ETV Bharat / state

রাঁধলেন লকেট, পরিবেশনে রচনা; হুগলিতে সেরা হওয়ার লড়াইয়ে ভিন্ন অবতারে 'দিদি'রা - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: ভোটারদের আবদার মেটাতে প্রচারে গিয়ে পোলবায় রান্না করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ চন্দননগরে পৌরসভার সাফাই কর্মীদের পরিবেশন করে খাওয়ালেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । লোকসভা নির্বাচনের ময়দানে দুই দিদির লড়াই জমে উঠেছে ৷

Lok Sabha Elections
Lok Sabha Elections
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 12:02 PM IST

হুগলিতে সেরা হওয়ার লড়াইয়ে ভিন্ন অবতারে প্রার্থীরা

চন্দননগর, 20 মার্চ: যাঁরা রাধেন-বাড়েন, তাঁরা ভোটেও লড়েন ৷ হুগলিতে তারই ঝলক দেখা গেল দুই দলের প্রার্থীদের মধ্যে ৷ একজন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ অন্যজন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার পোলবায় প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে মিলে রান্না করলেন লকেট । অপরদিকে চন্দননগরে জনসংযোগ করতে এসে পৌরসভার সাফাই কর্মীদের নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন রচনা ।

এই প্রথমবার নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে 'দিদি নম্বর ওয়ান' হওয়ার লড়াইয়ে নেমেছেন একসময়ের সহকর্মী তথা জনপ্রিয় দুই অভিনেত্রী ৷ এদিন প্রচারের মাঝে ভিন্ন অবতারে ধরা দিলেন বাংলার এই দুই দিদি ৷ হুগলি লোকসভায় প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে গেলেন বিজেপি ও তৃণমূলের তারকা প্রার্থী । লকেট চট্টোপাধ্যায় এদিন পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার আসেন । গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করেন ।

Lok Sabha Elections
পোলবায় রান্না করলেন লকেট চট্টোপাধ্যায়

রাজহাট ওলাবিবিতলায় রান্না পুজো হয় প্রতিবছর । ওলাবিবিতলায় এই পুজো উপলক্ষ্যে বাড়ি থেকে জিনিসপত্র এনেই বিভিন্ন রকমারি রান্নার আয়োজন করেন বহু মানুষ । লকেট প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে রান্না পুজোয় সামিল হন । অনেকেই বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে রান্না করার জন্য বলেন । তাদের আবদার রাখেন লকেট ৷ মাটিতে বসে কাঠের উনুনে আলু-পটলের তরকারি ও মাছ ভাজা করেন তিনি । পুজো উপলক্ষ্যে বহু মানুষের জমায়েত হয় ওখানে । মঙ্গলবার অন্যান্য পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে ওলাবিবির কাছে প্রার্থনা করেন বিজেপি প্রার্থীও । ওলাবিবিতলার পাশের বাগানে রান্না করে সেখানেই খাওয়া-দাওয়া করেন লকেট ।

যুবক-যুবতীদের আবদারে তাঁদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী । লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমরা মানুষের মধ্যে মিশে যাই এবং সবসময় মানুষের সঙ্গে থাকি । 10 বছর ধরে মানুষের সঙ্গে রয়েছি । মানুষ ভালোবেসে বলছে, একটু কড়ায় খুন্তিটা নেড়ে দিয়ে যান ৷ ভালো লাগছে মানুষের আবদার করছেন, ডাকছেন ৷ বাড়িতে তো রান্না করিই । এখানে এসে রান্না করে ভালো লাগছে ৷ সবাইকে দেখাতে পারলাম আমি রান্না করতে পারি কি না ৷ আমিও 20-30 জনের রান্না করতে পারি । আজ আলু-পটলের তরকারি ও মাছ ভাজা রান্না করেছি ।"

Lok Sabha Elections
পৌরসভার সাফাই কর্মীদের খাবার পরিবেশন রচনা বন্দ্যোপাধ্যায়ের

লকেট চট্টোপাধ্যায় যখন রান্না করছেন, তখন প্রচারের আলোয় পিছিয়ে নেই রচনা বন্দ্যোপাধ্যায় । তিনি পুজো দিয়ে প্রচার শুরু করলেও জনসংযোগ করার জন্য পৌরসভার মহিলা সাফাই কর্মীদের খাওয়ানোর ব্যবস্থা করেন । নিজেই পরিবেশন করে তাঁদের খাওয়ান রচনা ৷ এছাড়াও চন্দননগর দলীয় কর্মীদের নিয়ে ডিম ভাতের এলাহি আয়োজন করেন তিনি । সেখানে বিধায়ক ইন্দ্রনীল সেন ও একাধিক নেতা ও দলীয় কর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজনও সারেন অভিনেত্রী । রচনার মতে, অভিনেত্রী হলেও তিনিও মানুষ । সাধারণ নির্বাচনে নেমে সকলকে নিয়ে চলার জন্যই এই চিন্তা ভাবনা ।

