ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, প্রধান বিচারপতিকে আর্জি-চিঠি কৌস্তভের - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

Koustav Bagchi on Mamata Banerjee: আদালতকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কৌস্তভ বাগচি ৷ এই নিয়ে প্রধান বিচারপতিকে ই-মেল মারফত চিঠি দিয়েছেন এই আইনজীবী-বিজেপি নেতা ৷

Koustav Bagchi , মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতার বিরুদ্ধে হাইকোর্টে কৌস্তভ বাগচি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 8:02 PM IST

কলকাতা, 24 এপ্রিল: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমকে চিঠি দিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচি । এসএসসি নিয়োগ মামলার রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত বক্তব্য উল্লেখ করে চিঠি দিয়েছেন কৌস্তভ । তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা নেওয়ার আবেদন করেছেন প্রধান বিচারপতির কাছে । ই-মেল মারফত চিঠি পাঠানো হয়েছে । এসএসসির মামলার রায়দানের পর, রায়গঞ্জ থেকে আদালতের এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেটাই উল্লেখ করা হয়েছে চিঠিতে ।

চিঠিতে লেখা হয়েছে, "আদালতের কাজকর্মে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । সেখানে সরাসরি বলা হয়েছে বিজেপির অঙ্গুলিহেলনে আদালত এই রকম নির্দেশ দিচ্ছে । বিজেপি হাইকোর্টে পিআইল অর্থাৎ জনস্বার্থ মামলা করলেই বেল (জামিন) আর অন্য কেউ করলেই জেল হচ্ছে বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো । যিনি আদালতের বিরুদ্ধে এই ধরনের সম্মানজনক মন্তব্য করেছেন তিনি কোনও সাধারণ ব্যক্তি নন । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি যদি আদালতকে এইভাবে অসম্মান করেন, তাহলে সাধারণ জনমানসে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি একটা অবমাননাসূচক বার্তা যায় । সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই ঘটনায় স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করা ।"

প্রসঙ্গত, গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26 হাজার শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷ ফের নতুন করে নিয়োগের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ । সেই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী রায়গঞ্জের চাকুলিয়াতে একটি নির্বাচনী জনসভায় হাইকোর্টের রায়ের কড়া সমালোচনা করেন ৷

এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন । তিনি বলেন, "এই রায়ের ফলে প্রায় 2 লক্ষ মানুষের জীবনে রাতারাতি দুর্গতি নেমে আসবে । যে সমস্ত ছেলেমেয়েরা 8 বছর ধরে চাকরি করেছে তাদের হঠাৎ করে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে পুরো টাকা ফেরত দিতে হবে ! ভাবা যায় ! একজন এখন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাঁর নির্দেশ ছিল এটা । সুপ্রিম কোর্ট পুরোপুরি তাঁর নির্দেশ খারিজ করে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে আলাপ আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন । আরে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন ! বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে - রবীন্দ্রনাথ সেই কবে বলে গিয়েছিলেন ।"

আরও পড়ুন:

  1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  2. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  3. মমতার পদত্যাগ চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন উৎখাতের হুঁশিয়ারি

কলকাতা, 24 এপ্রিল: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমকে চিঠি দিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচি । এসএসসি নিয়োগ মামলার রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত বক্তব্য উল্লেখ করে চিঠি দিয়েছেন কৌস্তভ । তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা নেওয়ার আবেদন করেছেন প্রধান বিচারপতির কাছে । ই-মেল মারফত চিঠি পাঠানো হয়েছে । এসএসসির মামলার রায়দানের পর, রায়গঞ্জ থেকে আদালতের এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেটাই উল্লেখ করা হয়েছে চিঠিতে ।

চিঠিতে লেখা হয়েছে, "আদালতের কাজকর্মে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । সেখানে সরাসরি বলা হয়েছে বিজেপির অঙ্গুলিহেলনে আদালত এই রকম নির্দেশ দিচ্ছে । বিজেপি হাইকোর্টে পিআইল অর্থাৎ জনস্বার্থ মামলা করলেই বেল (জামিন) আর অন্য কেউ করলেই জেল হচ্ছে বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো । যিনি আদালতের বিরুদ্ধে এই ধরনের সম্মানজনক মন্তব্য করেছেন তিনি কোনও সাধারণ ব্যক্তি নন । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি যদি আদালতকে এইভাবে অসম্মান করেন, তাহলে সাধারণ জনমানসে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি একটা অবমাননাসূচক বার্তা যায় । সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই ঘটনায় স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করা ।"

প্রসঙ্গত, গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26 হাজার শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷ ফের নতুন করে নিয়োগের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ । সেই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী রায়গঞ্জের চাকুলিয়াতে একটি নির্বাচনী জনসভায় হাইকোর্টের রায়ের কড়া সমালোচনা করেন ৷

এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন । তিনি বলেন, "এই রায়ের ফলে প্রায় 2 লক্ষ মানুষের জীবনে রাতারাতি দুর্গতি নেমে আসবে । যে সমস্ত ছেলেমেয়েরা 8 বছর ধরে চাকরি করেছে তাদের হঠাৎ করে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে পুরো টাকা ফেরত দিতে হবে ! ভাবা যায় ! একজন এখন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাঁর নির্দেশ ছিল এটা । সুপ্রিম কোর্ট পুরোপুরি তাঁর নির্দেশ খারিজ করে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে আলাপ আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন । আরে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন ! বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে - রবীন্দ্রনাথ সেই কবে বলে গিয়েছিলেন ।"

আরও পড়ুন:

  1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  2. বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা
  3. মমতার পদত্যাগ চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন উৎখাতের হুঁশিয়ারি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.