ETV Bharat / state

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা ভোট, সাড়ে চার দশকের নীতিতে বদল বামফ্রন্টের ! - LEFT FRONT SEAT DISTRIBUTION POLICY

রাজ্য বামফ্রন্টের বৈঠকে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় ৷ সেখানেই ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আসন বণ্টন নীতিতে বদলের প্রস্তাব দেন ৷

LEFT FRONT SEAT DISTRIBUTION POLICY
সাড়ে চার দশকের আসন বণ্টন নীতিতে বদলের প্রস্তাব বামফ্রন্টের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 3:57 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে, এবার নয়া আসন বণ্টন নীতির কথা ভাবনাচিন্তা করছে বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএম ৷ ফ্রন্ট কিংবা জোটের বাইরে এবার নির্দলদেরও সমর্থন দেওয়া হতে পারে ৷ সেই কারণে 1977 সালে তৈরি হওয়া শরিকদের জন‌্য আসন বণ্টন নীতি বদলের কথা ভাবছে বামফ্রন্ট ৷ সোমবার রাজ‌্য বামফ্রন্টের বৈঠকে নতুন আসন বণ্টন নীতির প্রস্তাব রাখেন ফ্রন্টের চেয়ারম‌্যান বিমান বসু ৷

তবে, নির্দল প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও থাকছে ৷ সূত্রের খবর, সেই নির্দল প্রার্থীকেই বামফ্রন্ট সমর্থন করবে, যার রাজনৈতিক কেরিয়ারে কোনও দাগ নেই ৷ দুর্নীতি, খুন, ধর্ষণের মতো অপরাধের মামলা নেই এমন স্বচ্ছ-ভাবমূর্তির প্রার্থীকেই বাইরে থেকে সমর্থন দেবে বামেরা ৷ তবে, এই বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে ৷

সূত্রের খবর, বৈঠকে সেই প্রস্তাবের বিরোধিতা করেনি কোনও শরিক দলই ৷ তবে, প্রস্তাব এখনও পাশ হয়নি ৷ সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-র তরফে নতুন নীতির বিষয়ে মতামত জানানো হবে বলে খবর ৷ ফরওয়ার্ড ব্লকের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপাধ‌্যায়ের বক্তব‌্য, "প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেটা নিয়ে আলোচনা হবে ৷ বাকিটা ভবিষ্যৎ বলবে ৷"

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতায় কোনও শরিকি জটিলতা যাতে তৈরি না-হয়, সেই কাজ এখন থেকেই সেরে রাখতে চাইছে সিপিআইএম ৷ একটা সময় রাজ্যের বেশ কয়েকটি জেলায় রাজ্য বামফ্রন্টের শরিকদলগুলির ব্যাপক পরিমাণে দাপট ছিল ৷ যেমন কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, মেদিনীপুরে সিপিআই, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় আরএসপি-র দাপট ছিল ৷

কিন্তু, রাজ্যে পালাবদলের পর সেই দাপট ফিকে হয়ে গিয়েছে ৷ সিপিআইএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলোর নির্বাচনী ফলাফল শূন্য ৷ শরিকদলের নেতারা জানিয়েছেন, বাংলায় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ যেখানে বামেদের প্রাপ্য ভোট 5-6 শতাংশে নেমেছে ৷ ঠিক সেই কারণেই কখনও কংগ্রেস, কখনও বা সদ্যসমাপ্ত উপনির্বাচনে লিবারেশনের সঙ্গে সমঝোতা করে ভোটে লড়েছে সিপিআইএম ৷ তাতেও পরিস্থিতির বদল ঘটেনি ৷

এই আসন সমঝোতা বা বৃহত্তর বামঐক্য বা আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের কথা অনুযায়ী, তৃণমূল-বিজেপি বিরোধী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে একত্রিত করতে সাড়ে চার দশকের নীতি বদলাতে বাধ্য হচ্ছেন বিমান বসু-মহম্মদ সেলিমরা ৷ তবে, নতুন ফর্মুলা কী হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ নীতি যেটাই হোক না-কেন, 26-এর ভোটের আগে শাসকদল ও প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াই চ্যালেঞ্জ বামেদের ৷

প্রশ্ন হচ্ছে, শুধুই কি তৃণমূল-বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করার লক্ষ্যে ফর্মুলায় বদল ! সূত্রের দাবি, "বামফ্রন্টের বাইরে অন্য গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে একত্রিত করতে গেলে আসন সমঝোতায় বদল আনতেই হবে ৷ অর্থাৎ, এতদিন যে নীতিতে বাম শরিক দলগুলি আসন ভাগাভাগি করে নিত, আগামীতে তা হবে না ৷ যদি লিবারেশন, আইএসএফ কিংবা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে হয়, তাহলে প্রত্যেক শরিক দলের আসন সংখ্যা কমবে ৷"