আরও পড়ুন:

  1. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  2. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
  3. লড়াই মোদি-মমতার নাকি রচনা বনাম লকেটের! শুরুতেই মতানৈক্যে হুগলির দুই তারকাপ্রার্থী

হুগলিতে সেরা হওয়ার লড়াইয়ে ভিন্ন অবতারে প্রার্থীরা

চন্দননগর, 20 মার্চ: যাঁরা রাধেন-বাড়েন, তাঁরা ভোটেও লড়েন ৷ হুগলিতে তারই ঝলক দেখা গেল দুই দলের প্রার্থীদের মধ্যে ৷ একজন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ অন্যজন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার পোলবায় প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে মিলে রান্না করলেন লকেট । অপরদিকে চন্দননগরে জনসংযোগ করতে এসে পৌরসভার সাফাই কর্মীদের নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন রচনা ।

এই প্রথমবার নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে 'দিদি নম্বর ওয়ান' হওয়ার লড়াইয়ে নেমেছেন একসময়ের সহকর্মী তথা জনপ্রিয় দুই অভিনেত্রী ৷ এদিন প্রচারের মাঝে ভিন্ন অবতারে ধরা দিলেন বাংলার এই দুই দিদি ৷ হুগলি লোকসভায় প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে গেলেন বিজেপি ও তৃণমূলের তারকা প্রার্থী । লকেট চট্টোপাধ্যায় এদিন পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার আসেন । গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করেন ।

Lok Sabha Elections
পোলবায় রান্না করলেন লকেট চট্টোপাধ্যায়

রাজহাট ওলাবিবিতলায় রান্না পুজো হয় প্রতিবছর । ওলাবিবিতলায় এই পুজো উপলক্ষ্যে বাড়ি থেকে জিনিসপত্র এনেই বিভিন্ন রকমারি রান্নার আয়োজন করেন বহু মানুষ । লকেট প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে রান্না পুজোয় সামিল হন । অনেকেই বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে রান্না করার জন্য বলেন । তাদের আবদার রাখেন লকেট ৷ মাটিতে বসে কাঠের উনুনে আলু-পটলের তরকারি ও মাছ ভাজা করেন তিনি । পুজো উপলক্ষ্যে বহু মানুষের জমায়েত হয় ওখানে । মঙ্গলবার অন্যান্য পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে ওলাবিবির কাছে প্রার্থনা করেন বিজেপি প্রার্থীও । ওলাবিবিতলার পাশের বাগানে রান্না করে সেখানেই খাওয়া-দাওয়া করেন লকেট ।

যুবক-যুবতীদের আবদারে তাঁদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী । লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমরা মানুষের মধ্যে মিশে যাই এবং সবসময় মানুষের সঙ্গে থাকি । 10 বছর ধরে মানুষের সঙ্গে রয়েছি । মানুষ ভালোবেসে বলছে, একটু কড়ায় খুন্তিটা নেড়ে দিয়ে যান ৷ ভালো লাগছে মানুষের আবদার করছেন, ডাকছেন ৷ বাড়িতে তো রান্না করিই । এখানে এসে রান্না করে ভালো লাগছে ৷ সবাইকে দেখাতে পারলাম আমি রান্না করতে পারি কি না ৷ আমিও 20-30 জনের রান্না করতে পারি । আজ আলু-পটলের তরকারি ও মাছ ভাজা রান্না করেছি ।"

Lok Sabha Elections
পৌরসভার সাফাই কর্মীদের খাবার পরিবেশন রচনা বন্দ্যোপাধ্যায়ের

লকেট চট্টোপাধ্যায় যখন রান্না করছেন, তখন প্রচারের আলোয় পিছিয়ে নেই রচনা বন্দ্যোপাধ্যায় । তিনি পুজো দিয়ে প্রচার শুরু করলেও জনসংযোগ করার জন্য পৌরসভার মহিলা সাফাই কর্মীদের খাওয়ানোর ব্যবস্থা করেন । নিজেই পরিবেশন করে তাঁদের খাওয়ান রচনা ৷ এছাড়াও চন্দননগর দলীয় কর্মীদের নিয়ে ডিম ভাতের এলাহি আয়োজন করেন তিনি । সেখানে বিধায়ক ইন্দ্রনীল সেন ও একাধিক নেতা ও দলীয় কর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজনও সারেন অভিনেত্রী । রচনার মতে, অভিনেত্রী হলেও তিনিও মানুষ । সাধারণ নির্বাচনে নেমে সকলকে নিয়ে চলার জন্যই এই চিন্তা ভাবনা ।

আরও পড়ুন:

  1. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  2. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
  3. লড়াই মোদি-মমতার নাকি রচনা বনাম লকেটের! শুরুতেই মতানৈক্যে হুগলির দুই তারকাপ্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.