কলকাতা, 24 এপ্রিল: লালবাজারে রাজারামকে জেরা করে বিস্ফোরণ তথ্য হাতে পেল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । জানা গিয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসতঅ্যাপে প্রথমে মেসেজ করে রাজারাম । সাংসদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে সে । কিন্তু সেখান থেকে কোনও উত্তর না পেয়ে অবশেষে অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করে রাজারাম ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের এক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয় জানান, রাজারামকে লাগাতার জেরা করে জানা গিয়েছে গত 19 এপ্রিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ফেসটাইম'-এ যোগাযোগ করে সে । সেখানে তাঁর সঙ্গে দেখা করতে চায় বলে জানিয়েছিল রাজারাম । এমনকী, সাংসদকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে । কোনও ইতিবাচক উত্তর না পেয়ে 20 এপ্রিল সাংসদের আপ্তসহায়ককে ফোন করে অভিযুক্ত । গোয়েন্দা পুলিশের সন্দেহ, কাউকে সঙ্গে নিয়ে সে অভিষেকের দেখা করতে চেয়েছিল । তদন্তকারীদের সন্দেহ, এরপরেই সাংসদের উপর হামলার ছক কষেছিল সে ।
রাজারাম গত 18 এপ্রিল কলকাতায় আসে ৷ এরপর নিউমার্কেটের একটি হোটেলে ওঠে ৷ 22 এপ্রিল হোটেল ছাড়ার কথা থাকলেও 20 এপ্রিল অনলাইনে সমস্ত বিল মিটিয়ে কলকাতা ছেড়ে মুম্বই চলে যায় সে । ইতিমধ্যেই রাজারাম রেগের মোবাইল থেকে যে সন্দেহজনক চারজনের নাম-পরিচয় পেয়েছেন তদন্তকারীরা, তাদের আজ লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ।
এর আগেই রাজারাম সম্পর্কে বিস্ফোরক তথ্য় পেয়েছিলেন কলকাতা পুলিশের এসটিএফ শাখার গোয়েন্দারা ৷ তাঁরা জানতে পেরেছিলেন 2008 ,সালে মুম্বই হামলার মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যোগ রয়েছে রাজারামের ৷
আরও পড়ুন :