ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল লালবাজার - RG Kar doctor Rape and murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

CBI investigates RG Kar doctor Rape and murder case: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল লালবাজার ৷ তারপরই তদন্তে নেমে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

CBI investigates RG Kar doctor Rape and murder case
আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল লালবাজার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 11:37 AM IST

Updated : Aug 14, 2024, 12:21 PM IST

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে সিবিআই-এর হাতে তুলে দিল লালবাজার ৷ তদন্ত নেমে সময় নষ্ট না-করেই এবার আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়-কে জেরা করতে প্রস্তুত সিবিআই ৷ এই ঘটনার তদন্তের জন্য বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে 7 সদস্যের সিবিআই-এর বিশেষ দল ৷ এই দলের সঙ্গে রয়েছেন কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞ ৷

ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল লালবাজার (ইটিভি ভারত)

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে নিয়ে আইন ব্রাঞ্চ বিভাগে আসেন কলকাতা পুলিশের এসআইটি-এর সদস্যরা। এর আগে গতকাল রাত ও আজ সকালে সঞ্জয়কে নিয়ে তারা এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তার স্বাস্থ্য পরীক্ষা হয়। স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় রিপোর্ট সঙ্গে নিয়ে এই ঘটনার উদ্ধার হওয়া সামগ্রী-সহ একাধিক নথিপত্র সমেত সঞ্জয়-কে নিজেদের গাড়িতে চাপিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা।

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত নেমে সিবিআই খুন ধর্ষণ ছাড়াও মোট চারটি মামলা রুজু করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন এই ঘটনায় আমরা তদন্তে করে আমরা যা যা পেয়েছি, অভিযুক্ত-সহ সমস্ত তথ্য আমরা সিবিআইয়ের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছি ৷

এছাড়াও আজ কলকাতা পুলিশের তরফ থেকে শিয়ালদা আদালতে গিয়ে এই ঘটনার যাবতীয় কেস ডায়েরি তাঁরা জমা দেবেন। কলকাতা পুলিশের পাশাপাশি এবার ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন সিবিআই-এর গোয়েন্দারা। মূলত সঞ্জয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত ৷ সে কার কার সাথে যোগাযোগ রাখত ৷ এছাড়াও সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হবে, তার মাথার ওপর কোন কোন পুলিশকর্মীর হাত ছিল ?

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে সিবিআই-এর হাতে তুলে দিল লালবাজার ৷ তদন্ত নেমে সময় নষ্ট না-করেই এবার আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়-কে জেরা করতে প্রস্তুত সিবিআই ৷ এই ঘটনার তদন্তের জন্য বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে 7 সদস্যের সিবিআই-এর বিশেষ দল ৷ এই দলের সঙ্গে রয়েছেন কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞ ৷

ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিল লালবাজার (ইটিভি ভারত)

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-কে নিয়ে আইন ব্রাঞ্চ বিভাগে আসেন কলকাতা পুলিশের এসআইটি-এর সদস্যরা। এর আগে গতকাল রাত ও আজ সকালে সঞ্জয়কে নিয়ে তারা এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তার স্বাস্থ্য পরীক্ষা হয়। স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় রিপোর্ট সঙ্গে নিয়ে এই ঘটনার উদ্ধার হওয়া সামগ্রী-সহ একাধিক নথিপত্র সমেত সঞ্জয়-কে নিজেদের গাড়িতে চাপিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা।

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত নেমে সিবিআই খুন ধর্ষণ ছাড়াও মোট চারটি মামলা রুজু করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন এই ঘটনায় আমরা তদন্তে করে আমরা যা যা পেয়েছি, অভিযুক্ত-সহ সমস্ত তথ্য আমরা সিবিআইয়ের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছি ৷

এছাড়াও আজ কলকাতা পুলিশের তরফ থেকে শিয়ালদা আদালতে গিয়ে এই ঘটনার যাবতীয় কেস ডায়েরি তাঁরা জমা দেবেন। কলকাতা পুলিশের পাশাপাশি এবার ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন সিবিআই-এর গোয়েন্দারা। মূলত সঞ্জয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত ৷ সে কার কার সাথে যোগাযোগ রাখত ৷ এছাড়াও সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হবে, তার মাথার ওপর কোন কোন পুলিশকর্মীর হাত ছিল ?

Last Updated : Aug 14, 2024, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.