কলকাতা, 25 এপ্রিল: খাস কলকাতায় গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছিল ৷ বুধবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকে ৷ সঙ্গে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত অপহরণকারী ৷ উদ্ধার হওয়া ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া পেশায় বিদেশি মুদ্রা বিনিময় বা বদল করেন ৷
লালবাজার সূত্রে খবর, ডলারের বিনিময়ে টাকা আদায় করতে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল ৷ ব্যবসায়ীর বাড়িতে দু’লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল অপহরণকারীরা ৷ অভিযোগ পেয়ে, তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্ত শুরু করে গোয়েন্দারা উত্তর 24 পরগনার বাগদায় অভিযান চালায় ৷ সেখান থেকেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ৷
অভিযোগ সুব্রত বালা ওরফে পার্থ এবং অভিজিৎ বিশ্বাস নামে দুই যুবক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন ৷ জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে বলে ডলারের বিনিময় তাদের তিন লক্ষ টাকা দিতে ৷ ওই ব্যবসায়ী তাদের তিন লক্ষ টাকার ব্যবস্থা করেও দেন ৷ তবে, ওই দুই যুবকের অভিযোগ তিন লক্ষের পরিবর্তে ওই ব্যবসায়ী তাঁদের দেড় লক্ষ টাকা দিয়েছিল ৷ বাকি টাকা দাবি করলে শেখ মহম্মদ আহিয়া, পার্থ এবং অভিজিতের বিরুদ্ধে পুলিশে যাওয়ার হুমকি দেন ৷
অভিযোগ এরপরেই পার্থ এবং অভিজিৎ তাঁদের গাড়িতে ওই ব্যবসায়ীকে বসিয়ে উত্তর 24 পরগনার বাগদাযর একটি গোপন ডেরায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে প্রথমে মারধর করা হয় ৷ পরে তাঁকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা ৷ শেখ মহম্মদ আহিয়াকে দিয়েই তাঁর বাড়িতে ফোন করিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৷
অপহরণ ও মুক্তিপণের দাবি শুনে পরিবারে তরফে বাঁশদ্রোণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পরে থানার তরফে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় যোগাযোগ করা হয় ৷ বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এবং বাঁশদ্রোণী থানার পুলিশ ওই দুই অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে উত্তর 24 পরগনার বাগদাযর গোপন ঠিকানায় পৌঁছায় ৷ উদ্ধার করা হয় শেখ মহম্মদ আহিয়াকে ৷ পাশাপাশি এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
আরও পড়ুন: