ETV Bharat / state

সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টায় যুক্ত বিহারের আরও কয়েকজন গ্যাংস্টার ! - SUSHANTA GHOSH CASE

সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় বিহারের আরও কয়েকজন গ্যাংস্টার যুক্ত আছে বলে অনুমান করছেন গোয়েন্দারা ৷

ETV BHARAT
সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টায় ধৃত মহম্মদ ফুলবাবু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 6:36 PM IST

কলকাতা, 23 নভেম্বর: সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় সমস্তিপুরের ফুলবাবুকে গ্রেফতারের পর বিহারের আরও কয়েকজন গ্যাংস্টারের নাম পেয়েছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই এই নিয়ে বিহার পুলিশের সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । তাঁদের অনুমান, এই ঘটনায় বিহারের আরও কয়েকজন গ্যাংস্টার যুক্ত আছে । তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে লালবাজার ।

তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় শুক্রবার বিহারের সমস্তিপুর এলাকা থেকে মহম্মদ ফুলবাবু নামে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রুপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "আমাদের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে বিহারের সমস্তিপুরে গিয়ে মহম্মদ ফুলবাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে । তাকে বিহারের একটি আদালতে পেশ করা হয়েছে । ট্রানজিট রিমান্ডে পেয়েছি । তাকে কলকাতায় আনা হচ্ছে ।" ফুলবাবুকে নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল লালবাজার ।

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগে থেকেই বিহারের অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । এবার এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত গুলজারকে জেরা করে মহম্মদ ফুলবাবুকে গ্রেফতার করে লালবাজার । এই ঘটনায় প্রাথমিকভাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে যে, ঘটনার সময়ে মহম্মদ ফুলবাবু কলকাতাতেই ছিল । সে গুলশন কলোনিতে একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে ছিল বলে জানা গিয়েছে ।

কিছুদিন আগেই কসবার রাজডাঙায় নিজের বাড়ির সামনেই আক্রমণের মুখে পড়তে হয়েছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে । সেই ঘটনায় হাতেনাতে ধরা পড়ে এক যুবক । তার নাম যুবরাজ সিং । তার বাড়িও বিহারে । পরে এক ট্যাক্সিচালক ও ঘটনার মূল মাস্টারমাইন্ড গুলজারকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ ।

কলকাতা, 23 নভেম্বর: সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় সমস্তিপুরের ফুলবাবুকে গ্রেফতারের পর বিহারের আরও কয়েকজন গ্যাংস্টারের নাম পেয়েছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই এই নিয়ে বিহার পুলিশের সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । তাঁদের অনুমান, এই ঘটনায় বিহারের আরও কয়েকজন গ্যাংস্টার যুক্ত আছে । তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে লালবাজার ।

তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টার ঘটনায় শুক্রবার বিহারের সমস্তিপুর এলাকা থেকে মহম্মদ ফুলবাবু নামে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রুপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "আমাদের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে বিহারের সমস্তিপুরে গিয়ে মহম্মদ ফুলবাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে । তাকে বিহারের একটি আদালতে পেশ করা হয়েছে । ট্রানজিট রিমান্ডে পেয়েছি । তাকে কলকাতায় আনা হচ্ছে ।" ফুলবাবুকে নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল লালবাজার ।

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগে থেকেই বিহারের অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । এবার এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত গুলজারকে জেরা করে মহম্মদ ফুলবাবুকে গ্রেফতার করে লালবাজার । এই ঘটনায় প্রাথমিকভাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে যে, ঘটনার সময়ে মহম্মদ ফুলবাবু কলকাতাতেই ছিল । সে গুলশন কলোনিতে একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে ছিল বলে জানা গিয়েছে ।

কিছুদিন আগেই কসবার রাজডাঙায় নিজের বাড়ির সামনেই আক্রমণের মুখে পড়তে হয়েছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে । সেই ঘটনায় হাতেনাতে ধরা পড়ে এক যুবক । তার নাম যুবরাজ সিং । তার বাড়িও বিহারে । পরে এক ট্যাক্সিচালক ও ঘটনার মূল মাস্টারমাইন্ড গুলজারকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.