ETV Bharat / state

কলতানের মুক্তির দাবিতে রাস্তায় বামেরা, নেতৃত্বে সৃজন-ময়ূখরা - LEFT Rally

LEFT Rally in Kolkata: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ৷ তাঁর মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে বামেরা ৷ সেই প্রতিবাদ মিছিলেন নেতৃত্বদেন সৃজন ভট্টাচার্য ও ময়ুখ বিশ্বাসরা ৷

LEFT Rally in Kolkata
কলকাতায় বামেদের মহামিছিল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 8:40 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় নামলেন বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মীরা । সোমবার হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা । এ দিনের মহামিছিলের স্লোগান ছিল, 'তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।'

কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় বামেরা (ইটিভি ভারত)

মিছিল শেষে এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সর্বভারতীয় নেতা ময়ুখ বিশ্বাস অভিযোগ করেন, মিথ্যে মামলা দিয়ে শাসকদলের তরফে রাজ্যের বিরোধীদের থামানোর চেষ্টা হচ্ছে, তা করা যাবে না । নির্যাতনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার । তার বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে । আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা ।

সৃজন-ময়ূখরা বলেন, "সমস্ত বাম কর্মীদের জেলে পুরে দিলেও এ লড়াই থামবে না । কলতানকে গ্রেফতার করে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণের দাবি থেকে আমাদেরকে সরাতে পারবেন না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায় ভয় পেয়েছেন । পাছে ওঁর চেয়ার না চলে যায় । লড়াই হচ্ছে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে । তাতে যদি দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতীদের চেয়ার চলে যায়, চলে যাবে । মোহন ভাগবতের কাছ থেকে নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বামপন্থীদের উপর আক্রমণ বেড়েছে ।"

LEFT Rally in Kolkata
বামেদেল আজেকের মিছিল (নিজস্ব ছবি)

এসএফআই, ডিওয়াইএফআই এআইডিওয়াইএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতাদের কথায়, "আরজি কর হাসপাতালের ভেতর কর্তব্যরত মহিলা চিকিৎসককে নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছে । এর প্রতিবাদে হাসপাতালে চিকিৎসকদের বিশেষত জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । এই নারকীয় ঘটনার বিরুদ্ধে রাজ্য-সহ সারা দেশের মানুষ আজ রাস্তায় । লড়াইটা সর্বস্তরে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে ।"

LEFT Rally in Kolkata
হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বামেরা (নিজস্ব ছবি)

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ৷ এই নিয়ে আগেই সরব হয়েছেন সিপিএম নেতারা ৷ পুরোটাই এআই নির্ভর ষড়যন্ত্র বলে তাঁদের দাবি ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় নামলেন বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মীরা । সোমবার হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা । এ দিনের মহামিছিলের স্লোগান ছিল, 'তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।'

কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে রাস্তায় বামেরা (ইটিভি ভারত)

মিছিল শেষে এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সর্বভারতীয় নেতা ময়ুখ বিশ্বাস অভিযোগ করেন, মিথ্যে মামলা দিয়ে শাসকদলের তরফে রাজ্যের বিরোধীদের থামানোর চেষ্টা হচ্ছে, তা করা যাবে না । নির্যাতনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার । তার বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে । আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা ।

সৃজন-ময়ূখরা বলেন, "সমস্ত বাম কর্মীদের জেলে পুরে দিলেও এ লড়াই থামবে না । কলতানকে গ্রেফতার করে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণের দাবি থেকে আমাদেরকে সরাতে পারবেন না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায় ভয় পেয়েছেন । পাছে ওঁর চেয়ার না চলে যায় । লড়াই হচ্ছে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে । তাতে যদি দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতীদের চেয়ার চলে যায়, চলে যাবে । মোহন ভাগবতের কাছ থেকে নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বামপন্থীদের উপর আক্রমণ বেড়েছে ।"

LEFT Rally in Kolkata
বামেদেল আজেকের মিছিল (নিজস্ব ছবি)

এসএফআই, ডিওয়াইএফআই এআইডিওয়াইএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতাদের কথায়, "আরজি কর হাসপাতালের ভেতর কর্তব্যরত মহিলা চিকিৎসককে নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছে । এর প্রতিবাদে হাসপাতালে চিকিৎসকদের বিশেষত জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । এই নারকীয় ঘটনার বিরুদ্ধে রাজ্য-সহ সারা দেশের মানুষ আজ রাস্তায় । লড়াইটা সর্বস্তরে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে ।"

LEFT Rally in Kolkata
হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বামেরা (নিজস্ব ছবি)

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ৷ এই নিয়ে আগেই সরব হয়েছেন সিপিএম নেতারা ৷ পুরোটাই এআই নির্ভর ষড়যন্ত্র বলে তাঁদের দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.