ঠাকুরনগর, 9 এপ্রিল: বড়মা বীণাপাণি ঠাকুরের তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতাবালা ঠাকুর। নিজের জুতো না-পেয়ে মেয়ের জুতো পড়ে দিল্লি রওনা তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি জানান, দিল্লি পৌঁছে শান্তনু ঠাকুরের তালা ভেঙে ঠাকুরবাড়ি দখলের বিষয়টি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন।
মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি ঠাকুরের ঘরের তত্বাবধানের দায়িত্ব ছিল মমতা ঠাকুরের হাতে ৷ কিন্তু, রবিবার সেই ঘরের তালা ভেঙে ঢুকেন শান্তনু ঠাকুর। পরে সেই ঘরের নিজে তালা ঝুলিয়ে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ৷ এ নিয়ে দুই পরিবারে বিবাদে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মতুয়া ধামে। মমতাবালা ঠাকুরের অভিযোগ তুলেছেন যে, তিনি নিজের ঘরে ঢুকতে পারছেন না। রাজ্যসভার সাংসদ হিসাবে আগামিকাল তিনি শপথ নেবেন। তাই আজ সকালে ঠাকুর বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা হলেন তিনি।
বাড়ি থেকে বেরনোর সময় ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন মমতাবালা। তিনি বলেন, "মতুয়া সমাজের প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছি। যাওয়ার সময় নিজের ঘর থেকে যেতে পারলাম না। বাড়ির স্টোররুমে থাকতে হচ্ছে। এমনকি নিজের জুতোটা পরতে ঘরে ঢুকতে পারিনি। মেয়ের জুতো পরে শপথ নিতে যাচ্ছি।" আবেগতাড়িত মমতা বলেন, "বড়মার তালাবন্ধ ঘরের বাইরে থেকে প্রণাম করে আমাকে যেতে হচ্ছে। নিজের ঘরে ঢোকার জন্য ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় আমাকে কাগজপত্র বের করতে হয়েছে। এ কোন সমাজে আমরা বাস করছি ?"
এদিন তিনি আরও বলেেন, "রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিতে যাচ্ছি। খুশি হওয়ার কথা। কিন্তু, আজ আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। দিল্লি গিয়ে সম্ভব হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর বিষয়ে অভিযোগ জানাব। এ কাকে তারা সাংসদ এবং মন্ত্রী বানিয়েছেন ? প্রধানমন্ত্রী নারী সুরক্ষার কথা বলেন। কিন্তু, মহিলারা নিজের বাড়িতেই অসুরক্ষিত।" দুই মেয়ে এবং নাতিকে বাড়ি রেখে দুই দিনের জন্য দিল্লি যাচ্ছেন মমতা ঠাকুর। যাওয়ার আগে তাদের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত রবিবার হঠাৎই মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ-মন্ত্রী তথা বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের পারিবারিক দ্বন্দ্বে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সেই পরিস্থিতির মধ্যে রাজ্যসভার সংসদ হিসাবে শপথ নিতে রওনা দিলেন মমতা ঠাকুর।
আরও পড়ুন: