দুর্গাপুর, 29 জুন: নাকের ভিতর মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল এক কিশোর ৷ অস্ত্রোপচারের পর শনিবার সকালে তার মৃত্যু হয় ৷ মৃত কিশোরের নাম সোম রুইদাস (14) ৷ এই ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷
গত 18 জুন দুর্গাপুর সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুরের রাঁচি কলোনির কিশোর সোম রুইদাস ৷ এরপর তাঁর অস্ত্রোপচার করা হয় ৷ পরিবারের অভিযোগ, ভুল অস্ত্রোপচারে কোমায় চলে যায় রুইদাস ৷ এরপর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় তাকে ৷ শনিবার বেলা 11.40 মিনিটে হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে কিশোরের ৷
সোম রুইদাসের গৃহ শিক্ষক সুব্রত পানের অভিযোগ, "নাকের ভিতর মাংসপিণ্ড জমে ছিল সোমের ৷ তারপরেই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে ৷ সেই দিনই অস্ত্রোপচার হয় ৷ আমরা জানি না অস্ত্রোপচার কী হয়েছিল ৷ হাসপাতাল বলছে অস্ত্রোপচার শেষ হওয়ার 15 মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হয় সোম ৷ সে পুরো কোমায় চলে যায় ৷ এদিকে চিকিৎসক বলছে অস্ত্রোপচার সফল হয়েছে ৷" হাসপাতালের চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের জন্যই বারবার এই ধরনের ঘটনা ঘটছে ৷
অভিযোগ স্বীকার করে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অনুপ পুরকায়স্থ বলেন, "আমরা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব ৷" এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজন থেকে এলাকাবাসীরা ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ ৷ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ৷ ব্যাপক উত্তেজনা সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ৷ উল্লেখ্য এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বারবার চিকিৎসায় বিভ্রাটের অভিযোগ উঠছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের এই বিষয়ে আরো সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