ETV Bharat / state

জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু - Mamata on Jajpur accident - MAMATA ON JAJPUR ACCIDENT

Mamata on Jajpur accident: জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 12:18 PM IST

Updated : Apr 16, 2024, 12:25 PM IST

কলকাতা, 16 এপ্রিল: জাজপুরের বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স বার্তায় তিনি জানিয়েছেন, রাত থেকে বারবার তিনি এই বিষয়টি নিয়ে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে কথা বলেছেন । এ দিন জেলা প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তাঁর । তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ।

এ দিন সামগ্রিক ব্যবস্থাপনা ও সুজিত বসুকে ঘটনাস্থলে পাঠানোর বিষয়টি এক্স বার্তায় জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে । তবে এই সাহায্যের অর্থের পরিমাণ কত হবে, তা তিনি জানাননি । কারণ এই মুহূর্তে নির্বাচনী বিধিনিষেধ বলবৎ রয়েছে । এই অবস্থায় কোনও ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন না । ক্ষতিপূরণের পরিমাণ কত হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য প্রশাসন ।

এ দিন স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রথমটিতে তিনি লিখেছেন, "গতকাল রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার খবরে আমি অত্যন্ত দুঃখিত । এই দুর্ঘটনায় রাজ্য প্রশাসন প্রথম থেকেই উদ্ধার ও সহায়তা কাজে যোগ দিয়েছে । বাসটি আমাদের রাজ্যের উদ্দেশে আসছিল, কাজেই তাতে আমাদের রাজ্যের বাসিন্দার সংখ্যাই বেশি ছিল । অর্থাৎ আহত এবং নিহত আমাদের রাজ্যের বাসিন্দারাই । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে উদ্ধারকাজে সাহায্যের জন্য ওড়িশায় ঘটনাস্থলে আমাদের অফিসারদের পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে প্রয়োজনীয় সাহায্য, অ্যাম্বুলেন্স ইত্যাদি পাঠানো হচ্ছে । উদ্ধারকৃত যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যানবাহন পাঠানো হয়েছে । এর জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে শয্যা সংরক্ষিত করা হয়েছে ।"

এই বার্তাতেই তিনি জানিয়েছেন, জাজপুরের দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে রাজ্য প্রশাসনের তরফ থেকে নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে । রাজ্য প্রশাসন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের ইতিমধ্যেই ত্রাণ সহায়তায় সম্পূর্ণভাবে জড়িত করা হয়েছে । মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের স্বজন হারানো পরিবারগুলোর প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন ।

প্রসঙ্গত গতকাল রাতে ওড়িশা থেকে হলদিয়া আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে । ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরাও । সেই বিষয়টি এই মুহূর্তে টুইট বার্তায় স্পষ্ট করেছেন মমতা ।

এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি । প্রথম দফার নির্বাচনের আগে চলছে শেষ পর্যায়ে প্রচার । আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পরপর দুটি কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই এই দুর্ঘটনা নিয়ে টুইট করলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিতীয় বার্তা দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, ওড়িশার দুর্ঘটনাগ্রস্ত বাসে উদ্ধারকাজ ও সমস্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করতে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস । তিনি ঘটনাস্থলে গিয়ে যেমন উদ্ধারকাজের বিষয়টি নজরদারি করবেন, একইভাবে যদি প্রয়োজন থাকে তাহলে রাজ্য সরকারের সব ধরনের সাহায্যের ব্যবস্থা দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেবেন ।

আরও পড়ুন:

  1. জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার
  2. চলতি সপ্তাহে 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে চলবে বৃষ্টি
  3. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব

কলকাতা, 16 এপ্রিল: জাজপুরের বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স বার্তায় তিনি জানিয়েছেন, রাত থেকে বারবার তিনি এই বিষয়টি নিয়ে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে কথা বলেছেন । এ দিন জেলা প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তাঁর । তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ।

এ দিন সামগ্রিক ব্যবস্থাপনা ও সুজিত বসুকে ঘটনাস্থলে পাঠানোর বিষয়টি এক্স বার্তায় জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে । তবে এই সাহায্যের অর্থের পরিমাণ কত হবে, তা তিনি জানাননি । কারণ এই মুহূর্তে নির্বাচনী বিধিনিষেধ বলবৎ রয়েছে । এই অবস্থায় কোনও ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন না । ক্ষতিপূরণের পরিমাণ কত হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য প্রশাসন ।

এ দিন স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রথমটিতে তিনি লিখেছেন, "গতকাল রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার খবরে আমি অত্যন্ত দুঃখিত । এই দুর্ঘটনায় রাজ্য প্রশাসন প্রথম থেকেই উদ্ধার ও সহায়তা কাজে যোগ দিয়েছে । বাসটি আমাদের রাজ্যের উদ্দেশে আসছিল, কাজেই তাতে আমাদের রাজ্যের বাসিন্দার সংখ্যাই বেশি ছিল । অর্থাৎ আহত এবং নিহত আমাদের রাজ্যের বাসিন্দারাই । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে উদ্ধারকাজে সাহায্যের জন্য ওড়িশায় ঘটনাস্থলে আমাদের অফিসারদের পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে প্রয়োজনীয় সাহায্য, অ্যাম্বুলেন্স ইত্যাদি পাঠানো হচ্ছে । উদ্ধারকৃত যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যানবাহন পাঠানো হয়েছে । এর জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে শয্যা সংরক্ষিত করা হয়েছে ।"

এই বার্তাতেই তিনি জানিয়েছেন, জাজপুরের দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে রাজ্য প্রশাসনের তরফ থেকে নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে । রাজ্য প্রশাসন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের ইতিমধ্যেই ত্রাণ সহায়তায় সম্পূর্ণভাবে জড়িত করা হয়েছে । মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের স্বজন হারানো পরিবারগুলোর প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন ।

প্রসঙ্গত গতকাল রাতে ওড়িশা থেকে হলদিয়া আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে । ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরাও । সেই বিষয়টি এই মুহূর্তে টুইট বার্তায় স্পষ্ট করেছেন মমতা ।

এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি । প্রথম দফার নির্বাচনের আগে চলছে শেষ পর্যায়ে প্রচার । আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পরপর দুটি কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই এই দুর্ঘটনা নিয়ে টুইট করলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিতীয় বার্তা দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, ওড়িশার দুর্ঘটনাগ্রস্ত বাসে উদ্ধারকাজ ও সমস্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করতে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস । তিনি ঘটনাস্থলে গিয়ে যেমন উদ্ধারকাজের বিষয়টি নজরদারি করবেন, একইভাবে যদি প্রয়োজন থাকে তাহলে রাজ্য সরকারের সব ধরনের সাহায্যের ব্যবস্থা দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেবেন ।

আরও পড়ুন:

  1. জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার
  2. চলতি সপ্তাহে 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে চলবে বৃষ্টি
  3. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব
Last Updated : Apr 16, 2024, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.