ETV Bharat / state

আরজি করে ভাঙচুর করেছে সিপিআইএম-বিজেপি, বিস্ফোরক মমতা - Mamata Claim on RG Kar Vandalism - MAMATA CLAIM ON RG KAR VANDALISM

Mamata Banerjee Claim on RG Kar Vandalism: আরজি কর হাসপাতালে ভাঙচুর করেছে সিপিআইএম ও বিজেপি ৷ এমনই বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এদিন তিনি টেনে আনেন উন্নাও, হাথরস থেকে শুরু মণিপুর ও কামদুনির প্রসঙ্গ ৷

ETV BHARAT
দোষীর শাস্তির দাবিতে সরব মুখ্যমন্ত্রী (ছবি: ফেসবুক)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 5:33 PM IST

Updated : Aug 16, 2024, 6:15 PM IST

কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে সিপিআইএম ও বিজেপি ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন টেনে আনেন উন্নাও, হাথরস থেকে শুরু করে উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ ৷ উল্লেখ করেন কামদুনি ও তাপসী মালিকের ঘটনা এবং মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ৷ রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গ টেনে রাজ্যপালকে একহাত নেন তিনি ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতা-নেত্রীদের নিয়ে তিনি মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন ৷ এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "সিপিআইএম ও বিজেপিই আরজি করে ভাঙচুর করেছে ৷ রাত 12টার পর ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা ৷ এটা বন্ধ হওয়া উচিত ৷"

তাঁর কথায়, "এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদেরও নামতে হল ।" ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি বলেন, "ডিউটিতে যাঁরা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন তা তাঁদের দেখতে হয় । ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়, পুলিশের মতো।"

এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে আরজি করের ঘটনায় বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি নেতারা আরজি করের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "এই সব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে আছেন । আর একটা পা নীতীশের উপর আর চন্দ্রবাবুর উপরে রয়েছে । দেশে কোথাও একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি । আমি নিজেকে মহিলা মনে করি না । আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ সবাই সমান । আমরা চরিত্র হনন করে কিমবা কুৎসা করে খাই না ।"

এপ্রসঙ্গেই মণিপুর, অসমের ঘটনা টেনে বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "মণিপুরকে সামলাতে পেরেছন ? নাগাল্যান্ড বা অসম সামলাতে পেরেছেন ? সব মিথ্যে প্রমাণিত হয়, যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিয়ো । কোনওটা সত্য নয় । সত্য মানতে আমার অসুবিধা নেই ।"

মমতার কথায়, বিক্ষোভ ঠেকাতে উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ ও মৃত্যুর 9 দিন পর দেহ উদ্ধার হয়েছিল ৷ যাতে বিক্ষোভ শুরু না-হয়, সে জন্যই এসব করা হয় ৷ তবে বাংলায় এ সব করা হয় না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনকে দোষীদের শাস্তি দেওয়ার সময় না-দিয়ে রাজনীতি করা হল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 16 অগস্ট: আরজি কর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে সিপিআইএম ও বিজেপি ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন টেনে আনেন উন্নাও, হাথরস থেকে শুরু করে উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ ৷ উল্লেখ করেন কামদুনি ও তাপসী মালিকের ঘটনা এবং মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ৷ রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গ টেনে রাজ্যপালকে একহাত নেন তিনি ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতা-নেত্রীদের নিয়ে তিনি মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন ৷ এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "সিপিআইএম ও বিজেপিই আরজি করে ভাঙচুর করেছে ৷ রাত 12টার পর ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা ৷ এটা বন্ধ হওয়া উচিত ৷"

তাঁর কথায়, "এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদেরও নামতে হল ।" ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি বলেন, "ডিউটিতে যাঁরা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন তা তাঁদের দেখতে হয় । ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়, পুলিশের মতো।"

এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে আরজি করের ঘটনায় বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি নেতারা আরজি করের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "এই সব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে আছেন । আর একটা পা নীতীশের উপর আর চন্দ্রবাবুর উপরে রয়েছে । দেশে কোথাও একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি । আমি নিজেকে মহিলা মনে করি না । আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ সবাই সমান । আমরা চরিত্র হনন করে কিমবা কুৎসা করে খাই না ।"

এপ্রসঙ্গেই মণিপুর, অসমের ঘটনা টেনে বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "মণিপুরকে সামলাতে পেরেছন ? নাগাল্যান্ড বা অসম সামলাতে পেরেছেন ? সব মিথ্যে প্রমাণিত হয়, যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিয়ো । কোনওটা সত্য নয় । সত্য মানতে আমার অসুবিধা নেই ।"

মমতার কথায়, বিক্ষোভ ঠেকাতে উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ ও মৃত্যুর 9 দিন পর দেহ উদ্ধার হয়েছিল ৷ যাতে বিক্ষোভ শুরু না-হয়, সে জন্যই এসব করা হয় ৷ তবে বাংলায় এ সব করা হয় না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনকে দোষীদের শাস্তি দেওয়ার সময় না-দিয়ে রাজনীতি করা হল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Aug 16, 2024, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.