কলকাতা, 13 সেপ্টেম্বর: ভয়ানক চক্রান্তের অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ শুক্রবার প্রথমে সোশাল মিডিয়ায় ও পরে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন তিনি ৷ তাঁর অভিযোগ, বাম যুব সংগঠন এবং এক অতিবাম সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর এই হামলা চালানোর চক্রান্ত করছে ৷ কুণালের দাবি, তাদের উদ্দেশ্যে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে বামেরা ৷ কুণালের এই সাংবাদিক বৈঠকের কয়েকঘণ্টার মধ্যেই বিধাননগর পুলিশ ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷
এ দিন কুণাল ঘোষ বলেন, "একটি অডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যার মাধ্যমে জানা যাচ্ছে একটি বাম যুব সংগঠন এবং একটি অতিবাম সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত করছে ৷ জুনিয়র ডাক্তারদের উপর হামলা হলে, গোটা দায় আসবে পশ্চিমবঙ্গ সরকারের উপর ৷" এই দাবিতে তিনি পুলিশ প্রশাসনকে, সতর্ক থাকার অনুরোধ করেছেন ৷
শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম-অতি বামদের দায়ী করে সাবধান করলেন। এ নিয়ে একটি অডিয়ো রেকর্ডও প্রকাশ করেছেন তিনি। মূলত সরকার এবং তৃণমূলকে ভিলেন প্রমাণ করতেই এই ছক, বলছেন তিনি। তিনি এমনটাও দাবি করেছেন, সরকারের উপর দায় ছাপাতেই বহিরাগত দিয়ে হামলার ছক কথা হয়েছিল। এদিন সোশাল মিডিয়ার পোস্টে তৃণমূল নেতা দাবি করেছেন, বামেদের সূত্রেই এই অডিয়ো ক্লিপ হাতে এসেছে তাঁর ৷ কুণাল পোস্টে সেই কথোপকথনের খানিকটা অংশ তুলে ধরে লিখেছেন, "সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে ৷ অর্ডার করলে উড়িয়ে দে।"
কুণাল নিজের বক্তব্যে পোস্টে লেখেন, "ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই ৷ রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত ৷ ডাক্তারদের ধরনায় হামলার ৷ ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবদেরও ৷ পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা ৷ পুলিশ, প্রশাসন নজর দিন ৷ ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক ৷ একটু পরে আরও কিছু অংশ দেব ৷ সব ওই শিবির থেকেই 'লিক' করছে ৷ কারণ, ওদিকেও দু-একজন এই ভয়ানক খেলায় ঢুকতে দ্বিধাগ্রস্ত ৷"
এদিন সাংবাদিক বৈঠক করেও সেই অডিয়ো ক্লিপ শুনিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, "দ্রুত ধরনার স্থলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হোক ৷ তাঁদের খাবার দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসছেন, এর মধ্য থেকে হঠাৎ তাঁদের কিছু হয়ে গেলে, তার দায় কে নেবে ! সব দায় এসে পড়বে সরকারের উপর ৷ তাই এই বিষয়ে এখনই সতর্কতা জরুরি ৷" ইতিমধ্যে, বিধাননগর কমিশনারেট ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷ পাশাপাশি, জানান হয়েছে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তারা বদ্ধপরিকর ৷