ETV Bharat / state

বিহারের অস্ত্র তৈরির কারখানায় কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, ধৃত পাঁচ - Kolkata Police STF - KOLKATA POLICE STF

Kolkata Police STF: সোমবার মধ্যরাতে বিহারের একটি অস্ত্র তৈরির কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ ৷ সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷

Kolkata Police STF
বিহারের অস্ত্র তৈরির কারখানায় কলকাতা পুলিশের এসটিএফের অভিযান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 3:54 PM IST

কলকাতা, 30 জুলাই: বিহারে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র ৷ তার পর তা পাচার হয়ে আসছে পশ্চিমবঙ্গে ৷ চলে যাচ্ছে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুষ্কৃতীদের হাতে ৷ আগ্নেয়াস্ত্র পাচারের এই চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্যে পেলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা ৷

এই সাফল্য বাংলায় নয়, এসেছে পড়শি রাজ্য বিহারে অভিযান চালিয়ে ৷ সোমবার মধ্যরাতে ওই রাজ্যের একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ ৷ গ্রেফতার করা হয় পাঁচজনকে ৷ উদ্ধার করা হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷ কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করেই এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের তরফে ৷

ইটিভি ভারতকে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (এসটিএফ) ভি সোলেমন নেশাকুমার বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল । ভালোভাবে পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার পর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় । পরে কলকাতা ও বিহার পুলিশ একসঙ্গে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য আসে ।’’

তিনি জানান, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম মহম্মদ চাঁদ ওরফে দুমু, মহম্মদ ইরফান, মহম্মদ শাহিদ আলম, অখিলেশ কৌশল ও মহম্মদ পারওয়ান ৷ দুমু, ইরফান ও আলম বিহারের মুঙ্গেরের বাসিন্দা ৷ ভি সোলেমন নেশাকুমার বলেন, ‘‘তাদের কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে । মূলত, এটি একটি আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচারকারী চক্র বলে মনে করা হচ্ছে । তবে বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য ধৃতদের আগে জেরা করা প্রয়োজন ।’’

সোমবার মধ্যরাতে বিহারের যে এলাকায় তল্লাশি চালানো হয়, তা স্থানীয় মাধারাও থানা এলাকার মধ্যে পড়ছে ৷ সেখানে থাকা আগ্নেয়াস্ত্র তৈরির ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে একাধিক কার্তুজ এবং 7.65 সেমি আগ্নেয়াস্ত্র ৷ এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু লেদ মেশিন ও লোহার পাইপ ৷ সেগুলি অস্ত্র তৈরি করতে সাহায্য করে ৷ আর পাওয়া গিয়েছে একাধিক নথিপত্র ।

এই নিয়ে কলকাতা পুলিশের বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর, সেগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে চাইছেন যে এই আগ্নেয়াস্ত্র পাচার শিকড় কোথায় রয়েছে ? এই পাচারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ?

উল্লেখ্য, কলকাতা পুলিশ সূত্রে খবর যে সম্প্রতি কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল । তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন যে বিহার-ছত্রিশগড়ে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচার করা হচ্ছে ৷ এই তথ্য পাওয়ার পর তদন্তকারীরা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ তার পরই এই অভিযান বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 30 জুলাই: বিহারে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র ৷ তার পর তা পাচার হয়ে আসছে পশ্চিমবঙ্গে ৷ চলে যাচ্ছে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুষ্কৃতীদের হাতে ৷ আগ্নেয়াস্ত্র পাচারের এই চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্যে পেলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা ৷

এই সাফল্য বাংলায় নয়, এসেছে পড়শি রাজ্য বিহারে অভিযান চালিয়ে ৷ সোমবার মধ্যরাতে ওই রাজ্যের একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ ৷ গ্রেফতার করা হয় পাঁচজনকে ৷ উদ্ধার করা হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷ কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করেই এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের তরফে ৷

ইটিভি ভারতকে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (এসটিএফ) ভি সোলেমন নেশাকুমার বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল । ভালোভাবে পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার পর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় । পরে কলকাতা ও বিহার পুলিশ একসঙ্গে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য আসে ।’’

তিনি জানান, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম মহম্মদ চাঁদ ওরফে দুমু, মহম্মদ ইরফান, মহম্মদ শাহিদ আলম, অখিলেশ কৌশল ও মহম্মদ পারওয়ান ৷ দুমু, ইরফান ও আলম বিহারের মুঙ্গেরের বাসিন্দা ৷ ভি সোলেমন নেশাকুমার বলেন, ‘‘তাদের কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে । মূলত, এটি একটি আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচারকারী চক্র বলে মনে করা হচ্ছে । তবে বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য ধৃতদের আগে জেরা করা প্রয়োজন ।’’

সোমবার মধ্যরাতে বিহারের যে এলাকায় তল্লাশি চালানো হয়, তা স্থানীয় মাধারাও থানা এলাকার মধ্যে পড়ছে ৷ সেখানে থাকা আগ্নেয়াস্ত্র তৈরির ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে একাধিক কার্তুজ এবং 7.65 সেমি আগ্নেয়াস্ত্র ৷ এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু লেদ মেশিন ও লোহার পাইপ ৷ সেগুলি অস্ত্র তৈরি করতে সাহায্য করে ৷ আর পাওয়া গিয়েছে একাধিক নথিপত্র ।

এই নিয়ে কলকাতা পুলিশের বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর, সেগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে চাইছেন যে এই আগ্নেয়াস্ত্র পাচার শিকড় কোথায় রয়েছে ? এই পাচারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ?

উল্লেখ্য, কলকাতা পুলিশ সূত্রে খবর যে সম্প্রতি কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল । তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন যে বিহার-ছত্রিশগড়ে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচার করা হচ্ছে ৷ এই তথ্য পাওয়ার পর তদন্তকারীরা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ তার পরই এই অভিযান বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.