ETV Bharat / state

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পরপর লরির সংঘর্ষ, আটকে গেলেন খালাসি - Accident at Belghoria Expressway - ACCIDENT AT BELGHORIA EXPRESSWAY

Accident at Belghoria Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পরপর লরি ও ডাম্পারের সংঘর্ষের ঘটনা ঘটল বুধবার ৷ লরিতে আটকে গেলেন খালাসি ৷ দুর্ঘনার জেরে সাময়িকভাবে বন্ধ থাকে এয়ারপোর্টগামী লেনে যান চলাচল । অফিস টাইমে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা ৷

Accident in Belghoria Expressway
Accident in Belghoria Expressway
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 2:26 PM IST

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

বেলঘরিয়া, 24 এপ্রিল: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরি ও ডাম্পারের সংঘর্ষে ব্যাহত হল যান চলাচল ৷ দুর্ঘটনার জেরে লরিতে খালাসির শরীরের একটি অংশ পুরোপুরি আটকে যায়। অনেকক্ষণের চেষ্টায় বের করে আনা হয় তাঁকে ৷ ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে ৷ পরপর লরি ও ডাম্পারের সংঘর্ষ ঘটে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে । এ দিন ভোরে প্রমোদনগর থেকে একটি ডাম্পার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে উঠছিল । সেই সময় ড্যাম্পারটিকে দেখে থেমে যায় একটি লরি । যদিও পিছনে থাকা একটি লরি সজোরে এসে দাঁড়িয়ে পড়া লরিটিকে ধাক্কা মারে । যার জেরে ডিভাইডারে উঠে যায় লরি দুটো । এর ফলে লরিতে থাকা খালাসির শরীরের একটি অংশ পুরোপুরি আটকে যায় গাড়ির ভিতর । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি একটি লরি ৷

ঘটনার পরেই এয়ারপোর্টগামী লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল । যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে । অফিস টাইমে এর জেরে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷ তবে দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছিল গাড়ি । ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশও । তারা যান নিয়ন্ত্রণ করে ৷ পরে রাস্তা থেকে গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ৷

আজকের ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ, প্রায় দিন বেলঘরিয়া এক্সপ্রেসের উপরে পথ দুর্ঘটনা ঘটছে ৷ কিন্তু প্রশাসনের কোনরকমের হেলদোল নেই ৷ বুধবারের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেলঘরিয়া থানায়ও অভিযোগ দায়ের হয়েছে ৷ থানার পুলিশ আধিকারিকরা রাস্তার ওপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন ৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণের হারিয়ে ডিভাইডারে ধাক্কা, দেখুন পঙ্কজ ত্রিপাঠীর বোনের দুর্ঘটনার ভিডিয়ো
  2. বাইক টেনে নিয়ে যাচ্ছে লরি, দরজা ধরে ঝুলছেন আরোহী ! দেখুন রোমহর্ষক ভিডিয়ো
  3. বিয়ের অনুষ্ঠানে মহারাষ্ট্র যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, মৃত কর্ণাটকের 5 বাসিন্দা

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

বেলঘরিয়া, 24 এপ্রিল: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরি ও ডাম্পারের সংঘর্ষে ব্যাহত হল যান চলাচল ৷ দুর্ঘটনার জেরে লরিতে খালাসির শরীরের একটি অংশ পুরোপুরি আটকে যায়। অনেকক্ষণের চেষ্টায় বের করে আনা হয় তাঁকে ৷ ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে ৷ পরপর লরি ও ডাম্পারের সংঘর্ষ ঘটে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে । এ দিন ভোরে প্রমোদনগর থেকে একটি ডাম্পার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে উঠছিল । সেই সময় ড্যাম্পারটিকে দেখে থেমে যায় একটি লরি । যদিও পিছনে থাকা একটি লরি সজোরে এসে দাঁড়িয়ে পড়া লরিটিকে ধাক্কা মারে । যার জেরে ডিভাইডারে উঠে যায় লরি দুটো । এর ফলে লরিতে থাকা খালাসির শরীরের একটি অংশ পুরোপুরি আটকে যায় গাড়ির ভিতর । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি একটি লরি ৷

ঘটনার পরেই এয়ারপোর্টগামী লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল । যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে । অফিস টাইমে এর জেরে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷ তবে দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছিল গাড়ি । ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশও । তারা যান নিয়ন্ত্রণ করে ৷ পরে রাস্তা থেকে গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ৷

আজকের ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ, প্রায় দিন বেলঘরিয়া এক্সপ্রেসের উপরে পথ দুর্ঘটনা ঘটছে ৷ কিন্তু প্রশাসনের কোনরকমের হেলদোল নেই ৷ বুধবারের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেলঘরিয়া থানায়ও অভিযোগ দায়ের হয়েছে ৷ থানার পুলিশ আধিকারিকরা রাস্তার ওপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন ৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণের হারিয়ে ডিভাইডারে ধাক্কা, দেখুন পঙ্কজ ত্রিপাঠীর বোনের দুর্ঘটনার ভিডিয়ো
  2. বাইক টেনে নিয়ে যাচ্ছে লরি, দরজা ধরে ঝুলছেন আরোহী ! দেখুন রোমহর্ষক ভিডিয়ো
  3. বিয়ের অনুষ্ঠানে মহারাষ্ট্র যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, মৃত কর্ণাটকের 5 বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.