গেরুয়া রঙের ব্যবহারের আধিক্য তাঁর চোখে পড়েছে । তবে ব্যক্তিগত মালিকানায় তৈরি বাড়িতে কী রঙ হবে, তা নিয়ে তাঁর কিছু বলার নেই । কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে রাজ্যের রং ব্যবহার করাই কাম্য বলে মনে করছেন তিনি । তিনি বলেন, ‘‘আকাশি রং কে রাজ্যের রং হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে । সে ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কেন সেই রঙের ব্যবহার করা হচ্ছে না ?’’

তিনি জানান, এবার উত্তরবঙ্গে গিয়ে তিনি দেখেছেন সমস্ত বিল্ডিং-এর নয় লাল নতুবা গেরুয়া লাগিয়ে দেওয়া হয়েছে । মুখ্য়মন্ত্রী রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দিয়েছেন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত সরবরাহকারীদের বলে দিতে যে গেরুয়া বা লাল রাজ্যের রং নয় । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহু জায়গায় আকাশি রং করতে গিয়ে ভুলভাল রং করা হয় । এক্ষেত্রে পিডব্লিউডিকে (পূর্ত দফতর) বলব নবান্নের রং অনুসরণ করতে । এই রংটাই সবাইকে পাঠানো হোক । আমি মুখ্যসচিবকে দায়িত্ব দিচ্ছি, এই বার্তা যেন প্রত্যেক দফতরে পৌঁছে দেওয়া হয় ।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জামা-কাপড় কে কী রংয়ের পরবেন, তা নিজস্ব ব্যাপার ৷ বাড়িঘরের ক্ষেত্রেও নিজের পছন্দের রং ব্যবহার করতেই পারেন । সরকারি বাড়িগুলোকে ছাদগুলো গেরুয়া করে কি লাভ ?’’ এই প্রসঙ্গে তিনি কেন্দ্রের সমালোচনা করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেট্রোরেলের বিভিন্ন ভবনগুলিকে গেরুয়া করে দেওয়া হচ্ছে । কেন এখানে পার্টির রং করা ব্যবহার হবে ? আমি কি আমার দলের রং কোথাও ব্যবহার করেছি । তাহলে তারা করবে কেন ?’’

Last Updated : Jun 27, 2024, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.