ETV Bharat / state

ভোটকর্মীদের সকলেই বিশেষভাবে সক্ষম! বাংলায় প্রথম মডেল বুথ ব্যান্ডেলে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Model Booth in Bandel: বাংলায় প্রথমবার বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে মডেল বুথ হল ব্যান্ডেলে ৷ ভোটের কাজ করতে পেরে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ৷ তাঁদের দেখে খুশি ভোটাররাও ৷

Model Booth in Bandel
বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে ব্যান্ডেলে মডেল বুথ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 3:00 PM IST

বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে মডেল বুথ ব্যান্ডেলে (ইটিভি ভারত)

ব্যান্ডেল, 20 মে: পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ প্রথম ৷ বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হল মডেল বুথ ৷ হুগলি লোকসভা কেন্দ্রের ব্যান্ডেলের সাহাগঞ্জে এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র নামে 209 ও 210 নম্বর দুটি বুথ তৈরি করা হয়েছে এখানে । ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বুথের সামনেটা ৷ পাশাপাশি গেট করে তাতে লেখা রয়েছে, 'আমাদের আছে ভোটশক্তি ৷ ভোট দেব, দেশ গড়ব' ৷ বুথে অন্যরকম মাত্রা দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । দুটি বুথের মধ্যে 210 নম্বরের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ।

বুথের প্রিসাইডিং অফিসার ভানুপ্রকাশ দে জানান, এই প্রথম পশ্চিমবাংলায় এই ধরনের মডেল বুথ করা হয়েছে । এর আগে উত্তরপ্রদেশ ও ওড়িশাতে এই ধরনের বুথ হয়েছিল । তিনি বলেন, "আমি নিজেকে প্রতিবন্ধী বলতে চাই না । আমরা সকলেই বিশেষভাবে সক্ষম । সকলেই স্বাভাবিকভাবে কাজ করতে পারি । আমরা পারবো না কেন? এটা মানতে চাই না ।"

তাঁর কথায়, "আমরা দেশের কাজে অংশগ্রহণ করতে চাই ৷ আমরা গণতন্ত্রের উৎসবের অংশ হতে চাই ৷ বিশেষভাবে সক্ষমদের গত বছরে পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি ৷ এই জন্য আমি আশাহত হয়েছিলাম ৷ এই নিয়ে আমি জেলাশাসককে ইমেল করেছিলাম ৷ এবারে ভোটের কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে ৷" এক ভোটার বলেন, "এটা খুবই ভালো প্রচেষ্টা । নির্বাচন কমিশনের এই উদ্যোগ দেখে আমাদের খুবই ভালো লেগেছে । বিশেষভাবে সক্ষমরা অন্যদের থেকে পিছিয়ে নেই । সেটা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তাঁরা ।"

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে কুষ্ঠ রোগীদের কলোনিতে মডেল বুথ, আপ্লুত বাসিন্দারা
  2. 'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে', ভোট শুরুতেই হুঁশিয়ারি লকেটের
  3. ভোটের সকালে খোশমেজাজে রচনা, গরম উপেক্ষা করে বুথে-বুথে 'দিদি নম্বর ওয়ান'

বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে মডেল বুথ ব্যান্ডেলে (ইটিভি ভারত)

ব্যান্ডেল, 20 মে: পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ প্রথম ৷ বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হল মডেল বুথ ৷ হুগলি লোকসভা কেন্দ্রের ব্যান্ডেলের সাহাগঞ্জে এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র নামে 209 ও 210 নম্বর দুটি বুথ তৈরি করা হয়েছে এখানে । ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বুথের সামনেটা ৷ পাশাপাশি গেট করে তাতে লেখা রয়েছে, 'আমাদের আছে ভোটশক্তি ৷ ভোট দেব, দেশ গড়ব' ৷ বুথে অন্যরকম মাত্রা দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । দুটি বুথের মধ্যে 210 নম্বরের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ।

বুথের প্রিসাইডিং অফিসার ভানুপ্রকাশ দে জানান, এই প্রথম পশ্চিমবাংলায় এই ধরনের মডেল বুথ করা হয়েছে । এর আগে উত্তরপ্রদেশ ও ওড়িশাতে এই ধরনের বুথ হয়েছিল । তিনি বলেন, "আমি নিজেকে প্রতিবন্ধী বলতে চাই না । আমরা সকলেই বিশেষভাবে সক্ষম । সকলেই স্বাভাবিকভাবে কাজ করতে পারি । আমরা পারবো না কেন? এটা মানতে চাই না ।"

তাঁর কথায়, "আমরা দেশের কাজে অংশগ্রহণ করতে চাই ৷ আমরা গণতন্ত্রের উৎসবের অংশ হতে চাই ৷ বিশেষভাবে সক্ষমদের গত বছরে পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি ৷ এই জন্য আমি আশাহত হয়েছিলাম ৷ এই নিয়ে আমি জেলাশাসককে ইমেল করেছিলাম ৷ এবারে ভোটের কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে ৷" এক ভোটার বলেন, "এটা খুবই ভালো প্রচেষ্টা । নির্বাচন কমিশনের এই উদ্যোগ দেখে আমাদের খুবই ভালো লেগেছে । বিশেষভাবে সক্ষমরা অন্যদের থেকে পিছিয়ে নেই । সেটা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তাঁরা ।"

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে কুষ্ঠ রোগীদের কলোনিতে মডেল বুথ, আপ্লুত বাসিন্দারা
  2. 'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে', ভোট শুরুতেই হুঁশিয়ারি লকেটের
  3. ভোটের সকালে খোশমেজাজে রচনা, গরম উপেক্ষা করে বুথে-বুথে 'দিদি নম্বর ওয়ান'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.