ETV Bharat / state

কোন থানায় কটা অভিযোগ! রেশন দুর্নীতি-কাণ্ডে আচমকাই তৎপর কলকাতা পুলিশ

Kolkata Police on Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এবার সেই তদন্ত নিয়ে হঠাৎ সক্রিয় হয়ে উঠল কলকাতা পুলিশ ৷

ETV Bharat
রেশন দুর্নীতি কাণ্ডে তৎপর কলকাতা পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 2:08 PM IST

কলকাতা, 15 মার্চ: রেশন দুর্নীতি কাণ্ডে আচমকাই তৎপরতা দেখা গেল কলকাতা পুলিশের মধ্যে ৷ লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে কলকাতা পুলিশের অধীনস্থ প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, গত 2019 সাল থেকে শহরের কোন কোন থানায় কতগুলি রেশন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তার তদন্ত কীভাবে আর কোন পথে এগোচ্ছে, সেই বিষয়টি বিস্তারিত জানতে হবে ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, 2019 সালে রেশন দুর্নীতি কাণ্ডে বালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু শহরের আর কোন থানায় এই ঘটনায় অভিযোগ জমা পড়েছে, তা জানতে চায় লালবাজার ৷ পাশাপাশি সেই সব বিষয়ে তদন্ত কীভাবে করা হয়েছে, সেই বিষয়টিও ৷

ইতিমধ্যে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তদন্ত শুরু করেছে ৷ সেই দুর্নীতিতে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি ৷ পরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ এই ঘটনার পর থেকেই অভিযোগ উঠতে শুরু করে, রেশন দুর্নীতির কাণ্ড যখন শুরু হচ্ছে অর্থাৎ 2018-2020 সাল সময়কালের মধ্যে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু সেই সময়ে এই সব অভিযোগে গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ ৷

তদন্তে জানা গিয়েছে, 2019 সালে বালিগঞ্জ থানায় রেশন দুর্নীতি কাণ্ডের একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু বিভিন্ন ঘটনার চাপে সেই সব তদন্তের গতিপ্রকৃতি সবকিছুই থমকে গিয়েছিল ৷ বর্তমানে সেই তদন্ত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে এবং বালিগঞ্জ থানার পাশাপাশি অন্য কোন থানায় এই সব অভিযোগ দায়ের হয়েছিল, তা জানার জন্য একটি সুস্পষ্ট রিপোর্ট চাইছে কলকাতা পুলিশ ৷ 5 জানুয়ারি এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়েছিল ইডি ৷ তবে সেখানে হামলার মুখে পড়েন ইডি কর্তারা ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি তদন্তে ফের শাহজাহানের ডেরায় ইডি, চলছে ম‍্যারাথন তল্লাশি
  2. বন্দিদশায় জ্যোতিপ্রিয়র ওজন 25 কেজি কমে হয়েছে 37, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন
  3. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট

কলকাতা, 15 মার্চ: রেশন দুর্নীতি কাণ্ডে আচমকাই তৎপরতা দেখা গেল কলকাতা পুলিশের মধ্যে ৷ লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে কলকাতা পুলিশের অধীনস্থ প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, গত 2019 সাল থেকে শহরের কোন কোন থানায় কতগুলি রেশন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তার তদন্ত কীভাবে আর কোন পথে এগোচ্ছে, সেই বিষয়টি বিস্তারিত জানতে হবে ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, 2019 সালে রেশন দুর্নীতি কাণ্ডে বালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু শহরের আর কোন থানায় এই ঘটনায় অভিযোগ জমা পড়েছে, তা জানতে চায় লালবাজার ৷ পাশাপাশি সেই সব বিষয়ে তদন্ত কীভাবে করা হয়েছে, সেই বিষয়টিও ৷

ইতিমধ্যে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তদন্ত শুরু করেছে ৷ সেই দুর্নীতিতে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি ৷ পরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ এই ঘটনার পর থেকেই অভিযোগ উঠতে শুরু করে, রেশন দুর্নীতির কাণ্ড যখন শুরু হচ্ছে অর্থাৎ 2018-2020 সাল সময়কালের মধ্যে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু সেই সময়ে এই সব অভিযোগে গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ ৷

তদন্তে জানা গিয়েছে, 2019 সালে বালিগঞ্জ থানায় রেশন দুর্নীতি কাণ্ডের একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু বিভিন্ন ঘটনার চাপে সেই সব তদন্তের গতিপ্রকৃতি সবকিছুই থমকে গিয়েছিল ৷ বর্তমানে সেই তদন্ত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে এবং বালিগঞ্জ থানার পাশাপাশি অন্য কোন থানায় এই সব অভিযোগ দায়ের হয়েছিল, তা জানার জন্য একটি সুস্পষ্ট রিপোর্ট চাইছে কলকাতা পুলিশ ৷ 5 জানুয়ারি এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়েছিল ইডি ৷ তবে সেখানে হামলার মুখে পড়েন ইডি কর্তারা ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি তদন্তে ফের শাহজাহানের ডেরায় ইডি, চলছে ম‍্যারাথন তল্লাশি
  2. বন্দিদশায় জ্যোতিপ্রিয়র ওজন 25 কেজি কমে হয়েছে 37, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন
  3. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.