কলকাতা, 31 জানুয়ারি: বর্ষবরণের ঠিক আগের মুহূর্তে মধ্য কলকাতার খাদ্যভবনের ভিতরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন কলকাতা পুলিশের একজন কর্মী । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন অপর এক কলকাতা পুলিশের কনস্টেবল । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে । কলকাতা পুলিশের এক নম্বর ব্যাটেলিয়নের ওয়্যারলেস শাখায় কর্মরত ছিলেন তিনি । পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের নৈরিদ আবাসনের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে ।
লালবাজার সূত্রে খবর, নিজের পিস্তল থেকে গুলি করেন পুলক ব্যাপারী (35) । কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দীর্ঘদিন ধরে ওই কনস্টেবল তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন । তবে বিশদে ঘটনাটি কী ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।" জানা গিয়েছে, ওই কনস্টেবলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই স্থানীয় পর্ণশ্রী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ ।
তবে পুলিশের আত্মহত্যার এই ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে একপ্রকার স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের আইপিএস মহলের একাংশের আধিকারিকরা । তাঁদের অভিযোগ, বহুদিন ধরে পুলিশের নিয়োগ বন্ধ ৷ ফলে থানায় কাজের সংখ্যা বেড়েই চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোনও কনস্টেবল ছুটির আবেদন করলে সেই আবেদন অধিকাংশই বাতিল হয়ে যাচ্ছে । এছাড়াও পুলিশ আধিকারিকদের পারিবারিক সমস্যা প্রায় লেগেই থাকে ।
সম্প্রতি খাদ্যভবনের মধ্যে কলকাতা পুলিশের এক কর্মী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার পর নড়েচড়ে বসেছিল লালবাজার । কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফ থেকে নির্দেশিকা গিয়েছিল প্রতিটি থানায় ৷ এই নির্দেশিকায় বলা হয়, ডিউটি অফের পর কোনও পুলিশ কর্মী আর তার রিভলবার ব্যবহার করতে পারবেন না । এরপরও গতকালের ঘটনা ঘটে ৷ এর জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ।
আরও পড়ুন: