ETV Bharat / state

ফেসবুকে সিপিএমকে আক্রমণ পাটুলি থানার ওসির, বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের - Patuli PS OC Attacks CPIM - PATULI PS OC ATTACKS CPIM

Patuli PS OC social media post against CPIM: ফেসবুকে সিপিএমকে আক্রমণ করে পোস্ট দিয়েছেন কলকাতা পুলিশের পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার ৷

Patuli PS OC social media post against CPIM
ফেসবুকে সিপিএমকে আক্রমণ পাটুলি থানার ওসির, বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 1:36 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে পোস্ট করে বিতর্কে কলকাতা পুলিশের এক আধিকারিক ৷ ওই আধিকারিকের নাম তীর্থঙ্কর দে ৷ তিনি পাটুলি থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে কর্মরত ৷ পোস্টটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় লালবাজার ৷ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ৷ সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিককে ৷

পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে বুধবার মাঝরাতে সোশাল মিডিয়ায় ওই পোস্টটি করেন ৷ সেখানে তিনি লেখেন, "একটা কথা বলি কমরেড । তোরা যতই আন্দোলন কর । শূন্য ছিলিস শূন্যই থাকবি ৷" সঙ্গে সঙ্গে ওই পোস্ট ভাইরাল হয়ে যায় ৷ সমালোচনার ঝড় ওঠে ৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে এই পোস্ট করেন, সেই প্রশ্নই উঠতে শুরু করে ৷

বিষয়টি নজরে পড়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের৷ লালবাজারেও ফোন করে বেশ কয়েকজন অভিযোগ জানান বলে জানা গিয়েছে ৷ তার পরই নড়েচড়ে বসেন লালবাজারের শীর্ষকর্তারা ৷ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ তীর্থঙ্কর দে-কে পাটুলি থানার ওসির পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে ৷

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সর্বস্তরে সমালোচিত কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন ৷ সেই পরিস্থিতিতে পাটুলি থানার ওসি-র এই মন্তব্য বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ৷

Patuli PS OC social media post against CPIM
ফেসবুকে সিপিএমকে আক্রমণ পাটুলি থানার ওসির (নিজস্ব চিত্র)

সোশাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো আচরণ করেছেন তীর্থঙ্কর দে ৷ যদিও পুলিশের এই আধিকারিকই প্রথম নন, এর আগে অনেককে প্রকাশ্যে শাসক দলের মঞ্চে উর্দি পরে দেখা গিয়েছে ৷ এমনকী শাসক দলের শীর্ষসারির নেতা পা ছুঁয়ে প্রণামও করতে দেখা গিয়েছে উর্দি পরা অবস্থায় ৷

তার পরও সেই সব আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই এক্ষেত্রে বিভাগীয় তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত কী পদক্ষেপ ওই আধিকারিকের বিরুদ্ধে কলকাতা পুলিশ নেয়, সেটাই দেখার ! এই বিষয়ে লালবাজারের কোনও আধিকারিক কোনোরকমের মন্তব্য করতে চাননি ।

তবে কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক নাম না-প্রকাশ করার শর্তে বলেন, ‘‘পুলিশের থেকে এই ধরনের বিষয় একেবারেই কাম্য নয় । তিনি কেন পোস্টটি করলেন, সেটি আগে জানা প্রয়োজন । তদন্তে সত্য উঠে আসবে । তারপরেই তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে ।’’

কলকাতা, 12 সেপ্টেম্বর: সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে পোস্ট করে বিতর্কে কলকাতা পুলিশের এক আধিকারিক ৷ ওই আধিকারিকের নাম তীর্থঙ্কর দে ৷ তিনি পাটুলি থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে কর্মরত ৷ পোস্টটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় লালবাজার ৷ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ৷ সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিককে ৷

পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে বুধবার মাঝরাতে সোশাল মিডিয়ায় ওই পোস্টটি করেন ৷ সেখানে তিনি লেখেন, "একটা কথা বলি কমরেড । তোরা যতই আন্দোলন কর । শূন্য ছিলিস শূন্যই থাকবি ৷" সঙ্গে সঙ্গে ওই পোস্ট ভাইরাল হয়ে যায় ৷ সমালোচনার ঝড় ওঠে ৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে এই পোস্ট করেন, সেই প্রশ্নই উঠতে শুরু করে ৷

বিষয়টি নজরে পড়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের৷ লালবাজারেও ফোন করে বেশ কয়েকজন অভিযোগ জানান বলে জানা গিয়েছে ৷ তার পরই নড়েচড়ে বসেন লালবাজারের শীর্ষকর্তারা ৷ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ তীর্থঙ্কর দে-কে পাটুলি থানার ওসির পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে ৷

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সর্বস্তরে সমালোচিত কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন ৷ সেই পরিস্থিতিতে পাটুলি থানার ওসি-র এই মন্তব্য বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ৷

Patuli PS OC social media post against CPIM
ফেসবুকে সিপিএমকে আক্রমণ পাটুলি থানার ওসির (নিজস্ব চিত্র)

সোশাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো আচরণ করেছেন তীর্থঙ্কর দে ৷ যদিও পুলিশের এই আধিকারিকই প্রথম নন, এর আগে অনেককে প্রকাশ্যে শাসক দলের মঞ্চে উর্দি পরে দেখা গিয়েছে ৷ এমনকী শাসক দলের শীর্ষসারির নেতা পা ছুঁয়ে প্রণামও করতে দেখা গিয়েছে উর্দি পরা অবস্থায় ৷

তার পরও সেই সব আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই এক্ষেত্রে বিভাগীয় তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত কী পদক্ষেপ ওই আধিকারিকের বিরুদ্ধে কলকাতা পুলিশ নেয়, সেটাই দেখার ! এই বিষয়ে লালবাজারের কোনও আধিকারিক কোনোরকমের মন্তব্য করতে চাননি ।

তবে কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক নাম না-প্রকাশ করার শর্তে বলেন, ‘‘পুলিশের থেকে এই ধরনের বিষয় একেবারেই কাম্য নয় । তিনি কেন পোস্টটি করলেন, সেটি আগে জানা প্রয়োজন । তদন্তে সত্য উঠে আসবে । তারপরেই তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.