ETV Bharat / state

প্রবল বৃষ্টিতে জলবন্দি দু'শো পরিবার ! প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের - Flood Like Situation

Flood Like Situation in Chandrakona: পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের 200টি পরিবার বন্যার মুখে ৷ নদীর জল ঢুকে গ্রামে বাড়ির উঠোন ডুবে গিয়েছে ৷

Flood Like Situation
চন্দ্রকোনায় গ্রামে বাড়ির উঠোন ডুবল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:58 PM IST

Updated : Sep 17, 2024, 6:08 PM IST

চন্দ্রকোনা, 17 সেপ্টেম্বর: শিলাবতী নদীর জল বিপদ সীমা ছাড়িয়েছে ৷ নদীর জল গ্রামের অলিতে-গলিতে বাড়িতে কড়া নাড়ছে ৷ বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছে গিয়েছে নদীর জল ৷ ডুবেছে বাড়ির উঠোনে থাকা রান্না করার উনুন ৷ বন্ধ দু'বেলার রান্না ৷ গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই নিজের নিজের উঠোনে মাটির বাঁধ দিয়ে বাড়ির ভিতর বন্যার জল প্রবেশ আটকাতে হিমশিম খাচ্ছে ৷ ইতিমধ্যে জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মাটির বাড়ি ৷

প্রবল বৃষ্টিতে জলবন্দি দু'শো পরিবার (ইটিভি ভারত)

যে হারে নদীর জল গ্রামে প্রবেশ করছে, তাতে বসতবাড়ি রক্ষা হবে কি না, পরিবারের সদস্যদের কোথায় ঠাঁই হবে, এনিয়ে দুশ্চিন্তায় খাওয়াদাওয়া থেকে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের 200 টি পরিবারের ৷ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন জলবন্দি বাসিন্দারা ৷

পুজোর মুখে বন্যার এমনই ভয়াবহ ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ৷ এই গ্রামে প্রায় 200টি পরিবারের বসবাস ৷ গত চার দিন একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে বিপদসীমা ছাড়িয়েছে শিলাবতী নদী ৷ ভবানীপুর গ্রাম শিলাবতী নদীর তীরবর্তী ৷ এতেই চরম বিপাকে পড়েছেন পরিবারগুলি ৷

শিলাবতী নদীর বাঁধ জলে ডুবেছে ৷ এমন দৃশ্য আগে কখনও দেখেনি বলে দাবি গ্রামবাসীদের ৷ চরম আশঙ্কায় ও আতঙ্কে বাসিন্দারা ৷ বাড়ির ভিতর জল ঢোকা আটকাতে ও বসতবাড়ি রক্ষায় গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই বাড়ির উঠোনের মাটির বাঁধ দিয়ে জল আটকানোয় প্রাণপাত চেষ্টা করে যাচ্ছেন ৷

এমনকী নদীর জল ঝাঁপিয়ে ডুবেছে পানীয় জলের ট্যাপ, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বাড়ির শৌচাগার ৷ এককথায় জলবন্দি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের 200 টি পরিবার ৷ গ্রামে গিয়ে দেখা গেল মহিলা পুরুষ মিলে বাড়ির উঠোনে মাটির বাঁধ দিয়ে বাড়ির ভিতরে জল ঢোকা আটকানোর জোর চেষ্টা করছেন ৷ উঠোনে থাকা উনুন জলে ডুবে যাওয়ায় বন্ধ রান্নাবান্না ৷

বাড়ির গবাদি পশুদের সরিয়ে গ্রামের রাস্তায় রাখা হয়েছে ৷ শেষ সম্বল বাড়ি ছেড়ে অন্যত্র যেতে নারাজ বাসিন্দারা ৷ তাঁরা জানান, যে হারে নদীর জল বাড়ছে তাতে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ৷ তবে এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন ভবানীপুর গ্রামের বাসিন্দারা ৷

তাঁদের অভিযোগ, গ্রামে এহেন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনে জানিয়েও কেউ খোঁজ নেয়নি ৷ অন্যদিকে ভবানীপুর গ্রামের পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে যাওয়ায় নদীর জল ঝাঁপিয়ে গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বইছে ৷ গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেইসব জায়গায় মাটি ফেলে জল আটকানোর চেষ্টা করলেও সোমবার বিকেল নাগাদ জলের তোড়ে সেই রাস্তা ভেঙে গিয়ে হুহু করে জলে ঢুকছে কৃষি জমি-সহ বেশ কয়েকটি গ্রামেও ৷ কৃষিজমিতে বন্যার জল ঢোকায় বিঘের পর বিঘে জমি জলের তলায় ৷ ফলে কৃষিকাজেও ব্যাপক ক্ষতির আশঙ্কা গ্রামের কৃষকদের ৷ অস্থায়ী ভাবে বাঁধ মেরামতের জন্য প্রশাসনের সাহায্য পাওয়া যায়নি বলে দাবি গ্রামবাসীদের ৷ নদীর জলস্তর কবে কমে, সেদিকে তাকিয়ে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা ৷

