কলকাতা, 7 মার্চ: বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন সবে। যোগদানের কয়েকঘণ্টার মধ্যেই দলীয় কর্মসূচি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কারও নাম মমতা উল্লেখ করেননি। তবে তাঁর লক্ষ্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা বুঝতে মোটেই বেগ পেতে হয় না। নারী দিবসের মিছিলের পর সভা মঞ্চ থেকে মমতা বলেন," হাজার হাজার চাকির খেয়ে এখন নেতা হয়েছেন।" এরপর তাঁকে আরও দাবি, অভিজিৎ অভিষেককেও কটাক্ষ করেছেন।
অন্য একটি প্রসঙ্গে মমতা রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা উল্লেখ করেন। করোনার সময় থেকে দেশের 80 কোটি মানুষকে বিনা খরচে রেশন দিয়েছে মোদি সরকারও। এই দুটি প্রকল্পের মধ্যে তুলনা টেনেও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়," আমরা বিনে পয়সার রেশন দিয়ে থাকি। আপনারা কোভিডের সময় শুধু দিয়েছিলেন । তারপর থেকে শুধুই ছবি দিয়েছেন। কোভিডের ভ্যাকসিনেও আপনাদের ছবি। সেদিক থেকে ডেথ সার্টিফিকেটেও আপনার ছবি দেওয় উচিত ছিল।" উ্ল্লেখ্য করোনার ভ্য়াকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া নিয়ে অতীতে তুমুল বিতর্ক হয়েছিল। নারী দিবসের মঞ্চ থেকে সেই প্রসঙ্গই আরও একবার তুলে ধরলেন মমতা।
নিজের ভাষণের একটি অংশে বিজেপিকে পিন্টুবাবু বলে কটাক্ষ করেন মমতা। পাশাপাশি জানিয়েদেন তিনি রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে বা আধার কার্ড বাতিলে বাধা দেন বলে পিন্টুবাবুর রাগ হয়। এরপর রাজ্যে আসা বিভিন্ন কেন্দ্রীয় টিম নিয়েও মন্তব্য করেন মমতা। তাঁর মতে বিভিন্ন ঘটনায় রাজ্যে 455টি কেন্দ্রীয় দল এসেছে। কিন্তু মণিপুরে কোনও কেন্দ্রীয় দল যায়নি। পাশপাশি তিনি জানান, রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় দল এসেছে তাদের রাজ্য প্রশাসন স্বাগত জানিয়েছে। তবে এই সৌজন্যকে দুর্বলতা ভাবলে ভুল হবে। বারবার অত্যাচার করলে তৃণমূল তার জবাব দেবে।
এরপর দল বদলের প্রসঙ্গও আসে তাঁর ভাষণে। তাঁর দাবি, বাড়িতে ইডি'র হানার ভয়ে অনেকে বিজেপিতে যোগদান করছেন। মমতার কথায়, " এখন বিষয়টা এমন হয়ে গিয়েছে যেন কেউ তৃণমূলে থাকলে চোর আর বিজেপিতে গেলে ওয়াশিং পাউডার ভাজপা। কেউ কেউ ভয় পাচ্ছে বাড়িতে ইডি চলে যাবে। একদিন বাড়ি গেলে ভয় পাচ্ছে । গদ্দারাই তাঁদের ফোন করে বলে দিচ্ছে বিজেপিতে চলে যাও। তাঁরা বিজেপিতে চলেও যাচ্ছে। চিরদিন এরকম চলবে না।"
আরও পড়ুন: