ETV Bharat / state

ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, মমতাকে দুষে মোদি-অমিত শরণে শান্তনু - Bomb Threat Letter - BOMB THREAT LETTER

Shantanu Thakur: সিএএ, এনআরসি নিয়ে 'হুমকি চিঠি' পেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ সোমবার সাংবাদিকদের তিনি জানান, দেগঙ্গা থেকে তিনি এই হুমকি চিঠি পেয়েছেন ৷ এই চিঠিতে বলা বয়েছে, সিএএ, এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে ৷

Shantanu Thakur
ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি লস্করের, রাজ্য সরকারকে দুষলেন শান্তনু ঠাকুর৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:00 PM IST

Updated : Apr 8, 2024, 6:17 PM IST

কলকাতা, 8 এপ্রিল: সিএএ, এনআরসি নিয়ে 'হুমকি চিঠি' পেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর৷ সোমবার সাংবাদিকদের তিনি জানান, দেগঙ্গা থেকে তিনি এই হুমকি চিঠি পেয়েছেন ৷ এই চিঠিতে বলা বয়েছে, সিএএ, এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে ৷

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর যে সরকার, তাকে অবগত করাতে চাই যে, আজকে দুপুর 2টো 10 মিনিট নাগাদ আমাকে হুমকি দিয়ে লস্কর-ই-তৈবার থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে৷ সিএএ, এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে৷ আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে৷ এই চিঠি এসেছে দেগঙ্গ থেকে৷"

THREAT LETTER
দেগঙ্গ থেকে স্পিড পোস্টে শান্তনু ঠাকুরের নামে আসা সেই হুমকি চিঠি৷

এই ঘটনায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে দুষে শান্তনু ঠাকুর বলেন, "এই যে অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে, এটাতে বোধহয় আপনি খুব খুশি৷ বিজেপির কোনও প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে হুমকি দেওয়া গিয়েছে মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে খুশি৷ আপনার খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যপার৷ এরকম জঙ্গিগোষ্ঠী আপনাদের মদতে এখানে পুষ্ট হচ্ছে৷ আপনাদের আশ্রয়ে পুষ্ট হচ্ছে এবং এইভাবে আমাদের হুমকি দিচ্ছে৷"

এদিন দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা চিঠিতে স্পষ্ট বাংলায় লেখা হয়েছে, "পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচাতে পারবে না। লস্কর-ই-তইবার নাম শুনেছেন তো৷ লস্কর-ই-তইবার সদস্য৷"

এর পরই বনগাঁর বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বলেন, "প্রধানমন্ত্রীর কাছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমি জানতে চাই এরকম জঙ্গিগোষ্ঠী পশ্চিমবাংলায় কীভাবে হুমকি দিতে পারে?" এই ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক, বর্বরোচিত বলে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, শুধু ঠাকুর পরিবার নয়, ভবিষ্যতে সমস্ত রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে৷

আরও পড়ুন:

  1. 'কাল থেকে এক কাপড়ে', শান্তনুর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ঘর দখলের অভিযোগ মমতাবালার
  2. তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী
  3. মতুয়া মহাসংঘের ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 8 এপ্রিল: সিএএ, এনআরসি নিয়ে 'হুমকি চিঠি' পেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর৷ সোমবার সাংবাদিকদের তিনি জানান, দেগঙ্গা থেকে তিনি এই হুমকি চিঠি পেয়েছেন ৷ এই চিঠিতে বলা বয়েছে, সিএএ, এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে ৷

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর যে সরকার, তাকে অবগত করাতে চাই যে, আজকে দুপুর 2টো 10 মিনিট নাগাদ আমাকে হুমকি দিয়ে লস্কর-ই-তৈবার থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে৷ সিএএ, এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে৷ আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে৷ এই চিঠি এসেছে দেগঙ্গ থেকে৷"

THREAT LETTER
দেগঙ্গ থেকে স্পিড পোস্টে শান্তনু ঠাকুরের নামে আসা সেই হুমকি চিঠি৷

এই ঘটনায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে দুষে শান্তনু ঠাকুর বলেন, "এই যে অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে, এটাতে বোধহয় আপনি খুব খুশি৷ বিজেপির কোনও প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে হুমকি দেওয়া গিয়েছে মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে খুশি৷ আপনার খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যপার৷ এরকম জঙ্গিগোষ্ঠী আপনাদের মদতে এখানে পুষ্ট হচ্ছে৷ আপনাদের আশ্রয়ে পুষ্ট হচ্ছে এবং এইভাবে আমাদের হুমকি দিচ্ছে৷"

এদিন দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা চিঠিতে স্পষ্ট বাংলায় লেখা হয়েছে, "পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচাতে পারবে না। লস্কর-ই-তইবার নাম শুনেছেন তো৷ লস্কর-ই-তইবার সদস্য৷"

এর পরই বনগাঁর বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বলেন, "প্রধানমন্ত্রীর কাছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমি জানতে চাই এরকম জঙ্গিগোষ্ঠী পশ্চিমবাংলায় কীভাবে হুমকি দিতে পারে?" এই ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক, বর্বরোচিত বলে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, শুধু ঠাকুর পরিবার নয়, ভবিষ্যতে সমস্ত রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে৷

আরও পড়ুন:

  1. 'কাল থেকে এক কাপড়ে', শান্তনুর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ঘর দখলের অভিযোগ মমতাবালার
  2. তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী
  3. মতুয়া মহাসংঘের ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Last Updated : Apr 8, 2024, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.