ETV Bharat / state

সোমে শুরু হকারদের ডিজিটাল সার্ভে, তৎপর কর্পোরেশন - DIGITAL HAWKER SURVEY IN KOLKATA - DIGITAL HAWKER SURVEY IN KOLKATA

Digital Survey of Hawkers: এবার থেকে হকারদের সার্ভে করা হবে ডিজিটাল মাধ্যমে ৷ অ্যাপের সাহায্যে জানা হবে হকারদের হাল-হকিকত ও সমস্ত প্রয়োজনীয় নথি ৷ কীভাবে হবে এই বিশেষ সার্ভে ? আগাম সব খোঁজ দিল ইটিভি ভারত ৷

KMC on HAWKER SURVEY
কলকাতা কর্পোরেশনে শুরু করছে হকারদের ডিজিটাল সার্ভে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 4:48 PM IST

কলকাতা, 30 জুন: শহরজুড়ে শুরু হচ্ছে হকারদের ডিজিটাল সার্ভে ৷ সোমবার সকাল থেকেই এই ডিজিটাল সার্ভে করতে পথে নামছে কলকাতা কর্পোরেশনের 40-50টি দল ৷ সরাসরি অ্যাপের মাধ্যমে কলকাতাকে পাঁচটি জোনে ভাগ করে হবে এই সার্ভে ৷ 15 দিনের মধ্যে শেষ করা হবে সার্ভে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর লাগাতার বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান ঘিরে তোলপাড় গোটা শহর । পুলিশ ও কর্পোরেশনের অভিযান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, উচ্ছেদ নয়; তালিকা তৈরি করে নিয়ম মাফিক বসতে দেওয়া হোক হকারদের। সেই মতো তৈরি হয়েছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের নতুন অ্যাপ । কলকাতা কর্পোরেশনের কর্মীদের বিশেষ কর্মশালা করে সেই অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছে নগরোন্নয়ন দফতর ও কর্পোরেশনের তথ্য প্রযুক্তি শাখা ।

শনি-সন্ধ্যায় ফিরহাদের বাড়ির সামনে বিক্ষোভ, উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত সরানো হল

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, প্রোজেক্টারের মাধ্যমে ধাপে ধাপে 150 পুরকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এক একটি হকার জোনে কমবেশি 10টি করে টিম নামবে এই ডিজিটাল সার্ভে করতে । সেই এক একটি টিমে থাকবেন 4-5 জন কর্মী । হাতিবাগান, বেহালা, নিউ মার্কেট, গ্র্যান্ড ও গড়িয়াহাট; এই পাঁচ জায়গায় হবে অ্যাপ মারফত ডিজিটাল সার্ভে । তারপর নথি যাচাই করে অন্য নানা সুবিধা-অসুবিধা দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে ৷ সেই তালিকায়ই জুলাই শেষে বা অগস্টের প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে ।

কীভাবে হবে এই ডিজিটাল সার্ভে ?

জানা যাচ্ছে, কলকাতা কর্পোরশনের যে সমস্ত কর্মী এই সার্ভের প্রশিক্ষণ পেয়েছেন তাদের আগামিকাল অর্থাৎ, সোমবার সকালে একটি ইউজার আইডি পাঠানো হবে । সেটা দিয়ে লগ ইন করলে তাঁরা অ্যাপ ব্যবহার করবেন । অ্যাপে একটি আবেদনপত্র থাকছে । যেখানে হকারের নাম, ঠিকানা, আধার নম্বর, প্যান কার্ড নম্বর, মোবাইল নম্বর, স্টলের মাপ, কী ধরনের স্টল, কী বিক্রি হয় সব লিখতে হবে।

তারপর আধার কার্ডের ছবি ও স্টলে দাঁড় করিয়ে হকারের ছবি তোলা হবে। পরের ধাপে সংশ্লিষ্ট হকারের থেকে আধার লিঙ্ক করা রয়েছে এমন মোবাইল নম্বর নেওয়া হবে ৷ তাতে একটি ওটিপি যাবে । সেই ওটিপি দিয়ে দিলে তবে আবেদন জমা পড়বে । এরপর সেই মোবাইল নম্বরে একটি মেসেজ বা লিঙ্ক পাঠানো হবে সাত থেকে দশ দিনের মধ্যে ৷ তা থেকে জনৈক হকার জানতে পারবেন তাঁর আবেদন গৃহীত হওয়া সংক্রান্ত বিবরণ ৷

