কলকাতা, 29 ফেব্রুয়ারি: বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল ৷ প্রায় পাকাপাকিও হয়ে গিয়েছিল তাঁর বিয়ে । তবে বিয়ের ঠিক কিছুদিন আগেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবল । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে । মৃত কনস্টেবলের নাম জয়ন্ত সরকার ।
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারের সামনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল । বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে আলিপুর থানার পুলিশ । মৃত জয়ন্তের বয়স হয়েছিল 28 বছর । তিনি নদিয়ার শান্তিপুরের বাসিন্দা । কমব্যাট ফোর্সে কর্মরত ছিলেন জয়ন্ত । জানা গিয়েছে, বুধবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁর ডিউটি ছিল । বেলা সাড়ে বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি সেখানে ডিউটিও করেছেন । এরপর পুলিশ ট্রেনিং স্কুলে ফিরে আসেন তিনি ।
পুলিশ তরফে আরও খবর, গতকাল রাতে অস্ত্রাগারের সামনে থেকে গুলির আওয়াজ পাওয়া যায় ৷ সেই আওয়াজ পেয়ে জয়ন্তের বন্ধুরা সেখানে আসেন । তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন জয়ন্ত । হাতেই রয়েছে তাঁর সার্ভিস রিভলভার । পুলিশের অনুমান, ডিউটি করে ফিরেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যান পুলিশকর্মীরা । কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ।
জয়ন্তর দেহ শান্তিপুরে তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে লালবাজার ৷ পাশাপাশি এই ঘটনার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ । ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কলকাতায় এসেছেন ৷ পুলিশের সঙ্গে কথা বলে দেহ নিয়ে যাওয়ার জন্য আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ তারপর দেহ নদিয়ায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: