ETV Bharat / state

বাড়ির নীচের সুড়ঙ্গ পথে কোথায় পালালেন কুলতলির সাদ্দাম, খুঁজছে পুলিশ - Secret Tunnel in Kultali - SECRET TUNNEL IN KULTALI

Secret Tunnel in Kultali: সোমবার সকালে কুলতলির পায়তার হাটে প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম লস্করকে ধরতে যায় পুলিশ ৷ তখন পুুলিশকে লক্ষ্য করে গুলি করা হয় ৷ সেই সুযোগে বাড়ির নিচে তৈরি করা সুড়ঙ্গ পথে পালিয়ে যান সাদ্দাম ৷ সন্ধ্য়ায় তল্লাশির সময় সেই সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ ৷ যা দেখে হতবাক তদন্তকারীরা ৷ এখন পুলিশ খুঁজছে যে সুড়ঙ্গ পথে কোথায় পালালেন সাদ্দাম ?

Secret Tunnel in Kultali
সাদ্দাম লস্করের বাড়ির গোপন সুড়ঙ্গ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 2:12 PM IST

Updated : Jul 16, 2024, 3:59 PM IST

কুলতলি, 16 জুলাই: প্রতারণায় অভিযুক্তের বাড়ির নিচে সুড়ঙ্গ ৷ সেই সুড়ঙ্গ মিশেছে একটি খালে ৷ যা দেখে হতবাক তদন্তকারীরা ৷ তাঁদের ধারণা, সোমবার ওই সুড়ঙ্গপথেই প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম লস্কর পালিয়ে গিয়েছেন ৷ কিন্তু পালিয়ে কোথায় গেলেন তিনি, আপাতত সেটাই খুঁজছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ৷

বাড়ির নীচের সুড়ঙ্গ পথে কোথায় পালালেন কুলতলির সাদ্দাম, খুঁজছে পুলিশ (ইটিভি ভারত)

উল্লেখ্য, সোমবার সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় প্রতারণা চক্রের এক অভিযুক্তকে ধরতে যায় স্থানীয় থানার পুলিশ ৷ সাদ্দাম লস্কর নামে ওই অভিযুক্তের বাড়ি কুলতলির জালাবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতে পায়তার হাট এলাকায় । সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷

এই ঘটনায় প্রথমে দু’জনকে আটক করে পুলিশ ৷ তার পর তল্লাশি চালায় সাদ্দাম লস্করের বাড়িতে ৷ সেই তল্লাশি অভিযান চালানোর সময় সাদ্দামের বাড়ির নিচে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ ৷ তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সাদ্দামের বাড়ির যে ঘরে সুড়ঙ্গ রয়েছে, তা খুঁজে বের করা খুব দুষ্কর ৷ কারণ, ওই ঘরে থাকা একটি খাটের নিচে রয়েছে এই সুড়ঙ্গ ৷

Secret Tunnel in Kultali
সাদ্দাম লস্করের বাড়ির নিচের সুড়ঙ্গ মিশেছে এই খালেই৷ (নিজস্ব চিত্র)

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই সুড়ঙ্গ গিয়ে মিশেছে একটি খালে ৷ ওই খালে ডিঙি বা নৌকা ছিল ৷ তা ব্যবহার করেই পালিয়েছেন সাদ্দাম ৷ কিন্তু তিনি কোনদিকে গেলেন ? খালের একদিক ধরে জয়নগরের দিকে যাওয়া যায় ৷ অন্যদিক ধরে মাতলা নদীতে পৌঁছানো যায় ৷ মঙ্গলবার পুলিশ দু’দিকেই তল্লাশি শুরু করেছে ৷

তদন্তকারীরা মনে করছেন, সাদ্দামের মাতলা হয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ৷ সেই কারণে মাতলা সংলগ্ন দ্বীপগুলিতে তল্লাশি শুরু করেছে বারুইপুর পুলিশ ৷ পাশাপাশি উপকূলবর্তী থানাগুলিকেই সতর্ক করা হয়েছে ৷ পুলিশের অনুমান, ওই দিকেও পালানোর চেষ্টা করতে পারেন সাদ্দাম ৷

Secret Tunnel in Kultali
সাদ্দাম লস্কর এই পথ ধরেই পালিয়েছে বলে অনুমান পুলিশের (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সোশাল মিডিয়ায় সোনার মূর্তি বিক্রির বিজ্ঞাপন দিতেন ৷ সেই বিজ্ঞাপন দেখে কেউ তাঁর বাড়িতে সোনার মূর্তি কিনতে গেলে সেই ব্যক্তির সর্বস্ব লুঠ করা হতো ৷ এই নিয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে সাদ্দামের বাড়িতে যায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সুড়ঙ্গ পথে পালিয়ে যান সাদ্দাম ৷

