ETV Bharat / state

জয়ী প্রার্থীদের কালীঘাটের বাড়িতে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় - MPs of TMC

Mamata Banerjee Calls Meeting: তৃণমূলের জয়ী 29 জন প্রার্থীকে কালীঘাটের বাড়িতে ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতি বৈঠকের পরই রুটিন বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:19 PM IST

কলকাতা, 6 জুন: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে সাফল্য বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের। 2024 লোকসভা নির্বাচনে 2019 লোকসভার থেকেও ভালো ফল করেছে। তৃণমূলের সদ্য জয়ী 29 জন প্রার্থীকে এবার নিজের বাড়িতে ডেকে পাঠালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকালে কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের দলনেত্রী ডেকে পাঠিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। অন্যান্য নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিবারই এই বৈঠক করে থাকেন তৃণমূল নেত্রী। এবারও সেই রীতি মেনে বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর। মূলত, শুভেচ্ছা বিনিময় ও আগামীর পথ চলা নিয়ে বিশেষ পরামর্শ দিতে পারেন বলেও খবর।

এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্য তো বটেই গোটা দেশে যে ফল হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়া জোট ক্ষমতায় বসতে না পারলেও মোদি-অমিত শাহ নেতৃত্বাধীন এনডিএ জোট খুব একটা একরোখা পদক্ষেপও করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কীভাবে এগোবে, কী হবে তাঁর রুটম্যাপ তার প্রাথমিক আভাস আগামী শনিবারের বৈঠকে পাওয়া যেতে পারে বলে খবর। এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের যা অবস্থা তা সিপিএম কন্ট্রোল করছে বলেই মনে করছেন ঘাসফুল শিবিরের নেতারা। অথচ, তাঁদের নির্বাচিত সাংসদ সংখ্যা হাতে গোনা। শুধু তাই নয়, এ রাজ্যের দুর্নীতি-সন্দেশখালি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ইডি-সিবিআইকে ব্যবহার করেছে বলেও অভিযোগ। সে সময় রাজ্যের কংগ্রেস-বাম নেতারা একটি বারের জন্য শাসক তৃণমূলের পক্ষে তো দাঁড়াননি, বরং পালটা আক্রমণ শানিয়েছে। এমনকী, ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও বঙ্গে বাম-কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়েছে।

যে কারণে বহুবার ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, "ওরা (কংগ্রেস-বাম) বিজেপির দালাল।" ফলে, নির্বাচনী বৈতরণী পার করার পর সেই বামেদের অঙ্গুলিহেলন যে মেনে নেওয়া হবে না, ঠারেঠোরে তাও বুঝিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সে বিষয়েও আলোচনা হতে পারে। শুধুমাত্র তাই নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ইন্ডিয়া জোটের বৈঠক গিয়েছেন। এদিন আবার জোট শরিকদের অনেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেছেন অভিষেক। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি থেকে অভিষেক নতুন কী বার্তা আনবেন, সে বিষয়েও নজর থাকবে সকলের। বাকিটা শনিবারের বৈঠকের পরই জানা যেতে পারে।

কলকাতা, 6 জুন: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে সাফল্য বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের। 2024 লোকসভা নির্বাচনে 2019 লোকসভার থেকেও ভালো ফল করেছে। তৃণমূলের সদ্য জয়ী 29 জন প্রার্থীকে এবার নিজের বাড়িতে ডেকে পাঠালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকালে কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের দলনেত্রী ডেকে পাঠিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। অন্যান্য নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিবারই এই বৈঠক করে থাকেন তৃণমূল নেত্রী। এবারও সেই রীতি মেনে বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর। মূলত, শুভেচ্ছা বিনিময় ও আগামীর পথ চলা নিয়ে বিশেষ পরামর্শ দিতে পারেন বলেও খবর।

এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্য তো বটেই গোটা দেশে যে ফল হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়া জোট ক্ষমতায় বসতে না পারলেও মোদি-অমিত শাহ নেতৃত্বাধীন এনডিএ জোট খুব একটা একরোখা পদক্ষেপও করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কীভাবে এগোবে, কী হবে তাঁর রুটম্যাপ তার প্রাথমিক আভাস আগামী শনিবারের বৈঠকে পাওয়া যেতে পারে বলে খবর। এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের যা অবস্থা তা সিপিএম কন্ট্রোল করছে বলেই মনে করছেন ঘাসফুল শিবিরের নেতারা। অথচ, তাঁদের নির্বাচিত সাংসদ সংখ্যা হাতে গোনা। শুধু তাই নয়, এ রাজ্যের দুর্নীতি-সন্দেশখালি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ইডি-সিবিআইকে ব্যবহার করেছে বলেও অভিযোগ। সে সময় রাজ্যের কংগ্রেস-বাম নেতারা একটি বারের জন্য শাসক তৃণমূলের পক্ষে তো দাঁড়াননি, বরং পালটা আক্রমণ শানিয়েছে। এমনকী, ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও বঙ্গে বাম-কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়েছে।

যে কারণে বহুবার ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, "ওরা (কংগ্রেস-বাম) বিজেপির দালাল।" ফলে, নির্বাচনী বৈতরণী পার করার পর সেই বামেদের অঙ্গুলিহেলন যে মেনে নেওয়া হবে না, ঠারেঠোরে তাও বুঝিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সে বিষয়েও আলোচনা হতে পারে। শুধুমাত্র তাই নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ইন্ডিয়া জোটের বৈঠক গিয়েছেন। এদিন আবার জোট শরিকদের অনেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেছেন অভিষেক। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি থেকে অভিষেক নতুন কী বার্তা আনবেন, সে বিষয়েও নজর থাকবে সকলের। বাকিটা শনিবারের বৈঠকের পরই জানা যেতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.