উচ্ছেদকে কেন্দ্র করে নয়া উত্তেজনা, নিউমার্কেটে কান্নায় ভেঙে পড়লেন মহিলা হকার

কলকাতা, 30 জুন: শহরজুড়ে শুরু হচ্ছে হকারদের ডিজিটাল সার্ভে ৷ সোমবার সকাল থেকেই এই ডিজিটাল সার্ভে করতে পথে নামছে কলকাতা কর্পোরেশনের 40-50টি দল ৷ সরাসরি অ্যাপের মাধ্যমে কলকাতাকে পাঁচটি জোনে ভাগ করে হবে এই সার্ভে ৷ 15 দিনের মধ্যে শেষ করা হবে সার্ভে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর লাগাতার বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান ঘিরে তোলপাড় গোটা শহর । পুলিশ ও কর্পোরেশনের অভিযান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, উচ্ছেদ নয়; তালিকা তৈরি করে নিয়ম মাফিক বসতে দেওয়া হোক হকারদের। সেই মতো তৈরি হয়েছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের নতুন অ্যাপ । কলকাতা কর্পোরেশনের কর্মীদের বিশেষ কর্মশালা করে সেই অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছে নগরোন্নয়ন দফতর ও কর্পোরেশনের তথ্য প্রযুক্তি শাখা ।

শনি-সন্ধ্যায় ফিরহাদের বাড়ির সামনে বিক্ষোভ, উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত সরানো হল

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, প্রোজেক্টারের মাধ্যমে ধাপে ধাপে 150 পুরকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এক একটি হকার জোনে কমবেশি 10টি করে টিম নামবে এই ডিজিটাল সার্ভে করতে । সেই এক একটি টিমে থাকবেন 4-5 জন কর্মী । হাতিবাগান, বেহালা, নিউ মার্কেট, গ্র্যান্ড ও গড়িয়াহাট; এই পাঁচ জায়গায় হবে অ্যাপ মারফত ডিজিটাল সার্ভে । তারপর নথি যাচাই করে অন্য নানা সুবিধা-অসুবিধা দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে ৷ সেই তালিকায়ই জুলাই শেষে বা অগস্টের প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে ।

কীভাবে হবে এই ডিজিটাল সার্ভে ?

জানা যাচ্ছে, কলকাতা কর্পোরশনের যে সমস্ত কর্মী এই সার্ভের প্রশিক্ষণ পেয়েছেন তাদের আগামিকাল অর্থাৎ, সোমবার সকালে একটি ইউজার আইডি পাঠানো হবে । সেটা দিয়ে লগ ইন করলে তাঁরা অ্যাপ ব্যবহার করবেন । অ্যাপে একটি আবেদনপত্র থাকছে । যেখানে হকারের নাম, ঠিকানা, আধার নম্বর, প্যান কার্ড নম্বর, মোবাইল নম্বর, স্টলের মাপ, কী ধরনের স্টল, কী বিক্রি হয় সব লিখতে হবে।

তারপর আধার কার্ডের ছবি ও স্টলে দাঁড় করিয়ে হকারের ছবি তোলা হবে। পরের ধাপে সংশ্লিষ্ট হকারের থেকে আধার লিঙ্ক করা রয়েছে এমন মোবাইল নম্বর নেওয়া হবে ৷ তাতে একটি ওটিপি যাবে । সেই ওটিপি দিয়ে দিলে তবে আবেদন জমা পড়বে । এরপর সেই মোবাইল নম্বরে একটি মেসেজ বা লিঙ্ক পাঠানো হবে সাত থেকে দশ দিনের মধ্যে ৷ তা থেকে জনৈক হকার জানতে পারবেন তাঁর আবেদন গৃহীত হওয়া সংক্রান্ত বিবরণ ৷

উচ্ছেদকে কেন্দ্র করে নয়া উত্তেজনা, নিউমার্কেটে কান্নায় ভেঙে পড়লেন মহিলা হকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.