মালদা, 6 মে: যেন জলপাইগুড়ির ঘটনার কার্বন কপি ৷ ভোটের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির লেখা চিঠি ঘিরে আলোড়ন ছড়িয়েছিল ৷ সেই চিঠি 'ভুয়ো' বলে অভিযোগ তুলেছিলেন সেখানকার কংগ্রেস নেতা-কর্মীরা ৷ এবার একই ঘটনা দেখা গেল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনেও ৷
ভোটের আগের সন্ধ্যায় দক্ষিণ মালদা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, "নির্বাচনে প্রার্থী হিসাবে মাসাধিককাল ধরে আমি প্রচার করেছি ৷ সম্প্রতি আমার নামে, বিদায়ী সাংসদ ডালুবাবুর নামে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে ৷ এসবই করছে তৃণমূল ৷ তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার নামে ভুয়ো খবর প্রচার করছে ৷ সেই ভুয়োর তালিকায় নবতম সংযোজন রাহুল গান্ধির চিঠি ৷ তিনি নাকি দিল্লি থেকে একটি চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি নাকি বলছেন, কংগ্রেসকে লড়াই করতে হবে না ৷ নির্বাচনে তৃণমূলকে সহযোগিতা করতে হবে ৷ গোটা চিঠি বাংলায় লেখা ৷ এখানেই পরিষ্কার, এটা ভুয়ো চিঠি ৷ কারণ, এআইসিসিতে কখনও বাংলায় চিঠি লেখা হয় না ৷ যে কোনও চিঠি ইংরেজিতে লেখা হয়৷"
ইশা আরও বলেন, "আমি শুধু বলতে চাই, এসব ভুয়ো খবর দিন রাত চলবে ৷ তৃণমূল বুঝে গিয়েছে, ওদের হার নিশ্চিত ৷ কংগ্রেস অবশ্যই দক্ষিণ মালদা কেন্দ্রে জিতছে ৷ দক্ষিণ মালদার মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা আমরা পেয়েছি ৷ এটা তৃণমূল মানতে পারছে না ৷ এমন ভুয়ো খবর রাতে আরও বেরোতে পারে ৷ শাসকদল কার পিছনে লাগবে! যে ভোটে হারবে, তার পিছনে অবশ্যই নয় ৷ তাই এসব ভুয়ো খবরে কেউ বিভ্রান্ত হবেন না ৷ এমন খবরে কান দেবেন না ৷ সবাই শান্তিতে ভোট দিন ৷ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"
যদিও এনিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, "মালদার দুই কেন্দ্রে জয় পেতে তৃণমূলকে এসব করতে হয় না ৷ আমরা ইতিমধ্যে জিতেই গিয়েছি ৷ হার নিশ্চিত জেনে কংগ্রেস এসব নাটক শুরু করেছে ৷ দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী এমন বার্তা দিয়ে নির্বাচন আচরণবিধিও লঙ্ঘন করেছেন ৷ কারণ, এই বার্তার মধ্যে দিয়ে তিনি সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নির্বাচনি প্রচার চালিয়েছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছি ৷"
আরও পড়ুন
1. লোকসভা নির্বাচনে একটা আসন বেশি হলেই এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন: সুকান্ত মজুমদার
2. ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়
3. ভোটের আবহে কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, গ্রেফতার দুই