ETV Bharat / state

ভিড়ে শিশুরা হারিয়ে গেলে খুঁজবে লালবাজার, চালু বিশেষ নম্বর; জেনে নিন - KP DURGA PUJA ARRANGEMENT

পুজোর ভিড়ে শিশুরা হারিয়ে গেলে তৎপরতার সঙ্গে তাদের খুঁজে দিতে উদ্যোগী লালবাজার ৷ এজন্য চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর৷ প্রয়োজনীয় আরও নম্বর জেনে নিন৷

ETV BHARAT
ভিড়ে শিশুরা হারিয়ে গেলে খুঁজবে লালবাজার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 5:01 PM IST

কলকাতা, 9 অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু । পঞ্চমীর দিন থেকেই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে নেমে পড়েছে বাঙালি । আর এবারের এই ভিড়ে ঠাকুর দেখতে গিয়ে কারও সন্তান কিংবা বাড়ির কোনও ছোট সদস্য হারিয়ে গেলে, তাঁদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন পরিষেবা শুরু করল কলকাতা পুলিশ । লালবাজারের তরফে জানানো হয়েছে, 8 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত এই হেল্পলাইন নম্বর চালু থাকবে । ওই বিশেষ নম্বরটি হল, 9163737373 ।

এটা ছাড়াও আরও একাধিক নম্বর রয়েছে । সেই নম্বরগুলি হল মিসিং পার্সন স্কোয়াডের নম্বর - 033- 22141835, কলকাতা পুলিশের কন্ট্রোলরুম - 033-22505090, 033-2214 3230, ডিসিপিও কলকাতা-1098 এই নম্বরে ফোন করতে পারেন । 100 ডায়ালে ফোন করেও জানাতে পারেন ।

মহালয়া পেরনোর পর থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে । তবে আরজি কর আবহের মধ্যে এবারের পুজো হওয়ার ফলে কলকাতা পুলিশের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ । ধর্মতলার একাংশে ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে আমরণ অনশনে বসেছেন একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ।

কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেছেন, ডাক্তাররা যেখানে অনশন চালাচ্ছেন, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি রয়েছে । অর্থাৎ সেখানে কোনও প্রকারের জমায়েত করা যাবে না । তাই প্রয়োজন হলে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল ।

এবারের পুজোয় প্রায় 7 হাজার পুলিশ বাহিনী থাকছে । পাশাপাশি আরও বাহিনী রিজার্ভে থাকবে । প্রয়োজন হলে তাদেরকে ব্যবহার করা হবে । এছাড়াও প্রতিটি থানায় রাখা থাকছে বাড়তি বাহিনী । এছাড়াও শহরে পুজোর সময় ট্র্যাফিকের উপর বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে । শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে ভালো রাখার জন্য সপ্তমীর রাতে রাস্তায় থাকতে পারেন লালবাজারের বড় আধিকারিকরাও । প্রয়োজনে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের নগরপাল নিজেই ৷

কলকাতা, 9 অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু । পঞ্চমীর দিন থেকেই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে নেমে পড়েছে বাঙালি । আর এবারের এই ভিড়ে ঠাকুর দেখতে গিয়ে কারও সন্তান কিংবা বাড়ির কোনও ছোট সদস্য হারিয়ে গেলে, তাঁদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন পরিষেবা শুরু করল কলকাতা পুলিশ । লালবাজারের তরফে জানানো হয়েছে, 8 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত এই হেল্পলাইন নম্বর চালু থাকবে । ওই বিশেষ নম্বরটি হল, 9163737373 ।

এটা ছাড়াও আরও একাধিক নম্বর রয়েছে । সেই নম্বরগুলি হল মিসিং পার্সন স্কোয়াডের নম্বর - 033- 22141835, কলকাতা পুলিশের কন্ট্রোলরুম - 033-22505090, 033-2214 3230, ডিসিপিও কলকাতা-1098 এই নম্বরে ফোন করতে পারেন । 100 ডায়ালে ফোন করেও জানাতে পারেন ।

মহালয়া পেরনোর পর থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে । তবে আরজি কর আবহের মধ্যে এবারের পুজো হওয়ার ফলে কলকাতা পুলিশের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ । ধর্মতলার একাংশে ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে আমরণ অনশনে বসেছেন একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ।

কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেছেন, ডাক্তাররা যেখানে অনশন চালাচ্ছেন, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি রয়েছে । অর্থাৎ সেখানে কোনও প্রকারের জমায়েত করা যাবে না । তাই প্রয়োজন হলে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল ।

এবারের পুজোয় প্রায় 7 হাজার পুলিশ বাহিনী থাকছে । পাশাপাশি আরও বাহিনী রিজার্ভে থাকবে । প্রয়োজন হলে তাদেরকে ব্যবহার করা হবে । এছাড়াও প্রতিটি থানায় রাখা থাকছে বাড়তি বাহিনী । এছাড়াও শহরে পুজোর সময় ট্র্যাফিকের উপর বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে । শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে ভালো রাখার জন্য সপ্তমীর রাতে রাস্তায় থাকতে পারেন লালবাজারের বড় আধিকারিকরাও । প্রয়োজনে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের নগরপাল নিজেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.