আসানসোল, 30 জানুয়ারি: সাধারণ রং তুলির ছবি আমরা প্রায়শই দেখে থাকি । কিন্তু শ্লোকের মাধ্যমে ছবি ফুটিয়ে তোলা শুধুই কষ্টসাধ্যই নয়, বিস্ময়করও ! আসানসোলের যুবতি শ্বেতা প্রসাদ এমনই অসাধ্যসাধন করেছেন । রামায়ণের সুন্দরকাণ্ডের 60টি শ্লোক দিয়ে তিনি রাম-সীতা এবং হনুমানের ছবি এঁকেছেন । শ্বেতার আঁকা এই ছবিটি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ।
বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শ্বেতার বাড়ি গিয়ে ছবিটি দেখে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শ্বেতা এবং তাঁর পুরো পরিবারকে নিয়ে তিনি অযোধ্যায় রাম মন্দির দর্শন করিয়ে আনবেন । আসানসোল পৌরনিগমের 54 নম্বর ওয়ার্ডের অন্তুর্গত রাধানগর রোড ছিন্নমস্তা এলাকার বাসিন্দা শ্বেতা । বাবা বিজয় প্রসাদ শিক্ষক । বর্তমানে আসানসোল গার্লস কলেজে স্নাতক স্তরে পাঠরতা করছেন শ্বেতা । ছোট থেকেই ছবি আঁকার শখ । তবে সবসময় তাঁর ভাবনায় এসেছে অন্যরকম ছবি ।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি এঁকেছেন শ্বেতা । সেই প্রতিকৃতির মধ্যেই নরেন্দ্র মোদির জীবনের সব কাহিনি চিত্রায়িত করেছেন । যা দেখে সত্যিই চমকে যেতে হয় । এছাড়াও হনুমানের একটি ছবি এঁকেছেন শ্বেতা । তাতেও ছবির মধ্যেই কোলাজে হনুমানের সমস্ত লীলা কাহিনি এঁকে বর্ণনা করা হয়েছে ৷
এবার একটি বড় কাগজে রামায়ণের সুন্দরকাণ্ডের শ্লোকগুলি লিখেছেন শ্বেতা । আর সেই রংবেরঙের লেখার মধ্য দিয়েই ফুটে উঠেছে রাম-সীতা ও হনুমানের মুখ । এই বিষয়ে শিল্পী জানিয়েছেন, একমাস ধরে কঠোর পরিশ্রমে এই ছবি এঁকেছেন তিনি । সুন্দরকাণ্ডের 60টি শ্লোক লেখা হয়েছে এই ছবিতে । আর শ্লোকের মধ্যে স্পষ্ট রাম-সীতা ও হনুমানের অবয়ব ।
বিষয়টি জানতে পেরেই রাধানগর রোডে শ্বেতাদের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । এই ছবি দেখে তিনি বলেন, "আমাদের আসানসোলের কোনও শিল্পী এমন ছবি আঁকছেন এটা ভেবে আমার গর্ব হচ্ছে ।" অন্যদিকে বিজেপি নেতাকে হাতের সামনে পেয়ে শ্বেতার আবদার তাঁর এই ছবিটি যেন অযোধ্যায় রাম মন্দিরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ।
কৃষ্ণেন্দুবাবুও তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি অযোধ্যার রামমন্দির কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন । পাশাপাশি শ্বেতা-সহ তাঁর পরিবারের সবাইকে তিনি নিয়ে গিয়ে রাম মন্দিরের দর্শন করবার সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন ।
আরও পড়ুন :