পুলিশের প্রশ্ন, প্রতারণার কাজে অভিযুক্তের বাড়িতে এমন সুড়ঙ্গ কেন তৈরি করা হল ? শুধুই কি পালানোর জন্য তা ব্য়বহার করা হল ? নাকি জলপথে ওই সুড়ঙ্গ দিয়ে আরও বড় কোনও অপরাধের ঘটনা ঘটাতো সাদ্দাম ৷ আপাতত পুলিশ সেগুলি খতিয়ে দেখছে ৷

কুলতলি, 16 জুলাই: প্রতারণায় অভিযুক্তের বাড়ির নিচে সুড়ঙ্গ ৷ সেই সুড়ঙ্গ মিশেছে একটি খালে ৷ যা দেখে হতবাক তদন্তকারীরা ৷ তাঁদের ধারণা, সোমবার ওই সুড়ঙ্গপথেই প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম লস্কর পালিয়ে গিয়েছেন ৷ কিন্তু পালিয়ে কোথায় গেলেন তিনি, আপাতত সেটাই খুঁজছেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ৷

বাড়ির নীচের সুড়ঙ্গ পথে কোথায় পালালেন কুলতলির সাদ্দাম, খুঁজছে পুলিশ (ইটিভি ভারত)

উল্লেখ্য, সোমবার সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় প্রতারণা চক্রের এক অভিযুক্তকে ধরতে যায় স্থানীয় থানার পুলিশ ৷ সাদ্দাম লস্কর নামে ওই অভিযুক্তের বাড়ি কুলতলির জালাবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতে পায়তার হাট এলাকায় । সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷

এই ঘটনায় প্রথমে দু’জনকে আটক করে পুলিশ ৷ তার পর তল্লাশি চালায় সাদ্দাম লস্করের বাড়িতে ৷ সেই তল্লাশি অভিযান চালানোর সময় সাদ্দামের বাড়ির নিচে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ ৷ তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সাদ্দামের বাড়ির যে ঘরে সুড়ঙ্গ রয়েছে, তা খুঁজে বের করা খুব দুষ্কর ৷ কারণ, ওই ঘরে থাকা একটি খাটের নিচে রয়েছে এই সুড়ঙ্গ ৷

Secret Tunnel in Kultali
সাদ্দাম লস্করের বাড়ির নিচের সুড়ঙ্গ মিশেছে এই খালেই৷ (নিজস্ব চিত্র)

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই সুড়ঙ্গ গিয়ে মিশেছে একটি খালে ৷ ওই খালে ডিঙি বা নৌকা ছিল ৷ তা ব্যবহার করেই পালিয়েছেন সাদ্দাম ৷ কিন্তু তিনি কোনদিকে গেলেন ? খালের একদিক ধরে জয়নগরের দিকে যাওয়া যায় ৷ অন্যদিক ধরে মাতলা নদীতে পৌঁছানো যায় ৷ মঙ্গলবার পুলিশ দু’দিকেই তল্লাশি শুরু করেছে ৷

তদন্তকারীরা মনে করছেন, সাদ্দামের মাতলা হয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ৷ সেই কারণে মাতলা সংলগ্ন দ্বীপগুলিতে তল্লাশি শুরু করেছে বারুইপুর পুলিশ ৷ পাশাপাশি উপকূলবর্তী থানাগুলিকেই সতর্ক করা হয়েছে ৷ পুলিশের অনুমান, ওই দিকেও পালানোর চেষ্টা করতে পারেন সাদ্দাম ৷

Secret Tunnel in Kultali
সাদ্দাম লস্কর এই পথ ধরেই পালিয়েছে বলে অনুমান পুলিশের (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সোশাল মিডিয়ায় সোনার মূর্তি বিক্রির বিজ্ঞাপন দিতেন ৷ সেই বিজ্ঞাপন দেখে কেউ তাঁর বাড়িতে সোনার মূর্তি কিনতে গেলে সেই ব্যক্তির সর্বস্ব লুঠ করা হতো ৷ এই নিয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে সাদ্দামের বাড়িতে যায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সুড়ঙ্গ পথে পালিয়ে যান সাদ্দাম ৷

পুলিশের প্রশ্ন, প্রতারণার কাজে অভিযুক্তের বাড়িতে এমন সুড়ঙ্গ কেন তৈরি করা হল ? শুধুই কি পালানোর জন্য তা ব্য়বহার করা হল ? নাকি জলপথে ওই সুড়ঙ্গ দিয়ে আরও বড় কোনও অপরাধের ঘটনা ঘটাতো সাদ্দাম ৷ আপাতত পুলিশ সেগুলি খতিয়ে দেখছে ৷

Last Updated : Jul 16, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.