মালদা, 8 মে: মুঘল আমল থেকে বিশ্বজোড়া খ্যাতি মালদার রেশমের ৷ একসময় নাকি মালদার রেশমি কাপড় চিনেও পাড়ি দিত ৷ মোগল বাদশা কিংবা বেগমদের গায়ে তো মাঝেমধ্যেই উঠত রেশমের তৈরি ফিনফিনে পোশাক ৷ সেই রেশম শিল্পকে সামনে রেখে আদর্শ ভোটকেন্দ্র গড়ে তোলা হয়েছিল মালদা গার্লস হাইস্কুলে ৷
মালদা জেলায় বেশ কয়েকটি আদর্শ ভোটকেন্দ্রের মধ্যে অন্যতম মালদা গার্লস হাইস্কুল ৷ এই ভোটকেন্দ্রে যেন উৎসবের মেজাজ ৷ পরিবারের সঙ্গে ভোটকেন্দ্রে আসছে বাড়ির বাচ্চারাও ৷ আদর্শ ভোটকেন্দ্র থেকে রেশম সুতো প্রক্রিয়াকরণের পদ্ধতি জানা-সহ রেশম শিল্পের কারুকার্য উপভোগ করছেন সকলেই ৷ নির্বাচনী হিংসার একদম বিপরীতমুখী এই ভোটকেন্দ্রে ছবি তুলতে হিড়িক লক্ষ্য করা গিয়েছে স্থানীয় ভোটারদের মধ্যে ৷
ইশানী সাহা নামে স্থানীয় এক ভোটারের কথায়, "ভোট দিলাম ৷ আমাদের এই ভোটকেন্দ্রকে আদর্শ ভোটকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ৷ আমাদের ভীষণ ভালো লাগছে ৷ আমাদের এই ভোটকেন্দ্র বেশিরভাগ ভোটেই আদর্শ ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত হয়ে থাকে ৷ তবে এবছর এত সুন্দর করে ভোটকেন্দ্র সাজানো হয়েছে যা বলে প্রকাশ করা যাবে না ৷ মালদা জেলার রেশম শিল্পের খ্যাতি আমের মতোই ৷ সেই রেশম গুটি দিয়ে পুরো ভোটকেন্দ্র সাজানো হয়েছে ৷ মালদার আমকে নির্বাচনী ম্যাসকট করা হয়েছে ৷ সেই কাট-আউটও রাখা হয়েছে ভোটকেন্দ্রে ৷ এত সুন্দর পরিবেশ শান্তিপূর্ণভাবে ভোট চলছে ৷ এত সুন্দর ভোটকেন্দ্র সাজিয়ে, নিরাপত্তা শান্তিপূর্ণ ভোট করানোর জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি ৷"
ওই কেন্দ্রের আরেক ভোটার হিমাংশু কুমার দে বলেন, "খুব সুন্দর পরিবেশ ৷ সত্যিই আদর্শ ভোটকেন্দ্র ৷ এই বুথে এমনিতেই শান্তিতে ভোট হয় ৷ তার উপর যেভাবে ভোটকেন্দ্র সাজানো হয়েছে তাতে সকলের মন ভালো হয়ে যাচ্ছে ৷ রেশম চাষ, পলু পোকা, রেশম সুতো তৈরির পদ্ধতি ভোটকেন্দ্রে তুলে ধরা হয়েছে ৷ ভোট মানেই যে উৎসব তা এই ভোটকেন্দ্রে না এলে বোঝা যাবে না ৷ পরিবারের সঙ্গে আসা বাচ্চারা আনন্দ করছে ৷ মালদা জেলার এই শিল্পকে এভাবে তুলে ধরার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি ৷"
আরও পড়ুন :