কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের বিশেষ একটি প্রকল্পের নাম হল 'প্রণাম'। এবার এই 'প্রণাম' প্রকল্পের আওতাধীন শহরের প্রবীণ নাগরিকরা পেতে চলেছেন হাসপাতালের তরফ থেকে কিছু বাড়তি সুযোগ-সুবিধা । সৌজন্যে অবশ্যই লালবাজার । সোমবার কলকাতা পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ স্মার্ট কার্ড । এ বিষয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "আমরা এই স্মার্ট কার্ড তৈরি করেছি শুধুমাত্র প্রণাম প্রকল্পের আওতাধীন থাকা সদস্যদের জন্য ।"
কী কাজ এই স্মার্ট কার্ডের ?
জানা গিয়েছে, যদি প্রণামের কোন সদস্যের শরীর খারাপ হয়, অথবা অন্য কোনও কারণে হাসপাতালে ভরতি হতে হয়, তবে সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া ওই স্মার্ট কার্ড কাজে লাগবে ৷ হাসপাতালে এই স্মার্ট কার্ড দেখালে মিলবে কিছু বিশেষ ছাড় । পাশাপাশি প্রবীণ ও বয়স্ক নাগরিকরা পাবেন বিশেষ সুযোগ-সুবিধাও । এছাড়াও ওষুধ কেনার ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড় । লালবাজার সূত্রে খবর, সোমবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়েছে ৷ এরপরে এই স্মার্ট কার্ডগুলি প্রত্যেকটি থানায় বিভক্ত করে দেওয়া হবে । তারপরে নিজ নিজ থানা এলাকা থেকে প্রণাম সদস্যরা নিজেদের নামে থাকা স্মার্ট কার্ডগুলি সংগ্রহ করে নিতে পারবেন ।
'প্রণাম' প্রকল্প কী ?
'প্রণাম' প্রকল্পটি মূলত প্রবীণ এবং বয়স্কদের জন্য, বিশেষ করে যারা শহরে একেবারে একা থাকেন বা ছেলে-মেয়ে বাইরে থাকে । শহরে প্রত্যেকটি থানায় একজন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে থাকেন ৷ নিজ নিজ এলাকার প্রণামের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের চাহিদা পূরণ করেন ওই পুলিশ আধিকারিক । এই প্রণাম প্রকল্প আরও যাতে উন্নত থেকে উন্নততর হয়, তার জন্যই এই স্মার্ট কার্ডের ভাবনা লালবাজারের বলে সূত্রের খবর ।
আরও পড়ুন: