ETV Bharat / state

দুষ্কৃতীদের দমনে জেলা পুলিশের নয়া হাতিয়ার 'সিসি ম্যাপ' - CC MAP

সম্প্রতি 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে মোটরবাইক-সহ ছোট গাড়ি ছিনতাইয়ের অভিযোগ এসেছিল ৷ সিসি ম্যাপের মাধ্যমে সেখানকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে ৷

Malda District Police
এটি উত্তরবঙ্গে প্রথম মালদাতেই চালু হয়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 6:20 PM IST

মালদা, 24 ডিসেম্বর: অপরাধ দমনে জেলা পুলিশের নয়া হাতিয়ার সিসি ম্যাপ ৷ একে ব্যবহার করেই দু’দিন আগে হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পেরেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকেও ৷ শুধু এক্ষেত্রেই নয়, জেলায় একাধিক অপরাধজনিত ঘটনার তদন্তে পুলিশকে সাহায্য করেছে এই হাতিয়ার ৷ পুলিশ মহলের একাংশের দাবি, এটি উত্তরবঙ্গে প্রথম মালদাতেই চালু হয়েছে ৷ এখন উত্তরবঙ্গের অন্য জেলাগুলির পুলিশ বিভাগও এই পথে হাঁটার কথা ভাবছে ৷

সিসি ম্যাপ আদপে কী ?

জেলার 15টি ব্লক ও দু’টি পুর এলাকার কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্রই এই সিসি ম্যাপ ৷ শুধুমাত্র সরকারি বা আধা সরকারি নয়, কোনও বাড়িতে সিসি ক্যামেরা বসানো থাকলেও তা পুলিশের এই ম্যাপে তালিকাভুক্ত হয় ৷ এনিয়ে জেলা পুলিশের তরফে নিজস্ব একটি নেটওয়ার্ক কম্পোজিশন তৈরি করা হয়েছে ৷ যদিও সেটি কোনও অ্যাপ নয় ৷ কোথাও কোনও ঘটনা ঘটলে পুলিশ এই ম্যাপের মাধ্যমে সেই এলাকার কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো রয়েছে, তা সঙ্গে সঙ্গেই জেনে ফেলতে পারে ৷ সেই অনুযায়ী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হয় ৷

Malda District Police
জেলা পুলিশের নয়া হাতিয়ার সিসি ম্যাপ (ইটিভি ভারত)

পুলিশ মহলের একাংশের দাবি, সিসি ম্যাপ তৈরির পর জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে খুব সুবিধে হয়েছে ৷ অপরাধীদেরও দ্রুত শনাক্ত করা যাচ্ছে ৷ সম্প্রতি 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে মোটরবাইক-সহ ছোট গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আসছিল ৷ সিসি ম্যাপের মাধ্যমে সেখানকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে ৷ তারপর থেকে ওই এলাকায় আর গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি ৷ একই পদ্ধতিতে মালদা শহরের বেশ কিছু ছিনতাইবাজকে ধরা হয়েছে ৷ ভারত-বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ-বিহার বা ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি আরও কঠোর করা হয়েছে ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, “সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের নাবালিকা অপহরণের ঘটনাতেই শুধু নয়, সিসি ম্যাপিং জেলাজুড়ে অপরাধ কমাতে পুলিশকে যথেষ্ট সাহায্য করছে ৷ প্রতিটি থানায় মনিটরিং রুমও করা হয়েছে ৷ ভবিষ্যতে এই পদ্ধতি পুলিশকে আরও সাহায্য করবে বলে আমাদের ধারণা ৷”

আরও পড়ুন

মালদা, 24 ডিসেম্বর: অপরাধ দমনে জেলা পুলিশের নয়া হাতিয়ার সিসি ম্যাপ ৷ একে ব্যবহার করেই দু’দিন আগে হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পেরেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকেও ৷ শুধু এক্ষেত্রেই নয়, জেলায় একাধিক অপরাধজনিত ঘটনার তদন্তে পুলিশকে সাহায্য করেছে এই হাতিয়ার ৷ পুলিশ মহলের একাংশের দাবি, এটি উত্তরবঙ্গে প্রথম মালদাতেই চালু হয়েছে ৷ এখন উত্তরবঙ্গের অন্য জেলাগুলির পুলিশ বিভাগও এই পথে হাঁটার কথা ভাবছে ৷

সিসি ম্যাপ আদপে কী ?

জেলার 15টি ব্লক ও দু’টি পুর এলাকার কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্রই এই সিসি ম্যাপ ৷ শুধুমাত্র সরকারি বা আধা সরকারি নয়, কোনও বাড়িতে সিসি ক্যামেরা বসানো থাকলেও তা পুলিশের এই ম্যাপে তালিকাভুক্ত হয় ৷ এনিয়ে জেলা পুলিশের তরফে নিজস্ব একটি নেটওয়ার্ক কম্পোজিশন তৈরি করা হয়েছে ৷ যদিও সেটি কোনও অ্যাপ নয় ৷ কোথাও কোনও ঘটনা ঘটলে পুলিশ এই ম্যাপের মাধ্যমে সেই এলাকার কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো রয়েছে, তা সঙ্গে সঙ্গেই জেনে ফেলতে পারে ৷ সেই অনুযায়ী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হয় ৷

Malda District Police
জেলা পুলিশের নয়া হাতিয়ার সিসি ম্যাপ (ইটিভি ভারত)

পুলিশ মহলের একাংশের দাবি, সিসি ম্যাপ তৈরির পর জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে খুব সুবিধে হয়েছে ৷ অপরাধীদেরও দ্রুত শনাক্ত করা যাচ্ছে ৷ সম্প্রতি 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে মোটরবাইক-সহ ছোট গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আসছিল ৷ সিসি ম্যাপের মাধ্যমে সেখানকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে ৷ তারপর থেকে ওই এলাকায় আর গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি ৷ একই পদ্ধতিতে মালদা শহরের বেশ কিছু ছিনতাইবাজকে ধরা হয়েছে ৷ ভারত-বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ-বিহার বা ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি আরও কঠোর করা হয়েছে ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, “সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের নাবালিকা অপহরণের ঘটনাতেই শুধু নয়, সিসি ম্যাপিং জেলাজুড়ে অপরাধ কমাতে পুলিশকে যথেষ্ট সাহায্য করছে ৷ প্রতিটি থানায় মনিটরিং রুমও করা হয়েছে ৷ ভবিষ্যতে এই পদ্ধতি পুলিশকে আরও সাহায্য করবে বলে আমাদের ধারণা ৷”

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.