হাওড়া, 21 এপ্রিল: প্রার্থীর নির্বাচনী প্রচারে হাঁটার অপরাধে বাম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
রবিবার হাওড়ার উত্তর ধুলাগড়ি এলাকার বিহারী গলিতে নির্বাচনী প্রচারে বের হন বামপ্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ মিছিল শেষে শিবপুরে চলে যান তিনি ৷ অভিযোগ, প্রার্থী চলে যাওয়ার পর কর্মীদের উপর হামলা করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ তাদের ধাক্কা দেওয়া হয় । গালিগালাজের অভিযোগ তোলা হয় বাম কর্মীদের পক্ষ থেকে। এমনকি, বাম প্রার্থীদের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী-সমর্থকরা বলেও অভিযোগ উঠেছে ৷ শাসক দলের হামলার সেই ভিডিও মোবাইলে তোলেন স্থানীয়রা ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ৷ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে এলাকাতে আসেন খোদ বামপ্রার্থীও । পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা ৷ এই ঘটনার প্রসঙ্গে বাম প্রার্থী বলেন, "এভাবে মারধর করে আমাদের রোখা যাবে না ৷" নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তাঁর দাবি, হাওড়ার 11টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্ণিত করতে হবে ৷ যদিও বামেদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল ৷ তিনি বলেন, "আমার কাছে হামলার কোনও খবর নেই । পারস্পরিক তর্কাতর্কি হয়েছে জানি । আমি পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি ।"
ভোট পর্ব যত এগোচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা-বিবাদের ঘটনাও ততই বাড়ছে ৷ বাংলার উত্তর থেকে দক্ষিণে, ভোট প্রচারে হিংসার ঘটনায় বারবার বিরোধীদের অভিযোগের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের ৷ জলপাইগুড়ি, নন্দীগ্রাম, হাওড়া-- প্রায় সর্বত্রই বিরোধী দলের প্রচারে বাধাদান, সমর্থক-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও সব ক্ষেত্রেই এই অভিযোগগুলি অস্বীকার করেছে শাসকদল ৷
আরও পড়ুন: