কামারহাটি, 13 জুলাই: আড়িয়াদহ-কাণ্ড নিয়ে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের তোপের মুখে পড়তে হল দলের কাউন্সিলরদের ৷ দলীয় সভা থেকে কারও নাম না-করে তৃণমূল কাউন্সিলরদের নিশানা করেন ৷
শনিবার নেতা মদন বলেন, "আড়িয়াদহের ঘটনায় রাজ্যের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে কামারহাটির ৷ চুনকালি পড়ে গিয়েছে কামারহাটির নামে ৷ তাই যে কাউন্সিলররা নিজেদের মর্জিমাফিক চলছেন, দলের অনুশাসন মানছেন না, তাঁদের সাবধান হওয়ার সময় এসেছে ৷" কামারহাটি এলাকায় গুন্ডা দমনে প্রয়োজনে তিনি নিজেই পুলিশের দ্বারস্থ হবেন বলে স্পষ্টত জানিয়ে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য ৷
ধর্মতলায় 21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষে শুক্রবার কামারহাটিতে তৃণমূলের এক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই সভায় হাজির ছিলেন দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়ও। সেই সভাতেই সৌগতর সামনে আড়িয়াদহ-কাণ্ড নিয়ে কামারহাটির তৃণমূল কাউন্সিলরদের সতর্ক করেন দলের এই গ্ল্যামারস বিধায়ক ৷
মদন বলেন, "যে কাউন্সিলররা দলের কথা শুনছেন না, নিজেদের মতো করে কাজ করে চলছেন, তাঁদের বলছি ঘুমিয়ে পড়ুন। এক বছর পর আপনাদের ঘুমিয়েই পড়তে হবে। একটি ঘটনার জন্য পশ্চিমবঙ্গে কামারহাটির নামে চুনকালি পড়ে গিয়েছে ৷ তাই, কান খুলে শুনে রাখুন, 2026 সালে যাঁরা দিদিকে বলে কাউন্সিলর হবেন বলে ভাবছেন, তার আগে এখান থেকে তাঁদের নাম কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে ৷"
এখানেই থামেননি মদন। বেলঘরিয়া, আড়িয়াদহে গুন্ডারাজ বন্ধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে মিছিল গেলে সবার আগে তিনিই থাকবেন বলে জানিয়েছেন। তৃণমূল বিধায়কের মতে, "পুলিশ কমিশনারের অফিসের সামনে গিয়ে হাজিরা দেব।"
প্রসঙ্গত, আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যার সূত্র ধরে উঠে এসেছে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের নাম । তাকে গ্রেফতারও করা হয়েছে। শুধু জয়ন্ত'ই নন ! তার বেশ কয়েকজন শাগরেদও ইতিমধ্যে ধরা পড়েছে পুলিশের হাতে । এসবের মাঝেই আড়িয়াদহ-কাণ্ড নিয়ে দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিয়ে বিতর্ক বাড়ালেন তৃণমূলের এই 'কালারফুল' বিধায়ক ৷ তাহলে কি চাপে পড়ে আড়িয়াদহ-কাণ্ডের দায় দলের কাউন্সিলরদের ঘাড়েই চাপাতে চেয়েছেন মদন মিত্র ? উঠছে সেই প্রশ্ন !