ETV Bharat / state

বেতন বৃদ্ধি ও স্থায়ীকাজের দাবিতে ডিপিএল কারখানায় ঠিকা শ্রমিকদের আন্দোলন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 9:58 PM IST

Labour Agitation: বাম আমলের পরে আর বাড়েনি বেতন ৷ লোকসভা নির্বাচনের আগে বেতন বৃদ্ধি ও 30 দিনের কাজের দাবিতে দুর্গাপুরের ডিপিএল কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ৷

Labour Agitation
ডিপিএল কারখানায় ঠিকা শ্রমিকদের আন্দোলন

দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি: বেতন বৃদ্ধি-সহ বেশ কয়েক দফা দাবিতে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের ৷ বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ-র কর্মীরা ৷ শ্রমিকদের দাবি নূন্যতম বেতন 26 হাজার টাকা ও ঠিকা শ্রমিকদের 30 দিনের কাজ দিতে হবে ৷ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর (সিপিএম) সদস্য পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকরা ৷

পঙ্কজ রায় সরকারের দাবি, 2011 সাল তৃণমূল ক্ষমতায় এসেছে ৷ তারপর থেকে যতবার তাপবিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন, বাধা দিয়েছে শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী জোর করে তাদের সরিয়ে দিয়েছে আন্দোলন থেকে । আজ তাপবিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানানোর সুযোগ পেল বলে জানিয়েছেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ৷ প্রসঙ্গত, 2009 সালে বাম সরকার ক্ষমতায় থাকার সময় শেষবার বেতনচুক্তি হয়েছিল এই তাপবিদ্যুৎ কারখানার ঠিকা শ্রমিকদের । তারপর দামোদর দিয়ে বহু জল গড়ালেও আর দীর্ঘ প্রায় 15 বছরে ঠিকা কর্মীদের বেতন চুক্তি হয়নি ।

এদিন ন্যায্য অধিকারের দাবিতে বিক্ষোভ জানান ঠিকা-কর্মীরা । দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিক্ষোভে দেখায় সিটু । সিপিএমের এই শ্রমিক সংগঠনের দাবি, ঠিকা শ্রমিকদের 30 দিনের কাজ দিতে হবে। নূন্যতম মাসিক বেতন 26 হাজার টাকা দিতে হবে । সিটু নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, "ডিপিএলের আবাসন বেআইনি দখলদারদের হাতে চলে গিয়েছে । অবিলম্বে এই আবাসনগুলিকে খালি করে ঠিকা শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে হবে ।

এদিনের বিক্ষোভ প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "রাজ্য সরকারের তাপ বিদ্যুৎ কারখানায় ঠিকা কর্মীদের জন্য আজ সিআইটিইউ নাটুকে কান্না কাঁদছে । ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট সরকার এই কারখানাকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রকারে এই কারখানাকে বাঁচিয়ে রেখেছেন। তাই ভোটের মুখে শ্রমিকদের মন জয় করতে বামেদের এই নাটক। কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা আমাদের সঙ্গেই আছেন।"

বর্তমানে রাজ্য সরকারের এই তাপ বিদ্যুৎ কারখানায় প্রায় 1400 ঠিকা শ্রমিক রয়েছে। যাদের মাসিক বেতন এই মুহূর্তে 7200 টাকা। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই তাপ বিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকদের এই আন্দোলন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহলে ।

আরও পড়ুন:

  1. শ্রমিক আন্দোলন জয়, বোনাস দিতে রাজি দুর্গাপুর ইস্পাত কারখানা
  2. অতিরিক্ত সময় কাজ, মিলছে না মজুরি; মালদায় শ্রমিক বিক্ষোভ
  3. বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ, কারখানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী শ্রমিকরা

দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি: বেতন বৃদ্ধি-সহ বেশ কয়েক দফা দাবিতে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের ৷ বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ-র কর্মীরা ৷ শ্রমিকদের দাবি নূন্যতম বেতন 26 হাজার টাকা ও ঠিকা শ্রমিকদের 30 দিনের কাজ দিতে হবে ৷ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর (সিপিএম) সদস্য পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকরা ৷

পঙ্কজ রায় সরকারের দাবি, 2011 সাল তৃণমূল ক্ষমতায় এসেছে ৷ তারপর থেকে যতবার তাপবিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন, বাধা দিয়েছে শাসকদল ৷ তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী জোর করে তাদের সরিয়ে দিয়েছে আন্দোলন থেকে । আজ তাপবিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানানোর সুযোগ পেল বলে জানিয়েছেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ৷ প্রসঙ্গত, 2009 সালে বাম সরকার ক্ষমতায় থাকার সময় শেষবার বেতনচুক্তি হয়েছিল এই তাপবিদ্যুৎ কারখানার ঠিকা শ্রমিকদের । তারপর দামোদর দিয়ে বহু জল গড়ালেও আর দীর্ঘ প্রায় 15 বছরে ঠিকা কর্মীদের বেতন চুক্তি হয়নি ।

এদিন ন্যায্য অধিকারের দাবিতে বিক্ষোভ জানান ঠিকা-কর্মীরা । দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিক্ষোভে দেখায় সিটু । সিপিএমের এই শ্রমিক সংগঠনের দাবি, ঠিকা শ্রমিকদের 30 দিনের কাজ দিতে হবে। নূন্যতম মাসিক বেতন 26 হাজার টাকা দিতে হবে । সিটু নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, "ডিপিএলের আবাসন বেআইনি দখলদারদের হাতে চলে গিয়েছে । অবিলম্বে এই আবাসনগুলিকে খালি করে ঠিকা শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে হবে ।

এদিনের বিক্ষোভ প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "রাজ্য সরকারের তাপ বিদ্যুৎ কারখানায় ঠিকা কর্মীদের জন্য আজ সিআইটিইউ নাটুকে কান্না কাঁদছে । ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট সরকার এই কারখানাকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রকারে এই কারখানাকে বাঁচিয়ে রেখেছেন। তাই ভোটের মুখে শ্রমিকদের মন জয় করতে বামেদের এই নাটক। কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা আমাদের সঙ্গেই আছেন।"

বর্তমানে রাজ্য সরকারের এই তাপ বিদ্যুৎ কারখানায় প্রায় 1400 ঠিকা শ্রমিক রয়েছে। যাদের মাসিক বেতন এই মুহূর্তে 7200 টাকা। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই তাপ বিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিকদের এই আন্দোলন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহলে ।

আরও পড়ুন:

  1. শ্রমিক আন্দোলন জয়, বোনাস দিতে রাজি দুর্গাপুর ইস্পাত কারখানা
  2. অতিরিক্ত সময় কাজ, মিলছে না মজুরি; মালদায় শ্রমিক বিক্ষোভ
  3. বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ, কারখানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী শ্রমিকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.