ফলে, গত কয়েকটি নির্বাচন ও উপনির্বাচনে আসন সমঝোতা নিয়ে ফরওয়ার্ড ব্লক, সিপিআই বা কংগ্রেসের মধ্যে যে টালবাহানা দেখা গিয়েছে, তার পুনরাবৃত্তি চাইছে না বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব ৷

কলকাতা, 10 ডিসেম্বর: 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে, এবার নয়া আসন বণ্টন নীতির কথা ভাবনাচিন্তা করছে বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএম ৷ ফ্রন্ট কিংবা জোটের বাইরে এবার নির্দলদেরও সমর্থন দেওয়া হতে পারে ৷ সেই কারণে 1977 সালে তৈরি হওয়া শরিকদের জন‌্য আসন বণ্টন নীতি বদলের কথা ভাবছে বামফ্রন্ট ৷ সোমবার রাজ‌্য বামফ্রন্টের বৈঠকে নতুন আসন বণ্টন নীতির প্রস্তাব রাখেন ফ্রন্টের চেয়ারম‌্যান বিমান বসু ৷

তবে, নির্দল প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও থাকছে ৷ সূত্রের খবর, সেই নির্দল প্রার্থীকেই বামফ্রন্ট সমর্থন করবে, যার রাজনৈতিক কেরিয়ারে কোনও দাগ নেই ৷ দুর্নীতি, খুন, ধর্ষণের মতো অপরাধের মামলা নেই এমন স্বচ্ছ-ভাবমূর্তির প্রার্থীকেই বাইরে থেকে সমর্থন দেবে বামেরা ৷ তবে, এই বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে ৷

সূত্রের খবর, বৈঠকে সেই প্রস্তাবের বিরোধিতা করেনি কোনও শরিক দলই ৷ তবে, প্রস্তাব এখনও পাশ হয়নি ৷ সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-র তরফে নতুন নীতির বিষয়ে মতামত জানানো হবে বলে খবর ৷ ফরওয়ার্ড ব্লকের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপাধ‌্যায়ের বক্তব‌্য, "প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেটা নিয়ে আলোচনা হবে ৷ বাকিটা ভবিষ্যৎ বলবে ৷"

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতায় কোনও শরিকি জটিলতা যাতে তৈরি না-হয়, সেই কাজ এখন থেকেই সেরে রাখতে চাইছে সিপিআইএম ৷ একটা সময় রাজ্যের বেশ কয়েকটি জেলায় রাজ্য বামফ্রন্টের শরিকদলগুলির ব্যাপক পরিমাণে দাপট ছিল ৷ যেমন কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, মেদিনীপুরে সিপিআই, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় আরএসপি-র দাপট ছিল ৷

কিন্তু, রাজ্যে পালাবদলের পর সেই দাপট ফিকে হয়ে গিয়েছে ৷ সিপিআইএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলোর নির্বাচনী ফলাফল শূন্য ৷ শরিকদলের নেতারা জানিয়েছেন, বাংলায় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ যেখানে বামেদের প্রাপ্য ভোট 5-6 শতাংশে নেমেছে ৷ ঠিক সেই কারণেই কখনও কংগ্রেস, কখনও বা সদ্যসমাপ্ত উপনির্বাচনে লিবারেশনের সঙ্গে সমঝোতা করে ভোটে লড়েছে সিপিআইএম ৷ তাতেও পরিস্থিতির বদল ঘটেনি ৷

এই আসন সমঝোতা বা বৃহত্তর বামঐক্য বা আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের কথা অনুযায়ী, তৃণমূল-বিজেপি বিরোধী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে একত্রিত করতে সাড়ে চার দশকের নীতি বদলাতে বাধ্য হচ্ছেন বিমান বসু-মহম্মদ সেলিমরা ৷ তবে, নতুন ফর্মুলা কী হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ নীতি যেটাই হোক না-কেন, 26-এর ভোটের আগে শাসকদল ও প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াই চ্যালেঞ্জ বামেদের ৷

প্রশ্ন হচ্ছে, শুধুই কি তৃণমূল-বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করার লক্ষ্যে ফর্মুলায় বদল ! সূত্রের দাবি, "বামফ্রন্টের বাইরে অন্য গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে একত্রিত করতে গেলে আসন সমঝোতায় বদল আনতেই হবে ৷ অর্থাৎ, এতদিন যে নীতিতে বাম শরিক দলগুলি আসন ভাগাভাগি করে নিত, আগামীতে তা হবে না ৷ যদি লিবারেশন, আইএসএফ কিংবা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে হয়, তাহলে প্রত্যেক শরিক দলের আসন সংখ্যা কমবে ৷"

ফলে, গত কয়েকটি নির্বাচন ও উপনির্বাচনে আসন সমঝোতা নিয়ে ফরওয়ার্ড ব্লক, সিপিআই বা কংগ্রেসের মধ্যে যে টালবাহানা দেখা গিয়েছে, তার পুনরাবৃত্তি চাইছে না বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.