ETV Bharat / state

আমাদের মতো সমাজ সংস্কার সারা পৃথিবীতে কেউ করেনি, বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী - Purba Bardhaman

Mamata Banerjee: বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরেন ৷ পাশাপাশি দাবি করেন যে তাঁর আমলে যা সমাজ সংস্কার বাংলায় হয়েছে, তা সারা পৃথিবীতে কেউ করেনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 1:57 PM IST

Updated : Jan 24, 2024, 2:19 PM IST

বর্ধমান, 24 জানুয়ারি: প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, তৃণমূল জমানায় যা সমাজ সংস্কার ও উন্নয়ন হয়েছে, তা সারা বিশ্বে কোথাও হয়নি ৷

বুধবার বর্ধমানে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি সাধারণ মানুষের হাতে একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন ৷ তাছাড়া বহু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন ৷ পাশাপাশি ভাষণ দেওয়ার সময় বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই সময়ই তিনি উন্নয়ন নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘অনেকে বলে আমরা কিছু করি না ৷ আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি ৷ আমরা গর্বিত ৷ আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে ৷ কারণ, কন্যাশ্রীরা আমার গর্ব, বিশ্বের গর্ব ৷’’

Mamata Banerjee
বর্ধমানে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বুধবার৷

এর পর তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে তাঁর আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, রাজ্যে দু’কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান ৷ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান 101.29 লক্ষ জন ৷ প্রায় লক্ষ কৃষক পরিবারকে চাষিমৃত্যুর কারণে সহায়তা পেয়েছেন ৷ সবুজসাথীর সাইকেল এখনও পর্যন্ত 1 কোটি 28 লক্ষ পড়ুয়া পেয়েছে ৷ স্বাস্থ্যসাথী পায় প্রায় আট কোটি লোক পান ৷ এছাড়া শিক্ষাশ্রী, ঐক্যশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যাও কোটি ছাড়িয়েছে বলেও তিনি জানান ৷

শেষে তিনি জানান, রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক প্রকল্প করেছে ৷ অনেক মানুষ এর সুবিধা পেয়েছেন ৷ সব একসঙ্গে বলাও সম্ভব নয় ৷ রাজ্যে উন্নয়নের কোনও কাজ বাকি নেই বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি কটাক্ষ করে বলেন, ‘‘কোনটা বাকি আছে ? বাকি আছে শুধু আমাকে গালি দেওয়া ৷’’ তাঁর অভিযোগ, বিরোধীরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে অপপ্রচার করছে ৷

আরও পড়ুন:

  1. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
  2. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার
  3. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার

বর্ধমান, 24 জানুয়ারি: প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, তৃণমূল জমানায় যা সমাজ সংস্কার ও উন্নয়ন হয়েছে, তা সারা বিশ্বে কোথাও হয়নি ৷

বুধবার বর্ধমানে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি সাধারণ মানুষের হাতে একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন ৷ তাছাড়া বহু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন ৷ পাশাপাশি ভাষণ দেওয়ার সময় বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই সময়ই তিনি উন্নয়ন নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘অনেকে বলে আমরা কিছু করি না ৷ আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি ৷ আমরা গর্বিত ৷ আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে ৷ কারণ, কন্যাশ্রীরা আমার গর্ব, বিশ্বের গর্ব ৷’’

Mamata Banerjee
বর্ধমানে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বুধবার৷

এর পর তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে তাঁর আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, রাজ্যে দু’কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান ৷ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান 101.29 লক্ষ জন ৷ প্রায় লক্ষ কৃষক পরিবারকে চাষিমৃত্যুর কারণে সহায়তা পেয়েছেন ৷ সবুজসাথীর সাইকেল এখনও পর্যন্ত 1 কোটি 28 লক্ষ পড়ুয়া পেয়েছে ৷ স্বাস্থ্যসাথী পায় প্রায় আট কোটি লোক পান ৷ এছাড়া শিক্ষাশ্রী, ঐক্যশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যাও কোটি ছাড়িয়েছে বলেও তিনি জানান ৷

শেষে তিনি জানান, রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক প্রকল্প করেছে ৷ অনেক মানুষ এর সুবিধা পেয়েছেন ৷ সব একসঙ্গে বলাও সম্ভব নয় ৷ রাজ্যে উন্নয়নের কোনও কাজ বাকি নেই বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি কটাক্ষ করে বলেন, ‘‘কোনটা বাকি আছে ? বাকি আছে শুধু আমাকে গালি দেওয়া ৷’’ তাঁর অভিযোগ, বিরোধীরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে অপপ্রচার করছে ৷

আরও পড়ুন:

  1. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
  2. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার
  3. মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
Last Updated : Jan 24, 2024, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.