ETV Bharat / state

পুলিশ ও নেতারা টাকা আদায় করবেন না, লোভ সংবরণ করুন: মমতা - Mamata acts tough on Police - MAMATA ACTS TOUGH ON POLICE

Mamata acts tough on Leaders-Police: বেআইনি দখলদারি নিয়ে নবান্ন সভাঘরের বৈঠকে পুলিশ ও রাজনৈতিক নেতাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনও রাখঢাক না-করে তিনি বলেন, রাস্তা দখলের জন্য দায়ী পুলিশ ও রাজনৈতিক নেতারা ৷ কাউন্সিলররা এটা না-দেখলে তাঁদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
নবান্ন সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 12:48 PM IST

Updated : Jun 27, 2024, 1:22 PM IST

কলকাতা, 27 জুন: রাস্তা দখলের জন্য ফের রাজনৈতিক নেতা ও পুলিশকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেআইনি দখলদারি ইস্যুতে নবান্ন সভাঘরের বৈঠকে কড়া ভাষায় মমতা বলেন, "লোভ সংবরণ করুন ৷" বেআইনি দখলদারি হলে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের গ্রেফতারির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷

লোকসভা ভোটের পর হকার সমস্যা, সরকারি জমি দখল-সহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌরসভাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে তাঁর কড়া বার্তার পর রাজ্যজুড়ে শুরু হয় বেআইনি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ৷ যা নিয়ে সরব হতেও দেখা গিয়েছে বিরোধীদের ৷ এই আবহে বৃহস্পতিবার ফের এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে সরকারি জমি দখল হয়ে যাওয়ার জন্য পুলিশ ও রাজনৈতিক নেতাদের তুলোধোনা করেন তিনি ৷

পৌরসভার কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, "ডাল, ভাত, মাছ তরকারি খেয়ে বাঁচা যাচ্ছে না ? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু কাজে লাগান ৷ লোভ করা ভালো নয় ৷ লোভ সংবরণ করুন ৷ প্রথমে বসাচ্ছেন (হকারদের), তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন সেটা আমি মানি না ৷" এদিন কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে এলাকায় বেআইনি দখলদারি হবে, সেই এলাকার কাউন্সিলরকে গ্রেফতার করা হবে ৷ তাঁর কথায়, "যত বড় নেতাই হোন, তাঁকে ছাড়া হবে না ৷ আর ভালো কাজ করলে আমি পুরষ্কৃত করব ৷"

বেআইনি দখলদারির জন্য পুলিশকে এদিন কাঠগড়ায় তুলে মমতা বলেছেন, "পুলিশের লোভ আজকাল বেড়ে গিয়েছে । গরিব হকারদের থেকেও চাঁদা নিচ্ছে । মনে রাখবেন, আমার দল কিন্তু টাকা চায় না । তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাঁকে সরিয়ে দেব ৷ কারওকে ছাড়ব না ।" পুলিশ ও রাজনৈতিক নেতারাই বেআইনি পার্কিং জোন করে দিয়েছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷

এদিন হকারদের জন্য ও পার্কিংয়ের জন্য আলাদা জোন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ জন্য সমীক্ষা করতে একটি কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন তিনি ৷ হকারদের জন্য আলাদা পোর্টাল খোলার কথাও বলেন মমতা ৷ তিনি জানান, সেই পোর্টালেই উল্লেখ থাকবে কোনটা হকিং জোন ৷

কলকাতা, 27 জুন: রাস্তা দখলের জন্য ফের রাজনৈতিক নেতা ও পুলিশকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেআইনি দখলদারি ইস্যুতে নবান্ন সভাঘরের বৈঠকে কড়া ভাষায় মমতা বলেন, "লোভ সংবরণ করুন ৷" বেআইনি দখলদারি হলে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের গ্রেফতারির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷

লোকসভা ভোটের পর হকার সমস্যা, সরকারি জমি দখল-সহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌরসভাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে তাঁর কড়া বার্তার পর রাজ্যজুড়ে শুরু হয় বেআইনি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ৷ যা নিয়ে সরব হতেও দেখা গিয়েছে বিরোধীদের ৷ এই আবহে বৃহস্পতিবার ফের এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে সরকারি জমি দখল হয়ে যাওয়ার জন্য পুলিশ ও রাজনৈতিক নেতাদের তুলোধোনা করেন তিনি ৷

পৌরসভার কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, "ডাল, ভাত, মাছ তরকারি খেয়ে বাঁচা যাচ্ছে না ? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু কাজে লাগান ৷ লোভ করা ভালো নয় ৷ লোভ সংবরণ করুন ৷ প্রথমে বসাচ্ছেন (হকারদের), তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন সেটা আমি মানি না ৷" এদিন কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে এলাকায় বেআইনি দখলদারি হবে, সেই এলাকার কাউন্সিলরকে গ্রেফতার করা হবে ৷ তাঁর কথায়, "যত বড় নেতাই হোন, তাঁকে ছাড়া হবে না ৷ আর ভালো কাজ করলে আমি পুরষ্কৃত করব ৷"

বেআইনি দখলদারির জন্য পুলিশকে এদিন কাঠগড়ায় তুলে মমতা বলেছেন, "পুলিশের লোভ আজকাল বেড়ে গিয়েছে । গরিব হকারদের থেকেও চাঁদা নিচ্ছে । মনে রাখবেন, আমার দল কিন্তু টাকা চায় না । তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাঁকে সরিয়ে দেব ৷ কারওকে ছাড়ব না ।" পুলিশ ও রাজনৈতিক নেতারাই বেআইনি পার্কিং জোন করে দিয়েছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷

এদিন হকারদের জন্য ও পার্কিংয়ের জন্য আলাদা জোন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ জন্য সমীক্ষা করতে একটি কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন তিনি ৷ হকারদের জন্য আলাদা পোর্টাল খোলার কথাও বলেন মমতা ৷ তিনি জানান, সেই পোর্টালেই উল্লেখ থাকবে কোনটা হকিং জোন ৷

Last Updated : Jun 27, 2024, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.