ETV Bharat / state

কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেবরায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: শ্লীলতাহানিতে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান ৷ ঘাটাল লোকসভা আসনের ডেবরায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ দু’টি ঘটনার একটি ঘটেছে একটি বাড়িতে ৷ দ্বিতীয়টি ঘটেছে একটি বুথে ৷

Molestation
গ্রাফিক্স চিত্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 2:41 PM IST

Updated : May 25, 2024, 2:58 PM IST

ডেবরা, 25 মে: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷ ডেবরার বিডিও জানিয়েছেন, ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে । ডেবরা ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে৷ সেখানকার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতার স্বামীর অভিযোগ, তিনি স্নান করতে পুকুরে গিয়েছিলেন ৷ সেই সময় এক জওয়ান তাদের ঘরে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় । সেই জওয়ানই তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছে ৷

অভিযোগ পেয়েই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন ৷ ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত জওয়ানকে ৷ ডেবরার অন্য একটি বুথেও এমন আরও একটি ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ সেখানে ভোট দিতে এসে শ্লীলতাহানির শিকার বলে এক মহিলা দাবি করেছেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁর শ্লীলতাহানি করেছে ৷

আরও পড়ুন:

এর আগে পঞ্চম দফাতেও এক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ ঘটনাটি ঘটে হুগলির জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায় । ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায় । অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে ধরে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা ।

পুলিশ জানিয়েছিল, গত রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান । অভিযোগ তাঁদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানি করেন । পরে পুলিশ গিয়ে ওই জওয়ানকে আটক করে ৷ কমিশনও ভোটের ডিউটি থেকে ওই জওয়ানকে সরিয়ে দেয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷

ডেবরা, 25 মে: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷ ডেবরার বিডিও জানিয়েছেন, ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে । ডেবরা ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে৷ সেখানকার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতার স্বামীর অভিযোগ, তিনি স্নান করতে পুকুরে গিয়েছিলেন ৷ সেই সময় এক জওয়ান তাদের ঘরে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় । সেই জওয়ানই তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছে ৷

অভিযোগ পেয়েই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন ৷ ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত জওয়ানকে ৷ ডেবরার অন্য একটি বুথেও এমন আরও একটি ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ সেখানে ভোট দিতে এসে শ্লীলতাহানির শিকার বলে এক মহিলা দাবি করেছেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁর শ্লীলতাহানি করেছে ৷

আরও পড়ুন:

এর আগে পঞ্চম দফাতেও এক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ ঘটনাটি ঘটে হুগলির জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায় । ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায় । অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে ধরে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা ।

পুলিশ জানিয়েছিল, গত রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান । অভিযোগ তাঁদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানি করেন । পরে পুলিশ গিয়ে ওই জওয়ানকে আটক করে ৷ কমিশনও ভোটের ডিউটি থেকে ওই জওয়ানকে সরিয়ে দেয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷

Last Updated : May 25, 2024, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.