শিলাবতী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে প্লাবিত ঘাটাল মহকুমার চন্দ্রকোনা, ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা, জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ৷ প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ-সহ সমস্ত রকম কাজ করা হচ্ছে বলেও তিনি জানান ৷

চন্দ্রকোনা, 17 সেপ্টেম্বর: শিলাবতী নদীর জল বিপদ সীমা ছাড়িয়েছে ৷ নদীর জল গ্রামের অলিতে-গলিতে বাড়িতে কড়া নাড়ছে ৷ বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছে গিয়েছে নদীর জল ৷ ডুবেছে বাড়ির উঠোনে থাকা রান্না করার উনুন ৷ বন্ধ দু'বেলার রান্না ৷ গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই নিজের নিজের উঠোনে মাটির বাঁধ দিয়ে বাড়ির ভিতর বন্যার জল প্রবেশ আটকাতে হিমশিম খাচ্ছে ৷ ইতিমধ্যে জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মাটির বাড়ি ৷

প্রবল বৃষ্টিতে জলবন্দি দু'শো পরিবার (ইটিভি ভারত)

যে হারে নদীর জল গ্রামে প্রবেশ করছে, তাতে বসতবাড়ি রক্ষা হবে কি না, পরিবারের সদস্যদের কোথায় ঠাঁই হবে, এনিয়ে দুশ্চিন্তায় খাওয়াদাওয়া থেকে রাতের ঘুম উড়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের 200 টি পরিবারের ৷ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন জলবন্দি বাসিন্দারা ৷

পুজোর মুখে বন্যার এমনই ভয়াবহ ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ৷ এই গ্রামে প্রায় 200টি পরিবারের বসবাস ৷ গত চার দিন একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে বিপদসীমা ছাড়িয়েছে শিলাবতী নদী ৷ ভবানীপুর গ্রাম শিলাবতী নদীর তীরবর্তী ৷ এতেই চরম বিপাকে পড়েছেন পরিবারগুলি ৷

শিলাবতী নদীর বাঁধ জলে ডুবেছে ৷ এমন দৃশ্য আগে কখনও দেখেনি বলে দাবি গ্রামবাসীদের ৷ চরম আশঙ্কায় ও আতঙ্কে বাসিন্দারা ৷ বাড়ির ভিতর জল ঢোকা আটকাতে ও বসতবাড়ি রক্ষায় গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই বাড়ির উঠোনের মাটির বাঁধ দিয়ে জল আটকানোয় প্রাণপাত চেষ্টা করে যাচ্ছেন ৷

এমনকী নদীর জল ঝাঁপিয়ে ডুবেছে পানীয় জলের ট্যাপ, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বাড়ির শৌচাগার ৷ এককথায় জলবন্দি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের 200 টি পরিবার ৷ গ্রামে গিয়ে দেখা গেল মহিলা পুরুষ মিলে বাড়ির উঠোনে মাটির বাঁধ দিয়ে বাড়ির ভিতরে জল ঢোকা আটকানোর জোর চেষ্টা করছেন ৷ উঠোনে থাকা উনুন জলে ডুবে যাওয়ায় বন্ধ রান্নাবান্না ৷

বাড়ির গবাদি পশুদের সরিয়ে গ্রামের রাস্তায় রাখা হয়েছে ৷ শেষ সম্বল বাড়ি ছেড়ে অন্যত্র যেতে নারাজ বাসিন্দারা ৷ তাঁরা জানান, যে হারে নদীর জল বাড়ছে তাতে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ৷ তবে এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন ভবানীপুর গ্রামের বাসিন্দারা ৷

তাঁদের অভিযোগ, গ্রামে এহেন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনে জানিয়েও কেউ খোঁজ নেয়নি ৷ অন্যদিকে ভবানীপুর গ্রামের পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে যাওয়ায় নদীর জল ঝাঁপিয়ে গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বইছে ৷ গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেইসব জায়গায় মাটি ফেলে জল আটকানোর চেষ্টা করলেও সোমবার বিকেল নাগাদ জলের তোড়ে সেই রাস্তা ভেঙে গিয়ে হুহু করে জলে ঢুকছে কৃষি জমি-সহ বেশ কয়েকটি গ্রামেও ৷ কৃষিজমিতে বন্যার জল ঢোকায় বিঘের পর বিঘে জমি জলের তলায় ৷ ফলে কৃষিকাজেও ব্যাপক ক্ষতির আশঙ্কা গ্রামের কৃষকদের ৷ অস্থায়ী ভাবে বাঁধ মেরামতের জন্য প্রশাসনের সাহায্য পাওয়া যায়নি বলে দাবি গ্রামবাসীদের ৷ নদীর জলস্তর কবে কমে, সেদিকে তাকিয়ে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা ৷

শিলাবতী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে প্লাবিত ঘাটাল মহকুমার চন্দ্রকোনা, ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা, জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ৷ প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ-সহ সমস্ত রকম কাজ করা হচ্ছে বলেও তিনি জানান ৷

Last Updated : Sep 17, 2024, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.