আলিপুরদুয়ার, 12 এপ্রিল: আলিপুরদুয়ারের কালচিনিতে শুক্রবারের দ্বিতীয় জনসভা থেকে অমিত শাহকে তাঁর বালুরঘাটের মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই জনসভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি ৷
দিন কয়েক আগেই বালুরঘাটে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষনেতা দাবি করেন, মমতাদিদি সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, অসত্য কথা বলছেন । শুক্রবারের জনসভা থেকে এর জবাবে মমতা কোনও নাম না করেই বলেন, "আমার প্রাণ থাকতে বাংলায় সিএএ, এনআরসি, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না ৷ একদিন আমার সঙ্গে বসে যাও না চল, কোনও টিভি প্যানেলে মুখোমুখি আলোচনা হয়ে যাক ৷ তুমি তোমার কথা বল, আমি আমার কথা বলব ৷ মুখোমুখি আলোচনা করব। আমি দেখব, কে জেতে আর কে হারে ! তার পরে জনতা ঠিক করবে কে মিথ্যা কথা বলেছে।"
প্রসঙ্গত, এর আগে বিজেপির নেতাদের বিতর্ক সভায় মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার মমতাও কালচিনিতে সেই একই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির মসনদে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বকে ।
প্রচারমঞ্চ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মমতা বলেন, "মোদির কোনও গ্যারান্টি নেই ৷ 2014 সালে বিজেপি এসে 5টা চা বাগান খুলবে বলেছিল, দু’টোও খুলতে পারেনি । আমার সরকার 59টা চা বাগান তৈরি করেছে ৷ বিজেপি লুটেরার দল, সব লুঠ করে নেবে ৷ সবকিছু বেচে দিয়েছে ৷"
তিনি বলেন, "আবাস যোজনার টাকা দিচ্ছে না ৷ রাস্তা বানানোর টাকা দেয়নি ৷ 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি ৷ আমার গরিব মজুরের টাকা দেয়নি ৷ ওই 59 লাখ পরিবারকে আমরা টাকা দিয়েছি ৷ আমি সিদ্ধান্ত নিয়েছি দিল্লির কাছে আর ভিক্ষা নয় ৷ ভিক্ষা চাইলে জনতার কাছে চাইব, দিল্লির কাছে নয় ৷"
আরও পড়ুন: