ETV Bharat / state

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল - সার্ভিস রিভলভার

Kolkata Police Constable Died by Suicide: আবারও ঘটনার পুনরাবৃত্তি ৷ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল ৷ এর আগে খাদ্যভবনে একই ঘটনা ঘটেছিল ৷ যার পরে নড়চড়ে বসে প্রশাসন ৷

Kolkata police constable died by suicide
আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 11:15 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: বর্ষবরণের ঠিক আগের মুহূর্তে মধ্য কলকাতার খাদ্যভবনের ভিতরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন কলকাতা পুলিশের একজন কর্মী । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন অপর এক কলকাতা পুলিশের কনস্টেবল । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে । কলকাতা পুলিশের এক নম্বর ব্যাটেলিয়নের ওয়্যারলেস শাখায় কর্মরত ছিলেন তিনি । পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের নৈরিদ আবাসনের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে ।

লালবাজার সূত্রে খবর, নিজের পিস্তল থেকে গুলি করেন পুলক ব্যাপারী (35) । কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দীর্ঘদিন ধরে ওই কনস্টেবল তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন । তবে বিশদে ঘটনাটি কী ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।" জানা গিয়েছে, ওই কনস্টেবলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই স্থানীয় পর্ণশ্রী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ ।

তবে পুলিশের আত্মহত্যার এই ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে একপ্রকার স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের আইপিএস মহলের একাংশের আধিকারিকরা । তাঁদের অভিযোগ, বহুদিন ধরে পুলিশের নিয়োগ বন্ধ ৷ ফলে থানায় কাজের সংখ্যা বেড়েই চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোনও কনস্টেবল ছুটির আবেদন করলে সেই আবেদন অধিকাংশই বাতিল হয়ে যাচ্ছে । এছাড়াও পুলিশ আধিকারিকদের পারিবারিক সমস্যা প্রায় লেগেই থাকে ।

সম্প্রতি খাদ্যভবনের মধ্যে কলকাতা পুলিশের এক কর্মী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার পর নড়েচড়ে বসেছিল লালবাজার । কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফ থেকে নির্দেশিকা গিয়েছিল প্রতিটি থানায় ৷ এই নির্দেশিকায় বলা হয়, ডিউটি অফের পর কোনও পুলিশ কর্মী আর তার রিভলবার ব্যবহার করতে পারবেন না । এরপরও গতকালের ঘটনা ঘটে ৷ এর জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ।

আরও পড়ুন:

  1. খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  2. গুজরাতে নিজের সার্ভিস রিভালবারের গুলিতে আত্মঘাতী নদিয়ার জওয়ান
  3. ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান

কলকাতা, 31 জানুয়ারি: বর্ষবরণের ঠিক আগের মুহূর্তে মধ্য কলকাতার খাদ্যভবনের ভিতরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন কলকাতা পুলিশের একজন কর্মী । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন অপর এক কলকাতা পুলিশের কনস্টেবল । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে । কলকাতা পুলিশের এক নম্বর ব্যাটেলিয়নের ওয়্যারলেস শাখায় কর্মরত ছিলেন তিনি । পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের নৈরিদ আবাসনের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে ।

লালবাজার সূত্রে খবর, নিজের পিস্তল থেকে গুলি করেন পুলক ব্যাপারী (35) । কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দীর্ঘদিন ধরে ওই কনস্টেবল তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন । তবে বিশদে ঘটনাটি কী ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।" জানা গিয়েছে, ওই কনস্টেবলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই স্থানীয় পর্ণশ্রী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ ।

তবে পুলিশের আত্মহত্যার এই ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে একপ্রকার স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের আইপিএস মহলের একাংশের আধিকারিকরা । তাঁদের অভিযোগ, বহুদিন ধরে পুলিশের নিয়োগ বন্ধ ৷ ফলে থানায় কাজের সংখ্যা বেড়েই চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোনও কনস্টেবল ছুটির আবেদন করলে সেই আবেদন অধিকাংশই বাতিল হয়ে যাচ্ছে । এছাড়াও পুলিশ আধিকারিকদের পারিবারিক সমস্যা প্রায় লেগেই থাকে ।

সম্প্রতি খাদ্যভবনের মধ্যে কলকাতা পুলিশের এক কর্মী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার পর নড়েচড়ে বসেছিল লালবাজার । কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফ থেকে নির্দেশিকা গিয়েছিল প্রতিটি থানায় ৷ এই নির্দেশিকায় বলা হয়, ডিউটি অফের পর কোনও পুলিশ কর্মী আর তার রিভলবার ব্যবহার করতে পারবেন না । এরপরও গতকালের ঘটনা ঘটে ৷ এর জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ।

আরও পড়ুন:

  1. খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  2. গুজরাতে নিজের সার্ভিস রিভালবারের গুলিতে আত্মঘাতী নদিয়ার জওয়ান
  3. ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.