কলকাতা, 26 জুলাই: দক্ষিণবঙ্গে আরও জোরালও হচ্ছে বৃষ্টি পরিস্থিতি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 48 ঘণ্টায় ৷ তার জেরেই আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ঘূর্ণাবর্তটি আগামী 48 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে থাকার কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে । শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে । রবিবার সেভাবে বৃষ্টি না-হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু'একটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে । আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ ৷ সর্বনিম্ন 80 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 4.5 মিলিমিটার। আজ দিনের আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।