কলকাতা, 31 অক্টোবর: কালীপুজোর আয়োজনে ব্যস্ত বাংলা । নির্ঘণ্ট মেনে বাংলার বিভিন্ন প্রান্তে এই পুজো সম্পন্ন হচ্ছে । প্রত্যেক বছরের মতোই এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে কালীপুজো করছেন । তারই শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে ৷
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো 47তম বর্ষে পড়েছে । 1978 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর হাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে পুজো শুরু হয়েছিল সেই পরম্পরা এখনও চলছে । প্রতিবারের মতোই ধুমধাম করে নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী । আর পাঁচটা দিন রাজ্যের প্রশাসনিক প্রধানের যে ছবি দেখা যায়, এদিন কিন্তু কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির ছবিটা থাকে একদম আলাদা । পুজোর আয়োজন থেকে ভোগ রান্না - সবই নিজের হাতে করেন বাংলার মুখ্যমন্ত্রী ।
গৃহকর্ত্রী হিসাবে তিনি সামলান অতিথি আপ্যায়নও । রান্নাঘর থেকে ঠাকুর ঘর - সবদিকে তাঁর কড়া নজর । এমনকি বাড়িতে পুজো দেখতে ও নিমন্ত্রণ রক্ষা করতে আসা অতিথিদের প্রত্যেককে নিজে হাতে আপ্যায়ন করেন মমতা । নজর রাখেন অতিথিদের সুযোগ সুবিধার দিকেও । সারা বছর প্রশাসনিক ও দলীয় কাজেই ব্যস্ত থাকেন তিনি । বাড়ির কালীপুজোর দিনটায় আপনজন ও পরিবারের মানুষদের কাছে পান মমতা বন্দ্যোপাধ্যায় । তাই পরিবারেও এদিন মধ্যমণি এদিন তিনিই ৷
এই একটা দিনেই সন্ধে থেকে রাতভর আমলা থেকে শুরু করে সাধারণ মানুষ, সেলেব্রিটি থেকে খেলোয়াড়দের ভিড় লেগে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে । কালীপুজো উপলক্ষে 30বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বসে তারকার হাট । আর এসবের মাঝেই এক অন্য মুখ্যমন্ত্রীকে দেখা যায় এদিন ।
এবছর তাৎপর্যপূর্ণভাবে দীপাবলি এবং কালীপুজো উপলক্ষেও একটি গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৷ ইতিমধ্যেই বিভিন্ন মহলে সেই গানটি নিয়ে চর্চা চলছে । এই গানের মাধ্যমেই মূলত রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।