ETV Bharat / state

চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - Lok Sabha Election 2024

Attack on BJP: রামনবমীর ঠাকুর আনার সময় বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি চন্দননগর সরিষা পাড়া এলাকায় ঘটেছে । সোমবার রাতে হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান কৌশিক শিকারি ও কর্মী শুভঙ্কর দাস চন্দননগরে আক্রান্ত হন।

TMC BJP CLASH
চন্দননগর বিজেপির মন্ডল সভাপতি গোপাল চৌবে (বাঁ দিকে), তৃণমূল নেতা মুন্না আগরওয়াল (ডান দিকে)।
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:24 PM IST

চন্দননগর, 16 এপ্রিল: রামনবমীর ঠাকুর আনার সময় বিজেপি শক্তি কেন্দ্রের প্রধানকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগর সরিষা পাড়া এলাকায় । সোমবার রাতে হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক শিকারি ও কর্মী শুভঙ্কর দাস চন্দননগরে যান । তাঁরা কলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিলেন । দুজনে চুঁচুড়ার বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, চন্দননগর সরিষা পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাঁদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। বাধা দিতে গেলে মারধর শুরু করে। গুরুতর জখম হন দু’জনেই। খবর পেয়ে কৌশিকের পরিবার ও এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় । পাশাপাশি ফোনে অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। এরপরেই চন্দননগর হাসপাতালে দুজনকে দেখতে আসেন লকেট চট্টোপাধ্যায়।

আহত বিজেপি কর্মীর অভিযোগ, রাতে বাড়ি যাওয়ার সময় তৃণমূলের দু’জন কর্মী আমাদের অযথা মারধর করে। কোনও কারণ ছাড়াই এরকম ঘটনা ঘটল। চন্দননগরের বিজেপির মন্ডল সভাপতি গোপাল চৌবের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সব জায়গায় হচ্ছে। তাই বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মারধর করা হয়। তৃণমূল কয়েকদিন ধরে তাদের টার্ডেট করছিল বলেও অভিযোগ করেন তিনি।

চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তৃণমূল নেতা মুন্না আগরওয়াল বলেন, চন্দননগর শান্তিপ্রিয় জায়গা। রাত দেরটায় মদ খেয়ে নিজেদের মধ্যে ঝামেলা করেছে। তাতেই রাজনীতির রং লাগানো হচ্ছে। তৃণমূলের তরফে কাউকে মারার অনুমতি দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা কি তৃণমূলের কোনও পদাধিকারী? এসব ব্যক্তিগত ঝামেলার ফল।

আরও পড়ুন:

  1. অভিষেকের কপ্টার তল্লাশির পালটা ? কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের গাড়ি পরীক্ষা রাজ্য পুলিশের
  2. আলুওয়ালিয়ার সভার আগে বিজেপি নেতাদের মারধর! কাঠগড়ায় শাসকদল
  3. 'তোলাবাজ' ভাইপোকে প্রতিষ্ঠিত করাই এজেন্ডা, 'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

চন্দননগর, 16 এপ্রিল: রামনবমীর ঠাকুর আনার সময় বিজেপি শক্তি কেন্দ্রের প্রধানকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগর সরিষা পাড়া এলাকায় । সোমবার রাতে হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক শিকারি ও কর্মী শুভঙ্কর দাস চন্দননগরে যান । তাঁরা কলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিলেন । দুজনে চুঁচুড়ার বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, চন্দননগর সরিষা পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাঁদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। বাধা দিতে গেলে মারধর শুরু করে। গুরুতর জখম হন দু’জনেই। খবর পেয়ে কৌশিকের পরিবার ও এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় । পাশাপাশি ফোনে অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। এরপরেই চন্দননগর হাসপাতালে দুজনকে দেখতে আসেন লকেট চট্টোপাধ্যায়।

আহত বিজেপি কর্মীর অভিযোগ, রাতে বাড়ি যাওয়ার সময় তৃণমূলের দু’জন কর্মী আমাদের অযথা মারধর করে। কোনও কারণ ছাড়াই এরকম ঘটনা ঘটল। চন্দননগরের বিজেপির মন্ডল সভাপতি গোপাল চৌবের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সব জায়গায় হচ্ছে। তাই বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মারধর করা হয়। তৃণমূল কয়েকদিন ধরে তাদের টার্ডেট করছিল বলেও অভিযোগ করেন তিনি।

চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তৃণমূল নেতা মুন্না আগরওয়াল বলেন, চন্দননগর শান্তিপ্রিয় জায়গা। রাত দেরটায় মদ খেয়ে নিজেদের মধ্যে ঝামেলা করেছে। তাতেই রাজনীতির রং লাগানো হচ্ছে। তৃণমূলের তরফে কাউকে মারার অনুমতি দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা কি তৃণমূলের কোনও পদাধিকারী? এসব ব্যক্তিগত ঝামেলার ফল।

আরও পড়ুন:

  1. অভিষেকের কপ্টার তল্লাশির পালটা ? কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের গাড়ি পরীক্ষা রাজ্য পুলিশের
  2. আলুওয়ালিয়ার সভার আগে বিজেপি নেতাদের মারধর! কাঠগড়ায় শাসকদল
  3. 'তোলাবাজ' ভাইপোকে প্রতিষ্ঠিত করাই এজেন্ডা, 'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.