ETV Bharat / state

তৃণমূলকে সহযোগিতা করতে রাহুলের 'ভুয়ো চিঠি'! ঘাসফুলকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

3rd Phase Vote: মালদা উত্তর ও দক্ষিণে ভোট মঙ্গলবার ৷ তার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভুয়ো চিঠি ঘিরে আলোড় পড়েছে দক্ষিণ মালদায় ৷

3rd Phase Vote
কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভুয়ো চিঠি ঘিরে আলোড়ন ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 10:40 PM IST

কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভুয়ো চিঠি ৷ (নিজস্ব প্রতিনিধি)

মালদা, 6 মে: যেন জলপাইগুড়ির ঘটনার কার্বন কপি ৷ ভোটের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির লেখা চিঠি ঘিরে আলোড়ন ছড়িয়েছিল ৷ সেই চিঠি 'ভুয়ো' বলে অভিযোগ তুলেছিলেন সেখানকার কংগ্রেস নেতা-কর্মীরা ৷ এবার একই ঘটনা দেখা গেল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনেও ৷

ভোটের আগের সন্ধ্যায় দক্ষিণ মালদা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, "নির্বাচনে প্রার্থী হিসাবে মাসাধিককাল ধরে আমি প্রচার করেছি ৷ সম্প্রতি আমার নামে, বিদায়ী সাংসদ ডালুবাবুর নামে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে ৷ এসবই করছে তৃণমূল ৷ তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার নামে ভুয়ো খবর প্রচার করছে ৷ সেই ভুয়োর তালিকায় নবতম সংযোজন রাহুল গান্ধির চিঠি ৷ তিনি নাকি দিল্লি থেকে একটি চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি নাকি বলছেন, কংগ্রেসকে লড়াই করতে হবে না ৷ নির্বাচনে তৃণমূলকে সহযোগিতা করতে হবে ৷ গোটা চিঠি বাংলায় লেখা ৷ এখানেই পরিষ্কার, এটা ভুয়ো চিঠি ৷ কারণ, এআইসিসিতে কখনও বাংলায় চিঠি লেখা হয় না ৷ যে কোনও চিঠি ইংরেজিতে লেখা হয়৷"

ইশা আরও বলেন, "আমি শুধু বলতে চাই, এসব ভুয়ো খবর দিন রাত চলবে ৷ তৃণমূল বুঝে গিয়েছে, ওদের হার নিশ্চিত ৷ কংগ্রেস অবশ্যই দক্ষিণ মালদা কেন্দ্রে জিতছে ৷ দক্ষিণ মালদার মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা আমরা পেয়েছি ৷ এটা তৃণমূল মানতে পারছে না ৷ এমন ভুয়ো খবর রাতে আরও বেরোতে পারে ৷ শাসকদল কার পিছনে লাগবে! যে ভোটে হারবে, তার পিছনে অবশ্যই নয় ৷ তাই এসব ভুয়ো খবরে কেউ বিভ্রান্ত হবেন না ৷ এমন খবরে কান দেবেন না ৷ সবাই শান্তিতে ভোট দিন ৷ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"

যদিও এনিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, "মালদার দুই কেন্দ্রে জয় পেতে তৃণমূলকে এসব করতে হয় না ৷ আমরা ইতিমধ্যে জিতেই গিয়েছি ৷ হার নিশ্চিত জেনে কংগ্রেস এসব নাটক শুরু করেছে ৷ দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী এমন বার্তা দিয়ে নির্বাচন আচরণবিধিও লঙ্ঘন করেছেন ৷ কারণ, এই বার্তার মধ্যে দিয়ে তিনি সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নির্বাচনি প্রচার চালিয়েছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছি ৷"

আরও পড়ুন

1. লোকসভা নির্বাচনে একটা আসন বেশি হলেই এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন: সুকান্ত মজুমদার

2. ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়

3. ভোটের আবহে কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, গ্রেফতার দুই

কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভুয়ো চিঠি ৷ (নিজস্ব প্রতিনিধি)

মালদা, 6 মে: যেন জলপাইগুড়ির ঘটনার কার্বন কপি ৷ ভোটের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির লেখা চিঠি ঘিরে আলোড়ন ছড়িয়েছিল ৷ সেই চিঠি 'ভুয়ো' বলে অভিযোগ তুলেছিলেন সেখানকার কংগ্রেস নেতা-কর্মীরা ৷ এবার একই ঘটনা দেখা গেল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনেও ৷

ভোটের আগের সন্ধ্যায় দক্ষিণ মালদা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, "নির্বাচনে প্রার্থী হিসাবে মাসাধিককাল ধরে আমি প্রচার করেছি ৷ সম্প্রতি আমার নামে, বিদায়ী সাংসদ ডালুবাবুর নামে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে ৷ এসবই করছে তৃণমূল ৷ তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার নামে ভুয়ো খবর প্রচার করছে ৷ সেই ভুয়োর তালিকায় নবতম সংযোজন রাহুল গান্ধির চিঠি ৷ তিনি নাকি দিল্লি থেকে একটি চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি নাকি বলছেন, কংগ্রেসকে লড়াই করতে হবে না ৷ নির্বাচনে তৃণমূলকে সহযোগিতা করতে হবে ৷ গোটা চিঠি বাংলায় লেখা ৷ এখানেই পরিষ্কার, এটা ভুয়ো চিঠি ৷ কারণ, এআইসিসিতে কখনও বাংলায় চিঠি লেখা হয় না ৷ যে কোনও চিঠি ইংরেজিতে লেখা হয়৷"

ইশা আরও বলেন, "আমি শুধু বলতে চাই, এসব ভুয়ো খবর দিন রাত চলবে ৷ তৃণমূল বুঝে গিয়েছে, ওদের হার নিশ্চিত ৷ কংগ্রেস অবশ্যই দক্ষিণ মালদা কেন্দ্রে জিতছে ৷ দক্ষিণ মালদার মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা আমরা পেয়েছি ৷ এটা তৃণমূল মানতে পারছে না ৷ এমন ভুয়ো খবর রাতে আরও বেরোতে পারে ৷ শাসকদল কার পিছনে লাগবে! যে ভোটে হারবে, তার পিছনে অবশ্যই নয় ৷ তাই এসব ভুয়ো খবরে কেউ বিভ্রান্ত হবেন না ৷ এমন খবরে কান দেবেন না ৷ সবাই শান্তিতে ভোট দিন ৷ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"

যদিও এনিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, "মালদার দুই কেন্দ্রে জয় পেতে তৃণমূলকে এসব করতে হয় না ৷ আমরা ইতিমধ্যে জিতেই গিয়েছি ৷ হার নিশ্চিত জেনে কংগ্রেস এসব নাটক শুরু করেছে ৷ দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী এমন বার্তা দিয়ে নির্বাচন আচরণবিধিও লঙ্ঘন করেছেন ৷ কারণ, এই বার্তার মধ্যে দিয়ে তিনি সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নির্বাচনি প্রচার চালিয়েছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছি ৷"

আরও পড়ুন

1. লোকসভা নির্বাচনে একটা আসন বেশি হলেই এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন: সুকান্ত মজুমদার

2. ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়

3. ভোটের আবহে কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, গ্রেফতার দুই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.