ETV Bharat / state

উদ্ধার বাঁশদ্রোণীর অপহৃত ব্যবসায়ী, লালবাজার গোয়েন্দারের জালে 2 অভিযুক্ত - Bansdroni Kidnapping Case - BANSDRONI KIDNAPPING CASE

Bansdroni Kidnapping Case: বাঁশদ্রোণী বাসিন্দা অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উত্তর 24 পরগনার বাগদা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 11:38 AM IST

কলকাতা, 25 এপ্রিল: খাস কলকাতায় গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছিল ৷ বুধবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকে ৷ সঙ্গে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত অপহরণকারী ৷ উদ্ধার হওয়া ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া পেশায় বিদেশি মুদ্রা বিনিময় বা বদল করেন ৷

লালবাজার সূত্রে খবর, ডলারের বিনিময়ে টাকা আদায় করতে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল ৷ ব্যবসায়ীর বাড়িতে দু’লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল অপহরণকারীরা ৷ অভিযোগ পেয়ে, তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্ত শুরু করে গোয়েন্দারা উত্তর 24 পরগনার বাগদায় অভিযান চালায় ৷ সেখান থেকেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ৷

অভিযোগ সুব্রত বালা ওরফে পার্থ এবং অভিজিৎ বিশ্বাস নামে দুই যুবক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন ৷ জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে বলে ডলারের বিনিময় তাদের তিন লক্ষ টাকা দিতে ৷ ওই ব্যবসায়ী তাদের তিন লক্ষ টাকার ব্যবস্থা করেও দেন ৷ তবে, ওই দুই যুবকের অভিযোগ তিন লক্ষের পরিবর্তে ওই ব্যবসায়ী তাঁদের দেড় লক্ষ টাকা দিয়েছিল ৷ বাকি টাকা দাবি করলে শেখ মহম্মদ আহিয়া, পার্থ এবং অভিজিতের বিরুদ্ধে পুলিশে যাওয়ার হুমকি দেন ৷

অভিযোগ এরপরেই পার্থ এবং অভিজিৎ তাঁদের গাড়িতে ওই ব্যবসায়ীকে বসিয়ে উত্তর 24 পরগনার বাগদাযর একটি গোপন ডেরায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে প্রথমে মারধর করা হয় ৷ পরে তাঁকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা ৷ শেখ মহম্মদ আহিয়াকে দিয়েই তাঁর বাড়িতে ফোন করিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৷

অপহরণ ও মুক্তিপণের দাবি শুনে পরিবারে তরফে বাঁশদ্রোণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পরে থানার তরফে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় যোগাযোগ করা হয় ৷ বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এবং বাঁশদ্রোণী থানার পুলিশ ওই দুই অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে উত্তর 24 পরগনার বাগদাযর গোপন ঠিকানায় পৌঁছায় ৷ উদ্ধার করা হয় শেখ মহম্মদ আহিয়াকে ৷ পাশাপাশি এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

আরও পড়ুন:

  1. লালবাজারের নাকের ডগায় রাত কাটায় জঙ্গিরা, জানতেই পারেনি কেউ
  2. শহরে আইপিএল বেটিং চক্রের খোঁজ, গ্রেফতার তিন
  3. শহরের স্কুলগুলিতে বোমা রাখার হুমকি 'ভুয়ো', বিবৃতিতে জানাল লালবাজার

কলকাতা, 25 এপ্রিল: খাস কলকাতায় গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছিল ৷ বুধবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকে ৷ সঙ্গে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত অপহরণকারী ৷ উদ্ধার হওয়া ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া পেশায় বিদেশি মুদ্রা বিনিময় বা বদল করেন ৷

লালবাজার সূত্রে খবর, ডলারের বিনিময়ে টাকা আদায় করতে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল ৷ ব্যবসায়ীর বাড়িতে দু’লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল অপহরণকারীরা ৷ অভিযোগ পেয়ে, তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্ত শুরু করে গোয়েন্দারা উত্তর 24 পরগনার বাগদায় অভিযান চালায় ৷ সেখান থেকেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ৷

অভিযোগ সুব্রত বালা ওরফে পার্থ এবং অভিজিৎ বিশ্বাস নামে দুই যুবক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন ৷ জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে বলে ডলারের বিনিময় তাদের তিন লক্ষ টাকা দিতে ৷ ওই ব্যবসায়ী তাদের তিন লক্ষ টাকার ব্যবস্থা করেও দেন ৷ তবে, ওই দুই যুবকের অভিযোগ তিন লক্ষের পরিবর্তে ওই ব্যবসায়ী তাঁদের দেড় লক্ষ টাকা দিয়েছিল ৷ বাকি টাকা দাবি করলে শেখ মহম্মদ আহিয়া, পার্থ এবং অভিজিতের বিরুদ্ধে পুলিশে যাওয়ার হুমকি দেন ৷

অভিযোগ এরপরেই পার্থ এবং অভিজিৎ তাঁদের গাড়িতে ওই ব্যবসায়ীকে বসিয়ে উত্তর 24 পরগনার বাগদাযর একটি গোপন ডেরায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে প্রথমে মারধর করা হয় ৷ পরে তাঁকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা ৷ শেখ মহম্মদ আহিয়াকে দিয়েই তাঁর বাড়িতে ফোন করিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৷

অপহরণ ও মুক্তিপণের দাবি শুনে পরিবারে তরফে বাঁশদ্রোণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পরে থানার তরফে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় যোগাযোগ করা হয় ৷ বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এবং বাঁশদ্রোণী থানার পুলিশ ওই দুই অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে উত্তর 24 পরগনার বাগদাযর গোপন ঠিকানায় পৌঁছায় ৷ উদ্ধার করা হয় শেখ মহম্মদ আহিয়াকে ৷ পাশাপাশি এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

আরও পড়ুন:

  1. লালবাজারের নাকের ডগায় রাত কাটায় জঙ্গিরা, জানতেই পারেনি কেউ
  2. শহরে আইপিএল বেটিং চক্রের খোঁজ, গ্রেফতার তিন
  3. শহরের স্কুলগুলিতে বোমা রাখার হুমকি 'ভুয়ো', বিবৃতিতে জানাল লালবাজার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.