কলকাতা, 1 মার্চ: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ৷ তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না ৷ এমনটাই পূর্বাভাস আবাহওয়া অফিস দফতরের ৷ শুক্রবার না-হলেও শনি ও রবি রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না-থাকায় তাপমাত্র বাড়ার আশঙ্কা ৷ ফলে বসন্তের মনোরম আবহাওয়া থেকে বঞ্চিত হবেন শহরবাসী ৷
আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ যেখানে সপ্তাহান্তে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে । রবিবার দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলি পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । উত্তরবঙ্গে ওপরের দু’টি জেলা দার্জিলিং, কালিংম্পংয়ে শনি এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মার্চ মাসের প্রথম সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকবে ৷ গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে । ফলে রাতে হালকা ঠান্ডার অনুভূতিও এবার কমবে ৷ বলা যায় বসন্তের যে মনোরম আবহাওয়া আর সেভাবে পাওয়া যাবে না ৷
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ সম্ভবত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তাপমাত্রা বাড়তে থাকায় হালকা ঠান্ডার অনুভূতি সরিয়ে অস্বস্তিকর গরম শুরু হবে ৷
আরও পড়ুন: