ETV Bharat / state

মিডিয়া দেখে দৌড় আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ পুলিশ কর্মীর - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

CBI Probe in RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের মোবাইল থেকে একাধিক পুলিশ কর্মীদের নাম রয়েছে ৷ তাঁদের মধ্যে একজন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে তলব করেছিল সিবিআই ৷ হাজিরা দিতে এসে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে মিডিয়া দেখে দৌড় দিলেন তিনি ৷ তাঁর এই আচরণ নিয়ে উঠছে প্রশ্ন ৷

CBI Probe in RG Kar Doctor Rape and Murder
মিডিয়া দেখে দৌড় আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ পুলিশ কর্মীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 6:03 PM IST

Updated : Aug 20, 2024, 8:09 PM IST

বিধাননগর, 20 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তর ৷ সেই বিষয়ে বিস্তারিত জানতেই মঙ্গলবার সিবিআই তলব করেছিল তাঁকে ৷ সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই সংবাদমাধ্য়মের মুখোমুখি হতে হয় অনুপ দত্তকে ৷ ওই এএসআই-কে প্রশ্ন করা হয়, ‘‘সঞ্জয়কে কবে থেকে চিনতেন ?’’ প্রশ্ন শুনে উত্তর দেওয়া তো দূরে থাক, দৌড় দিলেন তিনি ৷

মিডিয়া দেখে দৌড় আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ পুলিশ কর্মীর (ইটিভি ভারত)

পুলিশ হিসেবে তাঁর কাজ তো প্রয়োজনে অপরাধীদের ধরার জন্য দৌড়ানো ৷ কিন্তু এ দিনের ছবিটা ছিল ঠিক উলটো ৷ সংবাদমাধ্য়মের কর্মীরা তাঁকে উদ্দেশ্য় করে একের পর এক প্রশ্ন করছেন ৷ আর তিনি সেই প্রশ্ন থেকে পালাতে দৌড়াচ্ছেন ৷ বৃষ্টিভেজা সিজিও কমপ্লেক্সে বেশ কয়েকবার পা পিছলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও তিনি পড়লেন ৷ অনেকে চিৎকার করে পরামর্শও দিলেন, ‘‘দৌড়বেন না ৷ পড়ে যাবেন ৷’’

কিন্তু তিনি থামলেন না ৷ রীতিমতো দৌড়াতে দৌড়াতে ঢুকে গেলেন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপের ভিতরে ৷ সেখানে যেতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে ধাক্কাও মারলেন ৷ যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কীসের ভয় অনুপ দত্তর ? কেন সংবাদমাধ্যমকে দেখে দৌড়ালেন তিনি ?

উল্লেখ্য়, আরজি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই ৷ ইতিমধ্যে তারা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ শনিবার থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ মঙ্গলবারও তিনি সিজিও-তে গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ৷ তাছাড়া তদন্তে একাধিক জায়গাতেও গিয়েছে সিবিআই ৷

এর সঙ্গেই জেরা চলছে ধৃত সঞ্জয় রায়কে ৷ তাঁর মোবাইল ফোনও পরীক্ষা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷ সঞ্জয় রায়ের মোবাইলে বেশ কিছু পুলিশ কর্মীর নম্বর পাওয়া যায় ৷ সেই তালিকায় ছিল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্তর নাম ৷ সেই কারণেই অনুপ দত্তকে তলব করেছিল সিবিআই ৷

তাঁর থেকে তদন্তকারীরা জানতে চান, ঘটনার পর ও ঘটনার আগে সঞ্জয়ের গতিবিধি সম্পর্কে তিনি কী কী তথ্য জানতেন ?
তাঁর সঙ্গে সঞ্জয় রায়ের সম্পর্ক কতদিনের ? কীভাবে সিভিক ভলেন্টিয়ার হয়েও দিনের পর দিন কলকাতা পুলিশ লেখা বাইক ও কলকাতা পুলিশের ব্যাটেলিয়ানে থাকতে পারল সঞ্জয় ? সঞ্জয়ের সঙ্গে কোন কোন পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ? আরজি করের এই জঘন্য অপরাধের পর তাঁর সঙ্গে সঞ্জয় দেখা করেছিল কি না ? ওই তরুণী চিকিৎসক সম্পর্কে কোনোরকমের কোনও কথা বলেছিল কি না ? প্রসঙ্গত, এই ব্যাপারে সঞ্জয় রায়কে একাধিকবার সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলেও সে কোনও উত্তর দেয়নি ।

বিধাননগর, 20 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তর ৷ সেই বিষয়ে বিস্তারিত জানতেই মঙ্গলবার সিবিআই তলব করেছিল তাঁকে ৷ সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই সংবাদমাধ্য়মের মুখোমুখি হতে হয় অনুপ দত্তকে ৷ ওই এএসআই-কে প্রশ্ন করা হয়, ‘‘সঞ্জয়কে কবে থেকে চিনতেন ?’’ প্রশ্ন শুনে উত্তর দেওয়া তো দূরে থাক, দৌড় দিলেন তিনি ৷

মিডিয়া দেখে দৌড় আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ পুলিশ কর্মীর (ইটিভি ভারত)

পুলিশ হিসেবে তাঁর কাজ তো প্রয়োজনে অপরাধীদের ধরার জন্য দৌড়ানো ৷ কিন্তু এ দিনের ছবিটা ছিল ঠিক উলটো ৷ সংবাদমাধ্য়মের কর্মীরা তাঁকে উদ্দেশ্য় করে একের পর এক প্রশ্ন করছেন ৷ আর তিনি সেই প্রশ্ন থেকে পালাতে দৌড়াচ্ছেন ৷ বৃষ্টিভেজা সিজিও কমপ্লেক্সে বেশ কয়েকবার পা পিছলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও তিনি পড়লেন ৷ অনেকে চিৎকার করে পরামর্শও দিলেন, ‘‘দৌড়বেন না ৷ পড়ে যাবেন ৷’’

কিন্তু তিনি থামলেন না ৷ রীতিমতো দৌড়াতে দৌড়াতে ঢুকে গেলেন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপের ভিতরে ৷ সেখানে যেতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে ধাক্কাও মারলেন ৷ যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কীসের ভয় অনুপ দত্তর ? কেন সংবাদমাধ্যমকে দেখে দৌড়ালেন তিনি ?

উল্লেখ্য়, আরজি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই ৷ ইতিমধ্যে তারা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ শনিবার থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ মঙ্গলবারও তিনি সিজিও-তে গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ৷ তাছাড়া তদন্তে একাধিক জায়গাতেও গিয়েছে সিবিআই ৷

এর সঙ্গেই জেরা চলছে ধৃত সঞ্জয় রায়কে ৷ তাঁর মোবাইল ফোনও পরীক্ষা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷ সঞ্জয় রায়ের মোবাইলে বেশ কিছু পুলিশ কর্মীর নম্বর পাওয়া যায় ৷ সেই তালিকায় ছিল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্তর নাম ৷ সেই কারণেই অনুপ দত্তকে তলব করেছিল সিবিআই ৷

তাঁর থেকে তদন্তকারীরা জানতে চান, ঘটনার পর ও ঘটনার আগে সঞ্জয়ের গতিবিধি সম্পর্কে তিনি কী কী তথ্য জানতেন ?
তাঁর সঙ্গে সঞ্জয় রায়ের সম্পর্ক কতদিনের ? কীভাবে সিভিক ভলেন্টিয়ার হয়েও দিনের পর দিন কলকাতা পুলিশ লেখা বাইক ও কলকাতা পুলিশের ব্যাটেলিয়ানে থাকতে পারল সঞ্জয় ? সঞ্জয়ের সঙ্গে কোন কোন পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ? আরজি করের এই জঘন্য অপরাধের পর তাঁর সঙ্গে সঞ্জয় দেখা করেছিল কি না ? ওই তরুণী চিকিৎসক সম্পর্কে কোনোরকমের কোনও কথা বলেছিল কি না ? প্রসঙ্গত, এই ব্যাপারে সঞ্জয় রায়কে একাধিকবার সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলেও সে কোনও উত্তর দেয়নি ।

Last Updated : Aug 20, 2024, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.