ETV Bharat / state

সাহায্য করুন, রাজ্য বা জাতীয়স্তরে পদে আনব; কুণালকে প্রস্তাব কল্যাণের - Kunal Accuses Kalyan - KUNAL ACCUSES KALYAN

Kunal Accuses Kalyan: মানিকতলা উপনির্বাচনে জিততে তাঁর সহযোগিতা চেয়ে বিনিময়ে বিশেষ সুবিধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কুণাল ঘোষ ৷ একটি অডিয়ো রেকর্ডও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷

ETV BHARAT
মানিকতলায় জিততে কুণালকে ঘুষের প্রস্তাব কল্যাণ চৌবের ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 5:29 PM IST

Updated : Jul 9, 2024, 5:59 PM IST

কলকাতা, 9 জুলাই: মানিকতলা উপনির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ । তাঁর অভিযোগ, কল্যাণ চৌবে ভোটে সাহায্য করার বিনিময়ে তাঁকে বিশেষ সুবিধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে সাহায্য করতে বলা হয়েছে কুণালকে ৷ আর তার বিনিময়ে কল্যাণ চৌবে তাঁকে খেলায় রাজ্য বা জাতীয় স্তরে বড় কোনও পদে আনা হবে বলে প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ ৷

এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়ে সামাজিক মাধ্যমে একটি অডিয়োও পোস্ট করেছেন মানিকতলা উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূলের কমিটির আহ্বায়ক ৷ যদিও এই অডিয়োর সত্যতা বিচার করেনি ইটিভি ভারত ৷ কুণাল ঘোষের অভিযোগ, তাঁকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । টেলিফোনে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে এনেছেন তৃণমূল নেতা । তাঁর অভিযোগ, অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে সাহায্য করতে বলা হয়েছে তাঁকে ৷ আর তার বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দিয়েছেন এআইএফএফ সভাপতি । তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি কুণাল ঘোষের ।

সামাজিক মাধ্যমে অডিয়োটি পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। কুণাল বলেন, "যে কোনও কেন্দ্রের ভোটপ্রার্থী যে কোনও রাজনৈতিক দলের সদস্য, নেতা বা পদাধিকারীকে ফোন করতেই পারেন । সাহায্য প্রার্থনা করতেই পারেন । কিন্তু, দলের মধ্যে অন্তর্ঘাতের বিনিময়ে কল্যাণ চৌবে যেভাবে আমাকে প্রস্তাব দিয়েছেন, খেলার জগতে পদের অফার করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় । মানিকতলাতে কল্যাণ চৌবে হারবেন এটা নিশ্চিত ।"

সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল ঘোষ তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামানোর চেষ্টায় রয়েছেন ৷ আর সেজন্যই তাঁকে সরাতে মরিয়া বিজেপি । কল্যাণ চৌবে এআইএফএফ সভাপতির পদে আছেন । আর সেই পদের অপব্যবহার করে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে বড় পদের অফার দেওয়া হল বলে অভিযোগ করেছে তৃণমূল । কুণাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, "এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয় ।"

মানিকতলার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর প্রায় দু'বছর কেটে গিয়েছে । বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার কারণে এই কেন্দ্রে এতদিন নির্বাচন করা সম্ভব হয়নি । পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে । আগামিকাল ওই কেন্দ্রে ভোটগ্রহণ । তার আগে কুণাল ঘোষের অভিযোগকে ঘিরে সরগরম হল ভোটের আবহ ৷

কলকাতা, 9 জুলাই: মানিকতলা উপনির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ । তাঁর অভিযোগ, কল্যাণ চৌবে ভোটে সাহায্য করার বিনিময়ে তাঁকে বিশেষ সুবিধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে সাহায্য করতে বলা হয়েছে কুণালকে ৷ আর তার বিনিময়ে কল্যাণ চৌবে তাঁকে খেলায় রাজ্য বা জাতীয় স্তরে বড় কোনও পদে আনা হবে বলে প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ ৷

এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়ে সামাজিক মাধ্যমে একটি অডিয়োও পোস্ট করেছেন মানিকতলা উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূলের কমিটির আহ্বায়ক ৷ যদিও এই অডিয়োর সত্যতা বিচার করেনি ইটিভি ভারত ৷ কুণাল ঘোষের অভিযোগ, তাঁকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । টেলিফোনে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে এনেছেন তৃণমূল নেতা । তাঁর অভিযোগ, অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে সাহায্য করতে বলা হয়েছে তাঁকে ৷ আর তার বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দিয়েছেন এআইএফএফ সভাপতি । তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি কুণাল ঘোষের ।

সামাজিক মাধ্যমে অডিয়োটি পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। কুণাল বলেন, "যে কোনও কেন্দ্রের ভোটপ্রার্থী যে কোনও রাজনৈতিক দলের সদস্য, নেতা বা পদাধিকারীকে ফোন করতেই পারেন । সাহায্য প্রার্থনা করতেই পারেন । কিন্তু, দলের মধ্যে অন্তর্ঘাতের বিনিময়ে কল্যাণ চৌবে যেভাবে আমাকে প্রস্তাব দিয়েছেন, খেলার জগতে পদের অফার করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় । মানিকতলাতে কল্যাণ চৌবে হারবেন এটা নিশ্চিত ।"

সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল ঘোষ তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামানোর চেষ্টায় রয়েছেন ৷ আর সেজন্যই তাঁকে সরাতে মরিয়া বিজেপি । কল্যাণ চৌবে এআইএফএফ সভাপতির পদে আছেন । আর সেই পদের অপব্যবহার করে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে বড় পদের অফার দেওয়া হল বলে অভিযোগ করেছে তৃণমূল । কুণাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, "এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয় ।"

মানিকতলার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর প্রায় দু'বছর কেটে গিয়েছে । বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার কারণে এই কেন্দ্রে এতদিন নির্বাচন করা সম্ভব হয়নি । পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে । আগামিকাল ওই কেন্দ্রে ভোটগ্রহণ । তার আগে কুণাল ঘোষের অভিযোগকে ঘিরে সরগরম হল ভোটের আবহ ৷

Last Updated : Jul 9, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.